ETV Bharat / state

Suvendu Adhikari: 'গোটা মন্ত্রিসভারই জেলে যাওয়া উচিত !' তোপ শুভেন্দুর - বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিয়োগ দুর্নীতির (WB Teacher Recruitment Scam) প্রসঙ্গ তুলে রাজ্য মন্ত্রিসভার (WB Cabinet of Ministers) সব সদস্যকে জেলে পাঠানো উচিত বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ! কেন একথা বললেন তিনি ?

Suvendu Adhikari claims all members from WB Cabinet of Ministers suppose to go Jail
Suvendu Adhikari: 'গোটা মন্ত্রিসভারই জেলে যাওয়া উচিত !' তোপ শুভেন্দুর
author img

By

Published : Nov 28, 2022, 1:29 PM IST

Updated : Nov 28, 2022, 2:50 PM IST

কলকাতা, 28 নভেম্বর: নিয়োগ দুর্নীতি মামলায় (WB Teacher Recruitment Scam) সরাসরি মমতা (Mamata Banerjee) মন্ত্রিসভার ভূমিকা নিয়ে সমালোচনায় সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ অযোগ্যদের চাকরি যাতে না যায়, তা নিশ্চিত করতে যেভাবে রাজ্য মন্ত্রিসভা 'উদ্যোগী' হয়েছে বলে অভিযোগ, তাতে রাজ্য মন্ত্রিসভার (WB Cabinet of Ministers) সব সদস্যেরই জেলে যাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি !

উল্লেখ্য, রাজ্যের সরকারি স্কুলগুলিতে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ আদালতে রুজু হয়েছে একের পর এক মামলা ৷ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, অযোগ্যদের বরখাস্ত করে সেই চাকরি দিতে হবে যোগ্য প্রার্থীদের ৷ কিন্তু রাজ্য সরকার কাউকেই চাকরি থেকে বরখাস্ত করার পক্ষপাতী নয় ৷ একদিকে যখন প্রাপ্য চাকরির দাবিতে মাসের পর মাস রাস্তায় বসে ধর্না দিচ্ছেন যোগ্য প্রার্থীরা, ঠিক সেই সময়েই অযোগ্যদের চাকরিতে বহাল রাখতে নতুন পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ! সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা ৷ যা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) ৷ এমনকী, কার নির্দেশে এমন পদক্ষেপ করা হল, তাও জানতে চেয়েছেন তিনি ৷

Suvendu Adhikari claims all members from WB Cabinet of Ministers suppose to go Jail
বিজেপি বিধায়কদের প্রতিবাদ ৷

আরও পড়ুন: অনুব্রত প্রশ্নে আইনেই ভরসা শতাব্দীর, প্রশংসা কেজরির দলের

এই প্রেক্ষাপটে সোমবার বিধানসভা (West Bengal Assembly) চত্বরে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, "কার নির্দেশে এই ঘটনা ঘটেছে, সেটা তো স্পষ্ট ৷ মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের উপস্থিতিতে এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা ৷ তাই মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার সব সদস্যেরই জেলে যাওয়া উচিত ৷" প্রসঙ্গত, এদিন এই ইস্যু নিয়েই বিধানসভায় আলোচনা করার প্রস্তাব দেন শুভেন্দু ৷ অধিবেশনের প্রথমার্ধে বিরোধী দলনেতা-সহ 10 জন বিজেপি বিধায়ক একটি মুলতুবি প্রস্তাব এনে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আলোচনা দাবি করেন ৷ কিন্তু, 'আদালতের বিচারাধীন হওয়ায়' এই বিষয়ে আলোচনা করার অনুমতি দেননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) ৷ তাঁর এই আচরণের তীব্র প্রতিবাদ করেন শুভেন্দু ৷ সরব হন অধ্যক্ষের ভূমিকা নিয়ে ৷ এরপর রাজ্য সরকারের বিরোধিতায় স্লোগান দিতে দিতে সভাকক্ষের বাইরে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা ৷ অধিবেশন থেকে 'ওয়াক আউট' করেন তাঁরা ৷

সরব শুভেন্দু ৷

পাশাপাশি, এদিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রের একটি মন্তব্য নিয়েও প্রতিবাদে সামিল হন বিজেপি বিধায়করা ৷ তাঁদের বক্তব্য, সাবিত্রী মিত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করেছেন ৷ তারই প্রতিবাদে সরব হন অগ্নিমিত্রা পালরা ৷

কলকাতা, 28 নভেম্বর: নিয়োগ দুর্নীতি মামলায় (WB Teacher Recruitment Scam) সরাসরি মমতা (Mamata Banerjee) মন্ত্রিসভার ভূমিকা নিয়ে সমালোচনায় সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ অযোগ্যদের চাকরি যাতে না যায়, তা নিশ্চিত করতে যেভাবে রাজ্য মন্ত্রিসভা 'উদ্যোগী' হয়েছে বলে অভিযোগ, তাতে রাজ্য মন্ত্রিসভার (WB Cabinet of Ministers) সব সদস্যেরই জেলে যাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি !

উল্লেখ্য, রাজ্যের সরকারি স্কুলগুলিতে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ আদালতে রুজু হয়েছে একের পর এক মামলা ৷ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, অযোগ্যদের বরখাস্ত করে সেই চাকরি দিতে হবে যোগ্য প্রার্থীদের ৷ কিন্তু রাজ্য সরকার কাউকেই চাকরি থেকে বরখাস্ত করার পক্ষপাতী নয় ৷ একদিকে যখন প্রাপ্য চাকরির দাবিতে মাসের পর মাস রাস্তায় বসে ধর্না দিচ্ছেন যোগ্য প্রার্থীরা, ঠিক সেই সময়েই অযোগ্যদের চাকরিতে বহাল রাখতে নতুন পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ! সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা ৷ যা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) ৷ এমনকী, কার নির্দেশে এমন পদক্ষেপ করা হল, তাও জানতে চেয়েছেন তিনি ৷

Suvendu Adhikari claims all members from WB Cabinet of Ministers suppose to go Jail
বিজেপি বিধায়কদের প্রতিবাদ ৷

আরও পড়ুন: অনুব্রত প্রশ্নে আইনেই ভরসা শতাব্দীর, প্রশংসা কেজরির দলের

এই প্রেক্ষাপটে সোমবার বিধানসভা (West Bengal Assembly) চত্বরে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, "কার নির্দেশে এই ঘটনা ঘটেছে, সেটা তো স্পষ্ট ৷ মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের উপস্থিতিতে এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা ৷ তাই মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার সব সদস্যেরই জেলে যাওয়া উচিত ৷" প্রসঙ্গত, এদিন এই ইস্যু নিয়েই বিধানসভায় আলোচনা করার প্রস্তাব দেন শুভেন্দু ৷ অধিবেশনের প্রথমার্ধে বিরোধী দলনেতা-সহ 10 জন বিজেপি বিধায়ক একটি মুলতুবি প্রস্তাব এনে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আলোচনা দাবি করেন ৷ কিন্তু, 'আদালতের বিচারাধীন হওয়ায়' এই বিষয়ে আলোচনা করার অনুমতি দেননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) ৷ তাঁর এই আচরণের তীব্র প্রতিবাদ করেন শুভেন্দু ৷ সরব হন অধ্যক্ষের ভূমিকা নিয়ে ৷ এরপর রাজ্য সরকারের বিরোধিতায় স্লোগান দিতে দিতে সভাকক্ষের বাইরে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা ৷ অধিবেশন থেকে 'ওয়াক আউট' করেন তাঁরা ৷

সরব শুভেন্দু ৷

পাশাপাশি, এদিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রের একটি মন্তব্য নিয়েও প্রতিবাদে সামিল হন বিজেপি বিধায়করা ৷ তাঁদের বক্তব্য, সাবিত্রী মিত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করেছেন ৷ তারই প্রতিবাদে সরব হন অগ্নিমিত্রা পালরা ৷

Last Updated : Nov 28, 2022, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.