ETV Bharat / state

Suvendu Adhikari: ওবিসিদের নিজেদের অধিকার বুঝে নিতে গণ আন্দোলনের বার্তা শুভেন্দুর

বৃহস্পতিবার বঙ্গ বিজেপির ওবিসি মোর্চার জোনাল বৈঠকে যোগ দিতে গিয়ে শাসকদলকে উদ্দেশ্য করে একাধিক মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । এদিন বিজেপির চারটি জোনের কার্যকর্তাদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ওবিসিদের (OBC) নিজেদের অধিকারের জন্য গণ আন্দোলনের বার্তা দেন শুভেন্দু অধিকারী।

author img

By

Published : Dec 22, 2022, 8:13 PM IST

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী

কলকাতা, 22 ডিসেম্বর: ওবিসিদের নিজেদের অধিকার আদায়ের জন্য গণ আন্দোলনের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । এদিন বিজেপির চারটি জোনের কার্যকর্তাদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে (OBC Zonal Convention at Kolkata National Library) । সেখানেই ওবিসিদের রাস্তায় নামার ডাক দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

এই বৈঠকে যোগ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "মণ্ডল কমিশনের রিপোর্টের পরে ভারত সরকার সংবিধান সংশোধন বিল এনে ওবিসিদের সংরক্ষণ দেন ৷ আর কিছু কিছু ক্ষেত্রে রাজ্যকে বাধ্যতামূলক না-হলেও রাজ্য ওবিসি সংরক্ষণে কোন কোন সম্প্রদায়কে যুক্ত করবেন সেই সিদ্ধান্ত নেওয়ারও কিছু কিছু অধিকার রাজ্যকে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে কী হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পরে তিনি রাজেন্দ্র সচ্চারকে ডেকে পাঠান। তিনি কমিশনের রিপোর্টকে মাথায় রেখে এই রাজ্যে নতুন করে ওবিসি সৃষ্টি করার কাজে লেগে পড়েন। এর ফলে বিশেষ সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে পরিণত হয়েছে ৷ 2011'র নির্বাচনে সেই ভোটব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেছে।"

আরও পড়ুন: ডেট-মাস বদল হবে, কিন্তু সালটা বদল হবে না, ফের হুঁশিয়ারি শুভেন্দুর

তিনি আরও বলেন, "ওবিসিদের অবস্থান নিয়ে নকশা তৈরি করা হচ্ছে। প্রথমত এই রাজ্যের ওবিসিরা কেমন রয়েছেন সেটা আমাদের ভালোভাবে জানতে হবে। 2003 সালে সাঁওতাল ভাষাকে ভারতরত্ন দিয়েছিলেন একমাত্র অটল বিহারী বাজপেয়ী। ওবিসি আন্দোলন, মণ্ডল কমিশনের আন্দোলন এগুলো অনেকটাই সারা ফেলেছিল একসময়। পশ্চিমবঙ্গে এখন কী হচ্ছে দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে পরাজিত হয়েছিলেন, বিধানসভা ভোটে। আপনাদের ছেলে-মেয়েরা যদি দু'বার পরীক্ষায় বসেন তারপরে পাশ করে সেটাকে বলে কম্পার্টমেন্টাল পাশ, সেটাই করেছিলেন মুখ্যমন্ত্রী।"

এছাড়াও শুভেন্দু অধকারী বলেন, "ওবিসিদের পশ্চিমবঙ্গে একটা করে বিনামূল্যে সার্টিফিকেটের ব্যবস্থা করে দেওয়া হয়। ওবিসি-এ, ওবিসি-বি এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই তৈরি হয়েছে ৷ অন্য কোনও রাজ্যে তো এসব নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের জন্য তৈরি হয়েছে ওবিসি ক্যাটেগরি। অন্যান্য রাজ্যে ওবিসিদের এত ভাগ নেই। সেখানকার ওবিসিরা সমস্ত রকম অধিকার পাচ্ছেন। সেটা হতে পারে মধ্যপ্রদেশের ক্ষেত্রে উত্তর প্রদেশের ক্ষেত্রে কারণ সেখানে বিজেপি রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাঁরা কোনও সুযোগ পাচ্ছেন না ৷ কারণ ভোট ব্যাংকের রাজনীতি চলছে। এখানে কেন জেলাশাসক দফতর অভিযান করবেন না ওবিসিরা? কেন তাঁরা নবান্ন অভিযান করবেন না? আর কেনই বা তাঁরা বিধানসভা চলাকালীন লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে ওবিসিদের নিজেদের অধিকার পাওয়ার জন্য আন্দোলন করবেন না?"

আরও পড়ুন: দেখতে গোলগাল-নাদুসনুদুস, নাম না করে শুভেন্দুর বিরুদ্ধে 'নিরুদ্দেশ ক্যাম্পেন' তৃণমূলের আইটি সেলের

ওবিসিদের নিজেদের অধিকারের জন্য গণ আন্দোলনের বার্তা দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "সব মেরামত করে নিন পথে নামতে হবে। সিঙ্গুরের আন্দোলন শিল্প তাড়ানোর আন্দোলন। নন্দীগ্রামের আন্দোলন কৃষক হত্যা আন্দোলন। এই মামলারও দ্রুত নিষ্পত্তি হবে। আমরা আবেদন করব কোর্টের কাছে। আমাকে পার্টি দায়িত্ব দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছি।" তিনি জানান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভিটেতে বিজেপি আসবেই। বাঁচাতে হবে পশ্চিমবঙ্গকে।

কলকাতা, 22 ডিসেম্বর: ওবিসিদের নিজেদের অধিকার আদায়ের জন্য গণ আন্দোলনের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । এদিন বিজেপির চারটি জোনের কার্যকর্তাদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে (OBC Zonal Convention at Kolkata National Library) । সেখানেই ওবিসিদের রাস্তায় নামার ডাক দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

এই বৈঠকে যোগ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "মণ্ডল কমিশনের রিপোর্টের পরে ভারত সরকার সংবিধান সংশোধন বিল এনে ওবিসিদের সংরক্ষণ দেন ৷ আর কিছু কিছু ক্ষেত্রে রাজ্যকে বাধ্যতামূলক না-হলেও রাজ্য ওবিসি সংরক্ষণে কোন কোন সম্প্রদায়কে যুক্ত করবেন সেই সিদ্ধান্ত নেওয়ারও কিছু কিছু অধিকার রাজ্যকে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে কী হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পরে তিনি রাজেন্দ্র সচ্চারকে ডেকে পাঠান। তিনি কমিশনের রিপোর্টকে মাথায় রেখে এই রাজ্যে নতুন করে ওবিসি সৃষ্টি করার কাজে লেগে পড়েন। এর ফলে বিশেষ সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে পরিণত হয়েছে ৷ 2011'র নির্বাচনে সেই ভোটব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেছে।"

আরও পড়ুন: ডেট-মাস বদল হবে, কিন্তু সালটা বদল হবে না, ফের হুঁশিয়ারি শুভেন্দুর

তিনি আরও বলেন, "ওবিসিদের অবস্থান নিয়ে নকশা তৈরি করা হচ্ছে। প্রথমত এই রাজ্যের ওবিসিরা কেমন রয়েছেন সেটা আমাদের ভালোভাবে জানতে হবে। 2003 সালে সাঁওতাল ভাষাকে ভারতরত্ন দিয়েছিলেন একমাত্র অটল বিহারী বাজপেয়ী। ওবিসি আন্দোলন, মণ্ডল কমিশনের আন্দোলন এগুলো অনেকটাই সারা ফেলেছিল একসময়। পশ্চিমবঙ্গে এখন কী হচ্ছে দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে পরাজিত হয়েছিলেন, বিধানসভা ভোটে। আপনাদের ছেলে-মেয়েরা যদি দু'বার পরীক্ষায় বসেন তারপরে পাশ করে সেটাকে বলে কম্পার্টমেন্টাল পাশ, সেটাই করেছিলেন মুখ্যমন্ত্রী।"

এছাড়াও শুভেন্দু অধকারী বলেন, "ওবিসিদের পশ্চিমবঙ্গে একটা করে বিনামূল্যে সার্টিফিকেটের ব্যবস্থা করে দেওয়া হয়। ওবিসি-এ, ওবিসি-বি এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই তৈরি হয়েছে ৷ অন্য কোনও রাজ্যে তো এসব নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের জন্য তৈরি হয়েছে ওবিসি ক্যাটেগরি। অন্যান্য রাজ্যে ওবিসিদের এত ভাগ নেই। সেখানকার ওবিসিরা সমস্ত রকম অধিকার পাচ্ছেন। সেটা হতে পারে মধ্যপ্রদেশের ক্ষেত্রে উত্তর প্রদেশের ক্ষেত্রে কারণ সেখানে বিজেপি রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাঁরা কোনও সুযোগ পাচ্ছেন না ৷ কারণ ভোট ব্যাংকের রাজনীতি চলছে। এখানে কেন জেলাশাসক দফতর অভিযান করবেন না ওবিসিরা? কেন তাঁরা নবান্ন অভিযান করবেন না? আর কেনই বা তাঁরা বিধানসভা চলাকালীন লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে ওবিসিদের নিজেদের অধিকার পাওয়ার জন্য আন্দোলন করবেন না?"

আরও পড়ুন: দেখতে গোলগাল-নাদুসনুদুস, নাম না করে শুভেন্দুর বিরুদ্ধে 'নিরুদ্দেশ ক্যাম্পেন' তৃণমূলের আইটি সেলের

ওবিসিদের নিজেদের অধিকারের জন্য গণ আন্দোলনের বার্তা দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "সব মেরামত করে নিন পথে নামতে হবে। সিঙ্গুরের আন্দোলন শিল্প তাড়ানোর আন্দোলন। নন্দীগ্রামের আন্দোলন কৃষক হত্যা আন্দোলন। এই মামলারও দ্রুত নিষ্পত্তি হবে। আমরা আবেদন করব কোর্টের কাছে। আমাকে পার্টি দায়িত্ব দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছি।" তিনি জানান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভিটেতে বিজেপি আসবেই। বাঁচাতে হবে পশ্চিমবঙ্গকে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.