কলকাতা, 12 জানুয়ারি: 'ব্যাগ গোছানো শুরু করুন। সঙ্গে শীতের জিনিসও রাখবেন।' পৌরসভার নিয়োগ দুর্নীতি কাণ্ডে সকাল থেকেই রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি'র তল্লাশি চলছে । এবার তা নিয়ে চরম কটাক্ষ করে এমন কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সকালে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের জন্মভিটেতে গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন শুভেন্দু ।
আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে সকাল থেকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(ইডি) যে তল্লাশি চলছে তা নিয়ে একাধিক তথ্য তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, 'ভাইপো' ঘনিষ্ঠ অয়ন শীলের বাড়িতে হার্ড ডিস্ক এবং পৌরসভায় নিয়োগ সংক্রান্ত তালিকা পাওয়া গিয়েছিল। সেই তালিকা হাতে আসার পরে একটি পৃথক মামলা করতে হবে বলে সিবিআই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। হাইকোর্ট তাঁদের পৃথকভাবে এফআইআর করতেও বলেছে বলেও জানান শুভেন্দু। তাঁর অভিযোগ, এই বিষয়টিকে আটকানোর জন্য ফিরহাদ হাকিমের দফতর থেকে চেষ্টা করা হয়েছে।
শুভেন্দু অধিকারী বলেন, "পরে সুপ্রিম কোর্টেও যায় এটা আটকাতে। কিন্তু সেখানে চোর মমতার আবদার খারিজ হয়। এরপর সিবিআই এবং ইডি তদন্ত শুরু করে।" কটাক্ষের সুরে শুভেন্দু বলেন, "সুজিত বসুর পিএ থেকে শুরু করে দক্ষিণ দমদম এবং বরানগর পৌরসভার চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য প্রমাণ পেয়েছে বলেই ইডি। আর তাই আজ ভালো দিনে ভালো কাজ করতে ভোর-ভোর বেরিয়ে পড়েছে।"
তিনি আরও বলেন, "সুজিত বসু দক্ষিণ দমদম পৌরসভায় নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত। সুজিত বসুর দুই শ্যালকের দুই স্ত্রী কামারহাটি পৌরসভায় চাকরি পেয়েছেন। 70টা পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূলের নেতারা যুক্ত।" অবশেষে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, "ব্যাগ গোছানো শুরু করুন। শীতের জিনিসও নেবেন।" পাশাপাশি, সাংসদ এবং বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "স্লোগান শুনতাম খেলা হবে, খেলা হবে। এখন খেলা শুরু হয়েছে। খেলা চলবে এখন। বাংলায় দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গিয়েছে দুর্নীতি। যারা করেছে তারা তো ছাড় পাবে না।"
আরও পড়ুন
রাজ্যে 3% ভোটও নেই কংগ্রেসের, কাজেই দুইয়ের বেশি আসন নিয়ে আলোচনায় না তৃণমূলের
'ইডির তল্লাশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত', কেন শুভেন্দুকে ছাড় ? প্রশ্ন কুণালের
সুজিত-তাপসই শেষ নয়! ইডির আতসকাঁচের নীচে 14 বর্তমান ও প্রাক্তন পৌরপ্রধান