কলকাতা, 19 নভেম্বর : সুভাষ সরোবরে করা যাবে না ছটপুজো ৷ আজ এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্য়োপাধ্য়ায় ও বিচারপতি অভিজিৎ বন্দ্য়োপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চ ৷ এদিন শুনানি শুরুর মাত্র 5 মিনিটের মধ্য়ে রাজ্য়ের আবেদন খারিজ করে আগের নির্দেশ বহাল রাখেন দুই বিচারপতি ৷ এদিকে আদালতের রায়ের অবমাননা না করে ছটপুজো করার আবেদন জানিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তাঁর বার্তা, ছটপুজোর সঙ্গে যুক্ত সবাই যেন আদালতের নির্দেশ মেনে চলে ৷ দেখতে হবে আদালতের রায়ের অবমাননা যেন না হয় ৷
সুভাষ সরোবরে ছটপুজোর অনুমতি চেয়ে এবং কলকাতা হাইকোর্টের আগের রায় পুনর্বিবেচনার আর্জিতে বুধবার আবেদন করেছিল রাজ্য় সরকার ৷ রাজ্য়ের তরফে আবেদনে বলা হয়, 10 নভেম্বর কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, তা আবারও বিবেচনা করে দেখা হোক । জাতীয় পরিবেশ আদালত শুধুমাত্র রবীন্দ্র সরোবরে ছটপুজো করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে । কিন্তু, 10 নভেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে জানায়, রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর দু'জায়গাতেই ছটপুজো করা যাবে না ৷ আদালত তাদের এই নির্দেশ পালটে সুভাষ সরোবরে ছটপুজোর অনুমতি দিক, এই আর্জি জানায় রাজ্য। তবে, কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই রায়কে পত্রপাঠ খারিজ করে দেয় ৷ এদিন আদালত তার চূড়ান্ত রায় দেওয়ার আগে পর্যবেক্ষণে জানায়, সুভাষ সরোবর ও রবীন্দ্র সরোবরের মতো জলাশয়গুলি এই শহরের ফুসফুস ৷ এগুলিকে কোনওভাবেই ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যায় না ৷ জলাশয়গুলি সংরক্ষণ করাটা জরুরি ৷
আদালত আরও জানায়, কোরোনা মহামারী পরিস্থিতিতে সমস্ত উৎসবই উদযাপিত হচ্ছে অত্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে। ছটপুজোও পুলিশ প্রশাসন অত্যন্ত কড়া হাতে নিয়ন্ত্রণ করুক । এমনকী তা পালিত হোক সমস্ত রকম সুরক্ষাবিধি মেনেই। জাতীয় পরিবেশ আদালত এর আগে রবীন্দ্র সরোবর নিয়ে যে নির্দেশ দিয়েছিল, সেই একই নির্দেশ সুভাষ সরোবরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে আজ তার নির্দেশে জানিয়েছে ডিভিশন বেঞ্চ।
পাশাপাশি কালীপুজোর আতশবাজিতে নিয়ন্ত্রণ আরোপ করেছিল কলকাতা হাইকোর্ট ৷ তা মানা হয়েছে বলে রাজ্যের প্রশংসা করেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । তবে তিনি জানান, কলকাতায় আতশবাজির দৌরাত্ম্য কম হলেও হাওড়ার ক্ষেত্রে পুলিশ পুরোপুরি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়নি । ছটপুজোয় আদালতের নির্দেশ কতটা ঠিকঠাক পালন করা হয়েছে, সেই ব্যাপারে রাজ্যকে আগামী দুই সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে ।
পাশাপাশি আদালতের এই রায়কে মেনে নিয়েছে রাজ্য় সরকারও ৷ এদিন আদালতের নির্দেশ আসার পর মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ছটপুজোর সঙ্গে যুক্ত সবার উদ্দেশ্য়ে বার্তা দিয়ে বলেন, আদালতের রায়কে অবমাননা করবেন না। কোভিড বিধি মেনে ছটপুজো পালন করুন সবাই । মিছিল বা জটলা করে পুজোয় শামিল হবেন না । ছোটো ছোটো দলে ভাগ হয়ে জলাশয়ে গিয়ে ছটপুজো করুন । রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের মতো বড় জলাশয়ে ছটপুজো করার নিষেধাজ্ঞায় যাতে সমস্যা না হয়, তার জন্য ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে কলকাতা পৌরনিগম। ব্যবস্থা করা হয়েছে প্রায় 55 টি কৃত্রিম জলাশয়ের। তা সত্ত্বেও ছটপুজোর সঙ্গে যুক্তদের আদালতের রায় মানতে আবেদন করলেন মুখ্যমন্ত্রী ।