কলকাতা, 31 মার্চ : এবার স্ট্যান্ডিং কমিটির বৈঠকগুলিতে উপস্থিত থাকেত পারবেন না সাসপেন্ডেড বিজেপি বিধায়করা ৷ বৃহস্পতিবার সমস্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানদের নিয়ে একটি বৈঠক করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Suspended MLAS Will Not Allow To Attend The Standing Committee Meeting) ৷
রাজ্যপালের বাজেট বিবৃতির দিন সাসপেন্ড হয়েছিলেন বিজেপির মিহির গোস্বামী এবং সুদীপ মখোপাধ্যায় । পরে বাজেট অধিবেশনের শেষ দিনে হাতাহাতির জন্য সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা-সহ ৫ বিধায়ককে । আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলা স্ট্যান্ডিং কমিটির বৈঠক উপস্থিত থাকতে পারবেন না এই ৭ বিধায়ক ।
আরও পড়ুন : Suvendu Adhikari To Mamata: মুখ্যমন্ত্রীকে রাজধর্ম পালনের ডাক শুভেন্দুর
এই অধিবেশনজুড়ে তাঁদের সাসপেন্ড করা হয়েছে ৷ তাই স্ট্যান্ডিং কমিটির বৈঠকেও তাXদের ডাকা যাবে না বলে স্পষ্ট করে দিয়েছেন অধ্যক্ষ । যদিও বিজেপি মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান করায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠক বয়কট করছে । এছাড়া যে কমিটিগুলিতে বিরোধীদের চেয়ারম্যান করা হয়েছিল, সেগুলো থেকে পদত্যাগ করেছিলেন । সাধারণ সদস্য হিসাবে তাঁরা স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতেন । এর জন্য প্রতি মিটিংপিছু ২০০০ টাকা করে পেতেন বিধায়করা ।
সাধারণত কমিটির এই মিটিংয়ে উপস্থিত উপর নির্ভর করে এই আর্থিক মঞ্জুরির বিষয়টি । মনে করা হচ্ছে, স্ট্যান্ডিং কমিটিতে উপস্থিত হতে না পারলে বিজেপি বিধায়করা আর এই অর্থনৈতিক বরাদ্দ মঞ্জুর নাও করা হতে পারে । সেক্ষেত্রে আর্থিক ক্ষতির মুখে পড়বেন বিজেপির সাসপেন্ডেড বিধায়কেরা।