ETV Bharat / state

21 July TMC Sahid Diwas: একুশে জুলাইয়ের দিনই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার যুবক - car with a Police sticker

আজ একুশে জুলাইয়ে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে একটি কালো স্করপিও গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায় ৷ তার ভিতরে বসে থাকা এক ব্যক্তির কাছে থেকে আগ্নেয়াস্ত্র ভোজালি পেয়েছে পুলিশ ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার পরিকল্পনা ?

ETV Bharat
একুশে জুলাই
author img

By

Published : Jul 21, 2023, 12:44 PM IST

Updated : Jul 21, 2023, 2:32 PM IST

কলকাতা, 21 জুলাই: আজ একুশে জুলাইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক ? এমনটাই অনুমান করছে পুলিশ ৷ বৃহস্পতিবার সকাল থেকে তৃণমূল সুপ্রিমোর কালীঘাটের বাসভবনের ঠিক বাইরে পুলিশের স্টিকার লাগানো কালো রংয়ের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায় ৷ তাতে অপেক্ষা করছিলেন এক ব্যক্তি ৷ এতে সন্দেহ হয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের ৷ সেখান থেকে খোঁজ মেলে শেখ নূর আলম নামে এক ব্যক্তির ৷ তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ভোজালি এবং মাদকদ্রব্য পাওয়া গিয়েছে ৷ এছাড়াও মিলেছে 7টি আইডি কার্ড ৷

এ প্রসঙ্গে পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, কলকাতা পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ৷ তার নাম শেখ নূর আলম ৷ সে ওই গলিতে ঢোকার চেষ্টা করছিল ৷ তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, একটি ছুরি এবং মাদকদ্রব্য পাওয়া গিয়েছে ৷ এছাড়া নূর আলমের কাছ থেকে বিভিন্ন এজেন্সির বেশ কিছু আইডি কার্ডও মিলেছে ৷ সে পুলিশের স্টিকার লাগানো একটি গাড়িতে ঘুরছিল ৷ পুলিশ, এসটিএফ, এবং স্পেশ্য়াল ব্রাঞ্চের আধিকারিকরা ধৃত নূর আলমকে স্থানীয় থানায় জিজ্ঞাসাবাদ করছে ৷

  • West Bengal | Kolkata Police Commissioner Vineet Goyal says, "Kolkata Police has intercepted one person, identified as Sheikh Noor Alam, near CM Mamata Banerjee’s residence while he was trying to enter the lane. One firearm, one knife & contraband substances found on him besides…

    — ANI (@ANI) July 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: একুশে জুলাইয়ের মঞ্চে মমতা, মানুষের ঢল ধর্মতলায়

সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ওই গাড়িটিকে বের করতে আসেন পুলিশকর্মীরা ৷ পুলিশের স্টিকার লাগানো ওই গাড়িতে শেখ নূর আলমকে দেখে সন্দেহ হয় তদন্তকারীদের ৷ গাড়ির বাইরে তাকে নামতে বলা হয় ৷ এই সময় তার পকেট থেকে একটি রিভলভার, একটি ভোজালি এবং মাদক দ্রব্য পান নিরাপত্তারক্ষীরা ৷ এরপরই ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ৷ আসেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা ।

তার পরিচয় জিজ্ঞাসা করলে নূর আলম জানায়, সে বিএসএফের আধিকারিক ৷ এই তথ্যের সমর্থনে সে কোনও প্রমাণ দেখাতে পারেনি ৷ তখন পুলিশের প্রশ্নের চাপে সে জানায় সেন্ট্রাল আইবির লোক ৷ এদিকে তার সপক্ষেও কোনও নথি দেখাতে পারেনি নূর আলম ৷

আরও পড়ুন: 13 শহিদকে শ্রদ্ধাঞ্জলি মমতার, শ্রদ্ধার্ঘ্য জানালেন অভিষেকও

শেখ নূর আলম কেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অপেক্ষ করছিল, তা জানতে চান তদন্তকারী আধিকারিকরা ৷ সে জানায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই তাঁর বাড়ির সামনে অপেক্ষা করছিল ৷ উল্লেখ্য, একুশে জুলাই দিনটিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির কাছাকাছি পর্যন্ত যাওয়ার ছাড়পত্র পায় আমজনতা ৷ পুলিশ এখন তদন্তে জানার চেষ্টা করছে, ওই গাড়িটি কার নামে নথিভুক্ত করা আছে ৷ কীভাবে গাড়িটি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এল ৷

কলকাতা, 21 জুলাই: আজ একুশে জুলাইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক ? এমনটাই অনুমান করছে পুলিশ ৷ বৃহস্পতিবার সকাল থেকে তৃণমূল সুপ্রিমোর কালীঘাটের বাসভবনের ঠিক বাইরে পুলিশের স্টিকার লাগানো কালো রংয়ের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায় ৷ তাতে অপেক্ষা করছিলেন এক ব্যক্তি ৷ এতে সন্দেহ হয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের ৷ সেখান থেকে খোঁজ মেলে শেখ নূর আলম নামে এক ব্যক্তির ৷ তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ভোজালি এবং মাদকদ্রব্য পাওয়া গিয়েছে ৷ এছাড়াও মিলেছে 7টি আইডি কার্ড ৷

এ প্রসঙ্গে পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, কলকাতা পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ৷ তার নাম শেখ নূর আলম ৷ সে ওই গলিতে ঢোকার চেষ্টা করছিল ৷ তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, একটি ছুরি এবং মাদকদ্রব্য পাওয়া গিয়েছে ৷ এছাড়া নূর আলমের কাছ থেকে বিভিন্ন এজেন্সির বেশ কিছু আইডি কার্ডও মিলেছে ৷ সে পুলিশের স্টিকার লাগানো একটি গাড়িতে ঘুরছিল ৷ পুলিশ, এসটিএফ, এবং স্পেশ্য়াল ব্রাঞ্চের আধিকারিকরা ধৃত নূর আলমকে স্থানীয় থানায় জিজ্ঞাসাবাদ করছে ৷

  • West Bengal | Kolkata Police Commissioner Vineet Goyal says, "Kolkata Police has intercepted one person, identified as Sheikh Noor Alam, near CM Mamata Banerjee’s residence while he was trying to enter the lane. One firearm, one knife & contraband substances found on him besides…

    — ANI (@ANI) July 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: একুশে জুলাইয়ের মঞ্চে মমতা, মানুষের ঢল ধর্মতলায়

সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ওই গাড়িটিকে বের করতে আসেন পুলিশকর্মীরা ৷ পুলিশের স্টিকার লাগানো ওই গাড়িতে শেখ নূর আলমকে দেখে সন্দেহ হয় তদন্তকারীদের ৷ গাড়ির বাইরে তাকে নামতে বলা হয় ৷ এই সময় তার পকেট থেকে একটি রিভলভার, একটি ভোজালি এবং মাদক দ্রব্য পান নিরাপত্তারক্ষীরা ৷ এরপরই ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ৷ আসেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা ।

তার পরিচয় জিজ্ঞাসা করলে নূর আলম জানায়, সে বিএসএফের আধিকারিক ৷ এই তথ্যের সমর্থনে সে কোনও প্রমাণ দেখাতে পারেনি ৷ তখন পুলিশের প্রশ্নের চাপে সে জানায় সেন্ট্রাল আইবির লোক ৷ এদিকে তার সপক্ষেও কোনও নথি দেখাতে পারেনি নূর আলম ৷

আরও পড়ুন: 13 শহিদকে শ্রদ্ধাঞ্জলি মমতার, শ্রদ্ধার্ঘ্য জানালেন অভিষেকও

শেখ নূর আলম কেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অপেক্ষ করছিল, তা জানতে চান তদন্তকারী আধিকারিকরা ৷ সে জানায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই তাঁর বাড়ির সামনে অপেক্ষা করছিল ৷ উল্লেখ্য, একুশে জুলাই দিনটিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির কাছাকাছি পর্যন্ত যাওয়ার ছাড়পত্র পায় আমজনতা ৷ পুলিশ এখন তদন্তে জানার চেষ্টা করছে, ওই গাড়িটি কার নামে নথিভুক্ত করা আছে ৷ কীভাবে গাড়িটি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এল ৷

Last Updated : Jul 21, 2023, 2:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.