কলকাতা, 20 জুন : CPI(M)-এর মুখপত্র ভারত-চিন সংঘর্ষকে কেন্দ্র করে দেশবিরোধী খবর প্রকাশ করেছে ৷ আজ এই অভিযোগে জোড়া গির্জা থেকে ওই মুখপত্রের দপ্তর পর্যন্ত বিক্ষোভ মিছিল করে BJP-র মহিলা মোর্চা ৷ BJP-র এই অভিযোগকে অস্বীকার করলেন CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷ উলটে BJP-র বিরুদ্ধেই সংবাদ বিকৃত করে অপপ্রচারের অভিযোগ তুলেছেন তিনি ৷
চলতি সপ্তাহে সোমবার লাদাখে ভারত-চিন সংঘর্ষে শহিদ হন 20 জন ভারতীয় সেনা ৷ সেই ঘটনা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয় CPI(M)-এর মুখপত্রে ৷ BJP-র অভিযোগ, সেই প্রতিবেদনে লেখা হয় যে, লাদাখে ভারত-চিন সীমান্তে ভারতীয় জওয়ানরা নিয়ন্ত্রণরেখা অতিক্রান্ত করেছে ৷ প্রকাশিত এই খবরের প্রতিবাদ জানিয়ে আজ জোড়া গির্জার কাছে জমায়েত করে BJP-র মহিলা মোর্চা ৷ সেখান থেকেই ওই মুখপত্রের ভবন পর্যন্ত মিছিল করে অবস্থান-বিক্ষোভে বসার কর্মসূচি ছিল তাদের ৷ কিন্তু জোড়া গির্জার সামনেই মহিলা মোর্চাকে বাধা দেয় পুলিশ ৷ গ্রেপ্তার করা হয় মহিলার মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রী পল-সহ 50 জন সদস্যকে ৷
মহিলা মোর্চার এই বিক্ষোভের তীব্র নিন্দা করেন CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷ তাঁর দলের মুখপত্রের বিরুদ্ধে তোলা BJP-র অভিযোগও অস্বীকার করেন তিনি ৷ পাশাপাশি BJP-র বিরুদ্ধেই পালটা অভিযোগ তোলেন তিনি ৷ একটি বিবৃতিতে তিনি জানান, পত্রিকার একটি সংবাদকে বিকৃত করে গত দু'দিন ধরে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে BJPও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের(RSS) IT সেল ৷ লাদাখে ভারত-চিন সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদের একটি ছোটো অংশকে তুলে ধরে বিকৃত প্রচারের ভিত্তিতে BJP-র মহিলা মোর্চা আজ জোড়া গির্জার সামনে বিক্ষোভের নামে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে৷
সূর্যকান্ত মিশ্র বলেন, "একটি ভুয়ো খবর তৈরি করে সংবাদপত্র দপ্তরের সামনে BJP-র এই ঘৃণ্য কৌশলের নিন্দা করছি ৷ এটাই এদের ফ্যাসিস্টিক কায়দা ৷ দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সংবাদমাধ্যমের ভূমিকা রয়েছে ৷ এই পত্রিকাও সবসময় সেই ভূমিকাই পালন করে চলেছে ৷ "