ETV Bharat / state

Calcutta High Court : কলকাতা হাইকোর্টে 10 নতুন বিচারপতি নিয়োগের সুপারিশ সুপ্রিম কোর্ট কলেজিয়ামের

এর আগে 5 জন বিচারপতিকে নিযুক্ত করা হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ আজ 10 জন বিচারপতির নাম সুপারিশ করল সুপ্রিম কোর্ট কলেজিয়াম ৷

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Sep 4, 2021, 2:17 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর : কলকাতা হাইকোর্টে আরও নতুন 10 জন বিচারপতি নিয়োগের সুপারিশ করল সুপ্রিম কোর্ট কলেজিয়াম । সুপ্রিম কোর্টের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট কলেজিয়াম (Supreme Court Collegium) একটি বৈঠকে 10 জনকে কলকাতা হাইকোর্টের নতুন বিচারপতি হিসেবে নিয়োগের করার সুপারিশ করেছে ৷

যে 10 জনের নাম সুপারিশ করা হয়েছে

1. শম্পা দত্ত পাল

2. বিভাস রঞ্জন দে

3. সিদ্ধার্থ রায় চৌধুরী

4. অজয় কুমার মুখোপাধ্যায়

5. জয়তোষ মজুমদার

6. অমিতেশ বন্দ্যোপাধ্যায়

7. রাজা বসুচৌধুরী

8. লাপিতা বন্দ্যোপাধ্যায়

9. শ্রীকৃষ্ণ রাও

10. কোয়ালি ভট্টাচার্য

উল্লেখ্য সুপ্রিম কোর্টের তরফ সে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে দেশের অন্যান্য রাজ্যে ও একাধিক বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট কলেজিয়াম।
অগস্টের শেষ সপ্তাহে কলকাতা হাইকোর্টে নিযুক্ত হয়েছেন নতুন 5 বিচারপতি ৷ বিচারপতি কেসং ডুমা ভুটিয়া, বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, বিচারপতি সুগত মজুমদার, বিচারপতি বিভাস পট্টনায়ক এবং বিচারপতি আনন্দ কুমার মুখোপাধ্যায়কে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত করেছে কেন্দ্রীয় আইনমন্ত্রক ।

সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশ করা নাম
সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশ করা নাম

আরও পড়ুন : Supreme Court : পুলিশের ডিজি নিয়োগে ইউপিএসসির ভূমিকার বিরোধিতা, রাজ্যকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

ইতিমধ্যে সুপ্রিম কোর্ট কলেজিয়াম ফের 10 জন বিচারপতির নাম সুপারিশ করায় খুশি আইনজীবীরা । কারণ কলকাতা হাইকোর্টে মোট বিচারপতির সংখ্যা 72 হলেও নতুন 5 বিচারপতিকে নিয়ে এখন কর্মরত বিচারপতির সংখ্যা 36 । ফলে এখনও অর্ধেক পদ শূন্য পড়ে রয়েছে । স্বাভাবিকভাবে বিচারপতির সংখ্যা বৃদ্ধি পেলে মামলার নিষ্পত্তিতে গতি আসবে সে বিষয়ে সন্দেহ নেই ।

কলকাতা, 4 সেপ্টেম্বর : কলকাতা হাইকোর্টে আরও নতুন 10 জন বিচারপতি নিয়োগের সুপারিশ করল সুপ্রিম কোর্ট কলেজিয়াম । সুপ্রিম কোর্টের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট কলেজিয়াম (Supreme Court Collegium) একটি বৈঠকে 10 জনকে কলকাতা হাইকোর্টের নতুন বিচারপতি হিসেবে নিয়োগের করার সুপারিশ করেছে ৷

যে 10 জনের নাম সুপারিশ করা হয়েছে

1. শম্পা দত্ত পাল

2. বিভাস রঞ্জন দে

3. সিদ্ধার্থ রায় চৌধুরী

4. অজয় কুমার মুখোপাধ্যায়

5. জয়তোষ মজুমদার

6. অমিতেশ বন্দ্যোপাধ্যায়

7. রাজা বসুচৌধুরী

8. লাপিতা বন্দ্যোপাধ্যায়

9. শ্রীকৃষ্ণ রাও

10. কোয়ালি ভট্টাচার্য

উল্লেখ্য সুপ্রিম কোর্টের তরফ সে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে দেশের অন্যান্য রাজ্যে ও একাধিক বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট কলেজিয়াম।
অগস্টের শেষ সপ্তাহে কলকাতা হাইকোর্টে নিযুক্ত হয়েছেন নতুন 5 বিচারপতি ৷ বিচারপতি কেসং ডুমা ভুটিয়া, বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, বিচারপতি সুগত মজুমদার, বিচারপতি বিভাস পট্টনায়ক এবং বিচারপতি আনন্দ কুমার মুখোপাধ্যায়কে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত করেছে কেন্দ্রীয় আইনমন্ত্রক ।

সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশ করা নাম
সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশ করা নাম

আরও পড়ুন : Supreme Court : পুলিশের ডিজি নিয়োগে ইউপিএসসির ভূমিকার বিরোধিতা, রাজ্যকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

ইতিমধ্যে সুপ্রিম কোর্ট কলেজিয়াম ফের 10 জন বিচারপতির নাম সুপারিশ করায় খুশি আইনজীবীরা । কারণ কলকাতা হাইকোর্টে মোট বিচারপতির সংখ্যা 72 হলেও নতুন 5 বিচারপতিকে নিয়ে এখন কর্মরত বিচারপতির সংখ্যা 36 । ফলে এখনও অর্ধেক পদ শূন্য পড়ে রয়েছে । স্বাভাবিকভাবে বিচারপতির সংখ্যা বৃদ্ধি পেলে মামলার নিষ্পত্তিতে গতি আসবে সে বিষয়ে সন্দেহ নেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.