ETV Bharat / state

আশুতোষে ইংরেজির পর বজবজ কলেজে বাংলা অনার্সে ভরতির আবেদন সানি লিওনের ! - Sunny Leone on merit list of Ashutosh College

আশুতোষ কলেজের পর এবার বজবজ কলেজ ৷ মেধাতালিকায় উঠে এল সানি লিওনের নাম ৷

sunny leone
সানি লিওন
author img

By

Published : Aug 28, 2020, 5:44 PM IST

Updated : Aug 28, 2020, 8:54 PM IST

কলকাতা, 28 অগাস্ট : ইংরেজির পর এবার বাংলা অনার্স ! আবার কলেজে ভরতির আবেদন সানি লিওনের ! এবার বজবজ কলেজে । তিনি বাংলায় অনার্স পড়তে চান । কলেজের মেরিট লিস্ট বলছে, 183 নম্বরে নাম রয়েছে সানির ৷

আশুতোষ কলেজের ইংরেজিতে স্নাতক স্তরে ভরতির মেধাতালিকায় জ্বলজ্বল করছিল সানি লিওনের নাম । তাও আবার মেরিট লিস্টের একেবারে উপরে । সেই ঘটনা প্রকাশ্যে আসায় রীতিমতো হইচই পড়ে যায় । কলেজ কর্তৃপক্ষের তরফে বিষয়টি নিয়ে ভুল হয়েছে বুঝতে পেরে তা সংশোধনের প্রক্রিয়া চলছে । এর মাঝে আবার বলিউড তারকা সানি লিওন টুইট করেন ।

Sunny Leone on merit list of Ashutosh College
আশুতোষ কলেজের ইংরেজিতে স্নাতক স্তরের মেধাতালিকায় সানি লিওনের নাম

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বজবজ কলেজে ফের একই ঘটনা । বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি ।

Sunny Leone on merit list of Budge Budge College
বজবজ কলেজের মেধা তালিকায় সানি লিওনের নাম

এদিকে কলকাতায় একের পর এক কলেজে ভরতির মেধাতালিকায় সানি লিয়নের নাম আসার পর থেকে নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল হয় বিষয়টি ৷ ঘটনাটি জানতে পেরে রসিকতা করে টুইট করেন সানি লিয়ন নিজেও ৷ টুইটারে তিনি লেখেন, "কলেজের আগামী সেমেস্টারে তোমাদের সঙ্গে দেখা হবে ৷ আশা করি তোমরা আমার ক্লাসে থাকবে ৷''

আরও পড়ুন : আশুতোষ কলেজে ভরতির মেধাতালিকায় শীর্ষে সানি লিওন !

বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হয় আশুতোষ কলেজ কর্তৃপক্ষও ৷ কলেজের একজন আধিকারিক জানান, কেউ ইচ্ছাকৃতভাবে সানি লিওনের নামে ভুয়ো আবেদন করেছেন । আমরা ভরতির বিভাগকে এই বিষয়ে জানিয়েছি । তারা বিষয়টি শুধরে নেবে । আমরা বিষয়টি খতিয়ে দেখছি । কে বা কারা এই কাজের সঙ্গে যুক্ত, কেনই বা তারা এই কাজ করলেন তা দেখা হচ্ছে । তবে এরপর বজবজ কলেজেও একই ঘটনা ৷ বিষয়টি সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে কলেজেগুলির ভরতি প্রক্রিয়া নিয়ে ৷

কলকাতা, 28 অগাস্ট : ইংরেজির পর এবার বাংলা অনার্স ! আবার কলেজে ভরতির আবেদন সানি লিওনের ! এবার বজবজ কলেজে । তিনি বাংলায় অনার্স পড়তে চান । কলেজের মেরিট লিস্ট বলছে, 183 নম্বরে নাম রয়েছে সানির ৷

আশুতোষ কলেজের ইংরেজিতে স্নাতক স্তরে ভরতির মেধাতালিকায় জ্বলজ্বল করছিল সানি লিওনের নাম । তাও আবার মেরিট লিস্টের একেবারে উপরে । সেই ঘটনা প্রকাশ্যে আসায় রীতিমতো হইচই পড়ে যায় । কলেজ কর্তৃপক্ষের তরফে বিষয়টি নিয়ে ভুল হয়েছে বুঝতে পেরে তা সংশোধনের প্রক্রিয়া চলছে । এর মাঝে আবার বলিউড তারকা সানি লিওন টুইট করেন ।

Sunny Leone on merit list of Ashutosh College
আশুতোষ কলেজের ইংরেজিতে স্নাতক স্তরের মেধাতালিকায় সানি লিওনের নাম

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বজবজ কলেজে ফের একই ঘটনা । বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি ।

Sunny Leone on merit list of Budge Budge College
বজবজ কলেজের মেধা তালিকায় সানি লিওনের নাম

এদিকে কলকাতায় একের পর এক কলেজে ভরতির মেধাতালিকায় সানি লিয়নের নাম আসার পর থেকে নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল হয় বিষয়টি ৷ ঘটনাটি জানতে পেরে রসিকতা করে টুইট করেন সানি লিয়ন নিজেও ৷ টুইটারে তিনি লেখেন, "কলেজের আগামী সেমেস্টারে তোমাদের সঙ্গে দেখা হবে ৷ আশা করি তোমরা আমার ক্লাসে থাকবে ৷''

আরও পড়ুন : আশুতোষ কলেজে ভরতির মেধাতালিকায় শীর্ষে সানি লিওন !

বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হয় আশুতোষ কলেজ কর্তৃপক্ষও ৷ কলেজের একজন আধিকারিক জানান, কেউ ইচ্ছাকৃতভাবে সানি লিওনের নামে ভুয়ো আবেদন করেছেন । আমরা ভরতির বিভাগকে এই বিষয়ে জানিয়েছি । তারা বিষয়টি শুধরে নেবে । আমরা বিষয়টি খতিয়ে দেখছি । কে বা কারা এই কাজের সঙ্গে যুক্ত, কেনই বা তারা এই কাজ করলেন তা দেখা হচ্ছে । তবে এরপর বজবজ কলেজেও একই ঘটনা ৷ বিষয়টি সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে কলেজেগুলির ভরতি প্রক্রিয়া নিয়ে ৷

Last Updated : Aug 28, 2020, 8:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.