ETV Bharat / state

VP Jagdeep Dhankar ধনকড়ের সচিব হয়ে এবার দিল্লি যাচ্ছেন সুনীল গুপ্তা - Mamata Banerjee

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অন্যতম পছন্দের এক প্রবীণ আমলাকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সচিব হিসাবে নিয়োগ করে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল অতীতে আমলাদের ছাড়া নিয়ে বিরোধিতার পথে হাঁটলেও এই প্রবীণ আমলাকে ছাড়ার ক্ষেত্রে তেমন বিরোধিতা করছে না রাজ্য (Sunil Gupta as a Secretary of Jagdeep Dhankar)।

VP Jagdeep Dhankar
ধনকড়ের সচিব হয়ে এবার দিল্লি যাচ্ছেন সুনীল গুপ্তা
author img

By

Published : Aug 17, 2022, 10:49 PM IST

কলকাতা, 17 অগস্ট: আগে বেশ কয়েকবার রাজ্য সরকার আমলাদের ছাড়া নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতে গিয়েছিল। এবার ছবিটা উলটো (Sunil Gupta as a Secretary of Jagdeep Dhankar)।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকার সময় রাজ্যের অন্যতম প্রবীণ আমলা সুনীল গুপ্তাকে তাঁর দফতরের সচিব করেছিল রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে একাধিক দফতর সামলানো এই প্রবীণ আমলার কাজে এতটাই খুশি জগদীপ ধনকড়, যে উপরাষ্ট্রপতি হয়ে প্রথমেই এই প্রবীণ আমলাকে তাঁর সচিব হিসাবে চেয়ে রাজ্যের কাছে আবেদন করেন তিনি। নবান্ন সূত্রে খবর, সুনীল গুপ্তার দিল্লি যাওয়ার বিষয়ে একরকম ছাড়পত্র দিয়ে দিয়েছে রাজ্য সরকার। ফলে ধরেই নেওয়া যায় শীঘ্রই তিনি দিল্লি গিয়ে উপরাষ্ট্রপতি ভবনে জগদীপ ধনকড়ের সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন।

1987 সালের আইএএস ক্যাডার সুনীল কুমার গুপ্তা গত বছর বিধানসভা ভোটের আগে রাজ্যের ত‍ত্‍কালীন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সচিব হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। কর্মজীবনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পাশাপাশি বিদ্যু‍ত্‍, জলসম্পদ, কৃষি সচিব-সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন। আমলা মহলে উচ্চাকাঙ্খী হিসেবেই বরাবর পরিচিত তিনি।

আরও পড়ুন: রাজ্যে দুর্নীতি ইস্যুতে শাসকদলকে নিশানা দিলীপের

আগামী বছরের 31 ডিসেম্বর তাঁর অবসর নেওয়ার কথা। তার আগে সুনীল গুপ্তার দিল্লি যাওয়ার খবর রাজনৈতিক মহলে রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত যা খবর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই আমলাকে ছেড়ে দেওয়ার বিষয়ে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে অস্থায়ী রাজ্যপালের নতুন সচিব কে হবেন, সে বিষয়ে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হবে ৷ এমনও শোনা যাচ্ছে রাজভবনের পছন্দের কোনও আমলা থাকলে তাঁকেও রাজ্যে পাঠাতে পারে কেন্দ্রীয় সরকার।

কলকাতা, 17 অগস্ট: আগে বেশ কয়েকবার রাজ্য সরকার আমলাদের ছাড়া নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতে গিয়েছিল। এবার ছবিটা উলটো (Sunil Gupta as a Secretary of Jagdeep Dhankar)।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকার সময় রাজ্যের অন্যতম প্রবীণ আমলা সুনীল গুপ্তাকে তাঁর দফতরের সচিব করেছিল রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে একাধিক দফতর সামলানো এই প্রবীণ আমলার কাজে এতটাই খুশি জগদীপ ধনকড়, যে উপরাষ্ট্রপতি হয়ে প্রথমেই এই প্রবীণ আমলাকে তাঁর সচিব হিসাবে চেয়ে রাজ্যের কাছে আবেদন করেন তিনি। নবান্ন সূত্রে খবর, সুনীল গুপ্তার দিল্লি যাওয়ার বিষয়ে একরকম ছাড়পত্র দিয়ে দিয়েছে রাজ্য সরকার। ফলে ধরেই নেওয়া যায় শীঘ্রই তিনি দিল্লি গিয়ে উপরাষ্ট্রপতি ভবনে জগদীপ ধনকড়ের সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন।

1987 সালের আইএএস ক্যাডার সুনীল কুমার গুপ্তা গত বছর বিধানসভা ভোটের আগে রাজ্যের ত‍ত্‍কালীন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সচিব হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। কর্মজীবনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পাশাপাশি বিদ্যু‍ত্‍, জলসম্পদ, কৃষি সচিব-সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন। আমলা মহলে উচ্চাকাঙ্খী হিসেবেই বরাবর পরিচিত তিনি।

আরও পড়ুন: রাজ্যে দুর্নীতি ইস্যুতে শাসকদলকে নিশানা দিলীপের

আগামী বছরের 31 ডিসেম্বর তাঁর অবসর নেওয়ার কথা। তার আগে সুনীল গুপ্তার দিল্লি যাওয়ার খবর রাজনৈতিক মহলে রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত যা খবর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই আমলাকে ছেড়ে দেওয়ার বিষয়ে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে অস্থায়ী রাজ্যপালের নতুন সচিব কে হবেন, সে বিষয়ে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হবে ৷ এমনও শোনা যাচ্ছে রাজভবনের পছন্দের কোনও আমলা থাকলে তাঁকেও রাজ্যে পাঠাতে পারে কেন্দ্রীয় সরকার।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.