ETV Bharat / state

সীমান্তে গোরু-মাদক-সোনা পাচার ; ETV ভারতের মুখোমুখি BSF-র DIG

author img

By

Published : Aug 13, 2019, 11:31 AM IST

Updated : Aug 13, 2019, 3:25 PM IST

ভারত-বাংলাদেশ সীমান্তে পাচার অনেকক্ষেত্রেই এখন রোজকার ঘটনা । গোরু, সোনা, মাদকের পাশাপাশি বাদ নেই মানবপাচারও । পাচার রুখতে গিয়ে প্রায় প্রতিদিনই জখম হন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা । পাচার রুখলেও পুরোপুরি সম্ভব হয় না । অধরা রয়ে যায় পাচার চক্রের কিংপিনরা । তবুও পাচার রুখতে চেষ্টা চালিয়ে যান তাঁরা ।

গ্রাফিক্স

কলকাতা, 13 অগাস্ট : প্রায় প্রতিদিনই ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ছে স্মাগলাররা । ধরা পড়ার হাত থেকে বাঁচতে তারা বোমা ছুঁড়ছে । গুলি চালাচ্ছে । নানা ভাবে আক্রমণ করছে সীমান্তরক্ষী বাহিনীকে । তবে, যেসব দুষ্কৃতীরা পাচার করতে গিয়ে ধরা পড়ছে তারা পাচার চক্রের কিংপিন নয় । চক্রের পান্ডারা কোটি কোটি টাকা বিনিয়োগ করে ঠান্ডা ঘরে বসে চালাচ্ছে এধরনের কাজ । তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায় না বললেই চলে । তার ফলেই সীমান্তে সোনা, মাদক, গোরু পাচার চলছে । এমন কী বাদ নেই মানবপাচারও । এমনই জানাচ্ছেন সীমান্তরক্ষী বাহিনীর DIG এস এস গুলেরিয়া । ETV ভারতের সঙ্গে একান্ত কথোপকথনে জানালেন সীমান্তের স্মাগলিং নিয়ে অনেক অজানা কথা ।

প্রশ্ন : প্রায় প্রতিদিনই আপনাদের লক্ষ্য করে বোমা মারছে দুষ্কৃতীরা । আহত হচ্ছেন জওয়ানরা । কেন আক্রমণ করা হচ্ছে সীমান্তরক্ষী বাহিনীকে?

গুলেরিয়া : দেখুন দুষ্কৃতীরা সীমান্তকে ব্যবহার করে পাচার করতে চায় । এটাকে সহজে টাকা রোজগারের একটা পন্থা ভেবে নিয়েছে তারা । বাংলাদেশ সীমান্ত ভীষণভাবেই স্পর্শকাতর । সীমারেখায় ভারত-বাংলাদেশ উভয়পক্ষের বহু মানুষ থাকেন । এই মানুষজনের অনেকেই এই পাচারকে নিজের লাইফস্টাইল বানিয়ে ফেলেছে । অনেক বাংলাদেশি সীমান্ত পার হয়ে এদেশে ঢোকার চেষ্টা করে । আমরা যতটা পারি তাদের আটকাই । স্মাগলিংয়ের জিনিসপত্র বাজেয়াপ্ত করি । তার জেরে সংঘর্ষ হয় । সেই সময় পাচারকারিরা দা, হাই বিম টর্চ, বাঁশ, দেশি বোমা এমন কী পিস্তল নিয়েও আক্রমণ করে । যখন এই ধরনের পরিস্থিতি হয়, তখন আমরা সর্বোচ্চ চেষ্টা করি । যাতে এদের পাকড়াও করা যেতে পারে । কিন্তু যখন সেটা জীবনের প্রশ্ন হয়ে ওঠে তখন আমরা নন লিথিয়াল ওয়েপন দিয়ে ওদের আহত করে ধরার চেষ্টা করি । যাতে পাচার বন্ধ করা যায় ।

প্রশ্ন : শুধুমাত্র গোরু নয় । আরও অনেক কিছু পাচার হয় সীমান্ত দিয়ে । সেগুলো ঠিক কী?

গুলেরিয়া : সীমান্ত দিয়ে সব থেকে বেশি পাচার হয় গোরু । এই পাচার নিয়ে আরও অনেক অপরাধ জড়িয়ে রয়েছে । এখানে সোনা, জাল নোটসহ গাঁজা, ইয়াবা, ফেনসিডিল পাচার হয় । গাঁজা, ফেনসিডিলের মতো মাদক এদেশ থেকে ওদেশে যায় । আবার জালনোট, ইয়াবা বাংলাদেশ থেকে এদেশে ঢোকে । আমরা সম্পূর্ণ চেষ্টা করি এই স্মাগলিং আটকানোর । তবে সব থেকে বড় সমস্যা বাংলাদেশ থেকে মানব পাচার । আর এতে জড়িয়ে রয়েছে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষজন । সেটা সমস্যাকে অনেকখানি বাড়িয়ে দেয় ।

প্রশ্ন : কিন্তু কেন এই পাচার? কী মনে হয় আপনার ?

গুলেরিয়া : দেখুন কিছু লোভী মানুষ সীমান্ত চত্বরে থাকে । যারা রাতারাতি ধনী হতে চায় । তারা এই বেআইনি ব্যবসায় জড়িয়ে পড়ে । আর এটাই পাচারচক্রে যোগদানের মূল কারণ হয় তাদের । এর জন্যই তো পাচারচক্র ও সেখানে লোকজন বাড়ে ।

প্রশ্ন : রাজ্য প্রশাসন, পুলিশ আপনাদের সাহায্য করে?

গুলেরিয়া : বর্ডার ম্যানেজমেন্ট খুব একটা বড় বিষয় । এখানে সীমান্তরক্ষী বাহিনী শুধুই একটা স্টেকহোল্ডার । কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ অংশ রয়েছে । স্থানীয় প্রশাসন, পুলিশ, বিচার ব্যবস্থা, সিভিল সোসাইটি, স্বেচ্ছাসেবী সংস্থা, এমন কী বর্ডার গার্ড বাংলাদেশও সীমান্ত রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশ । যখন সবাই মিলে এই কাজ করা হবে তখন কার্যকরী সীমান্ত সুরক্ষা করা যাবে ।

প্রশ্ন : এই বর্ষায় সীমান্ত রক্ষা করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা?

গুলেরিয়া : সীমান্তের যেসব জায়গায় কাঁটাতারের বেড়া আছে সেখানে গোরু পাচার বন্ধ হয়ে গেছে বলা চলে । কিন্তু বেশ কিছু বর্ডার আউটপোস্ট আছে যেমন মালদা, মুর্শিদাবাদের হারু ডাঙা, শোভাপুর বর্ডার আউটপোস্ট, বইরাডাঙা, নিমতিতা, ভাগীরথীর মতো বর্ডার আউটপোস্ট যেগুলি গঙ্গার তীরে অবস্থিত সেখানে কোন ফেন্সিং নেই । বর্ষায় যখন এই জায়গাগুলোতে বন্যা চলে আসে, তখনই হয় সমস্যা । সীমান্তে তিন চার কিলোমিটার দূরের গ্রাম যেমন ধুলিয়ান, ডিস্কো বোর্ডের মতো বেশ কিছু গ্রাম থেকে স্মাগলাররা রাতের অন্ধকারে গোরু কলাগাছের মাঝে বেঁধে জলে ছেড়ে দেয় । গোরু সাঁতার কেটে বাংলাদেশের দিকে চলে যায় । বাংলাদেশি পাচারকারীরা ওপারে বোটের মাধ্যমে এই গোরুদের ধরে নেয় । আমাদের কাছে তখন যে টুকু সময় থাকে তার মধ্যে আমরা স্পিডবোট কাজে লাগিয়ে যত বেশি সম্ভব গোরু উদ্ধারের চেষ্টা করি । এভাবে আমরা 50 থেকে 60 শতাংশ গোরু ধরে ফেলতে পারি । কিন্তু অস্বীকার করার জায়গা নেই কিছু গোরু তো ওপারে চলেই যায় । এটা বন্ধ করতে আমরা ওই সব এলাকায় আরও বেশি করে ফোর্স রেখেছি । ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক ক্যামেরা । সীমান্তরক্ষী বাহিনী সর্বদা সজাগ রয়েছে । একইসঙ্গে আপনারা জানেন সম্প্রতি পুলিশের সঙ্গে যে যৌথ অপারেশনের কথা হয়েছে তা অনেকটাই ফল দেবে বলে মনে করছি আমরা ।

প্রশ্ন : শেষ প্রশ্ন, এই পাচারের মাস্টারমাইন্ড তো কেউ আছে । তাদের নিয়ে কী ভাবছেন?

গুলেরিয়া : এটা সত্যি আমরা ভারতীয় কিংবা বাংলাদেশের যে পাচারকারীদের ধরি ওরা শুধুই ক্যারিয়ার । যাদের রাখাল বলা হয় । তাদের পাকড়াও করা হয় । জেরা করা হয় । কিন্তু দেখা যায় তাদের কাছে খুব বেশি তথ্য নেই । কিংপিনদের বিরুদ্ধে খুব একটা প্রমাণ থাকে না । যারা আসলে পাচার করে তাদের বিরুদ্ধে খুব বেশি তথ্য প্রমাণ পাওয়া যায় না । আমরা যেটুকু তথ্য পাই তার ভিত্তিতে পুলিশে মামলা করি । অতীতে যে কয়েকজনের বিরুদ্ধে তথ্য প্রমাণ পেয়েছি তা তুলে দিয়েছি পুলিশের হাতে । কারোর বিরুদ্ধে আদালতে মামলাও চলছে । ওরা ধরে পড়ে না সেটা হয়ত ঠিক নয় । কিন্তু এটাও ঘটনা তাদের বিরুদ্ধে সঠিক তদন্ত হলে এই পাচার অনেকটাই বন্ধ হতে পারে ।

দেখুন ভিডিয়ো

কলকাতা, 13 অগাস্ট : প্রায় প্রতিদিনই ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ছে স্মাগলাররা । ধরা পড়ার হাত থেকে বাঁচতে তারা বোমা ছুঁড়ছে । গুলি চালাচ্ছে । নানা ভাবে আক্রমণ করছে সীমান্তরক্ষী বাহিনীকে । তবে, যেসব দুষ্কৃতীরা পাচার করতে গিয়ে ধরা পড়ছে তারা পাচার চক্রের কিংপিন নয় । চক্রের পান্ডারা কোটি কোটি টাকা বিনিয়োগ করে ঠান্ডা ঘরে বসে চালাচ্ছে এধরনের কাজ । তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায় না বললেই চলে । তার ফলেই সীমান্তে সোনা, মাদক, গোরু পাচার চলছে । এমন কী বাদ নেই মানবপাচারও । এমনই জানাচ্ছেন সীমান্তরক্ষী বাহিনীর DIG এস এস গুলেরিয়া । ETV ভারতের সঙ্গে একান্ত কথোপকথনে জানালেন সীমান্তের স্মাগলিং নিয়ে অনেক অজানা কথা ।

প্রশ্ন : প্রায় প্রতিদিনই আপনাদের লক্ষ্য করে বোমা মারছে দুষ্কৃতীরা । আহত হচ্ছেন জওয়ানরা । কেন আক্রমণ করা হচ্ছে সীমান্তরক্ষী বাহিনীকে?

গুলেরিয়া : দেখুন দুষ্কৃতীরা সীমান্তকে ব্যবহার করে পাচার করতে চায় । এটাকে সহজে টাকা রোজগারের একটা পন্থা ভেবে নিয়েছে তারা । বাংলাদেশ সীমান্ত ভীষণভাবেই স্পর্শকাতর । সীমারেখায় ভারত-বাংলাদেশ উভয়পক্ষের বহু মানুষ থাকেন । এই মানুষজনের অনেকেই এই পাচারকে নিজের লাইফস্টাইল বানিয়ে ফেলেছে । অনেক বাংলাদেশি সীমান্ত পার হয়ে এদেশে ঢোকার চেষ্টা করে । আমরা যতটা পারি তাদের আটকাই । স্মাগলিংয়ের জিনিসপত্র বাজেয়াপ্ত করি । তার জেরে সংঘর্ষ হয় । সেই সময় পাচারকারিরা দা, হাই বিম টর্চ, বাঁশ, দেশি বোমা এমন কী পিস্তল নিয়েও আক্রমণ করে । যখন এই ধরনের পরিস্থিতি হয়, তখন আমরা সর্বোচ্চ চেষ্টা করি । যাতে এদের পাকড়াও করা যেতে পারে । কিন্তু যখন সেটা জীবনের প্রশ্ন হয়ে ওঠে তখন আমরা নন লিথিয়াল ওয়েপন দিয়ে ওদের আহত করে ধরার চেষ্টা করি । যাতে পাচার বন্ধ করা যায় ।

প্রশ্ন : শুধুমাত্র গোরু নয় । আরও অনেক কিছু পাচার হয় সীমান্ত দিয়ে । সেগুলো ঠিক কী?

গুলেরিয়া : সীমান্ত দিয়ে সব থেকে বেশি পাচার হয় গোরু । এই পাচার নিয়ে আরও অনেক অপরাধ জড়িয়ে রয়েছে । এখানে সোনা, জাল নোটসহ গাঁজা, ইয়াবা, ফেনসিডিল পাচার হয় । গাঁজা, ফেনসিডিলের মতো মাদক এদেশ থেকে ওদেশে যায় । আবার জালনোট, ইয়াবা বাংলাদেশ থেকে এদেশে ঢোকে । আমরা সম্পূর্ণ চেষ্টা করি এই স্মাগলিং আটকানোর । তবে সব থেকে বড় সমস্যা বাংলাদেশ থেকে মানব পাচার । আর এতে জড়িয়ে রয়েছে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষজন । সেটা সমস্যাকে অনেকখানি বাড়িয়ে দেয় ।

প্রশ্ন : কিন্তু কেন এই পাচার? কী মনে হয় আপনার ?

গুলেরিয়া : দেখুন কিছু লোভী মানুষ সীমান্ত চত্বরে থাকে । যারা রাতারাতি ধনী হতে চায় । তারা এই বেআইনি ব্যবসায় জড়িয়ে পড়ে । আর এটাই পাচারচক্রে যোগদানের মূল কারণ হয় তাদের । এর জন্যই তো পাচারচক্র ও সেখানে লোকজন বাড়ে ।

প্রশ্ন : রাজ্য প্রশাসন, পুলিশ আপনাদের সাহায্য করে?

গুলেরিয়া : বর্ডার ম্যানেজমেন্ট খুব একটা বড় বিষয় । এখানে সীমান্তরক্ষী বাহিনী শুধুই একটা স্টেকহোল্ডার । কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ অংশ রয়েছে । স্থানীয় প্রশাসন, পুলিশ, বিচার ব্যবস্থা, সিভিল সোসাইটি, স্বেচ্ছাসেবী সংস্থা, এমন কী বর্ডার গার্ড বাংলাদেশও সীমান্ত রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশ । যখন সবাই মিলে এই কাজ করা হবে তখন কার্যকরী সীমান্ত সুরক্ষা করা যাবে ।

প্রশ্ন : এই বর্ষায় সীমান্ত রক্ষা করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা?

গুলেরিয়া : সীমান্তের যেসব জায়গায় কাঁটাতারের বেড়া আছে সেখানে গোরু পাচার বন্ধ হয়ে গেছে বলা চলে । কিন্তু বেশ কিছু বর্ডার আউটপোস্ট আছে যেমন মালদা, মুর্শিদাবাদের হারু ডাঙা, শোভাপুর বর্ডার আউটপোস্ট, বইরাডাঙা, নিমতিতা, ভাগীরথীর মতো বর্ডার আউটপোস্ট যেগুলি গঙ্গার তীরে অবস্থিত সেখানে কোন ফেন্সিং নেই । বর্ষায় যখন এই জায়গাগুলোতে বন্যা চলে আসে, তখনই হয় সমস্যা । সীমান্তে তিন চার কিলোমিটার দূরের গ্রাম যেমন ধুলিয়ান, ডিস্কো বোর্ডের মতো বেশ কিছু গ্রাম থেকে স্মাগলাররা রাতের অন্ধকারে গোরু কলাগাছের মাঝে বেঁধে জলে ছেড়ে দেয় । গোরু সাঁতার কেটে বাংলাদেশের দিকে চলে যায় । বাংলাদেশি পাচারকারীরা ওপারে বোটের মাধ্যমে এই গোরুদের ধরে নেয় । আমাদের কাছে তখন যে টুকু সময় থাকে তার মধ্যে আমরা স্পিডবোট কাজে লাগিয়ে যত বেশি সম্ভব গোরু উদ্ধারের চেষ্টা করি । এভাবে আমরা 50 থেকে 60 শতাংশ গোরু ধরে ফেলতে পারি । কিন্তু অস্বীকার করার জায়গা নেই কিছু গোরু তো ওপারে চলেই যায় । এটা বন্ধ করতে আমরা ওই সব এলাকায় আরও বেশি করে ফোর্স রেখেছি । ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক ক্যামেরা । সীমান্তরক্ষী বাহিনী সর্বদা সজাগ রয়েছে । একইসঙ্গে আপনারা জানেন সম্প্রতি পুলিশের সঙ্গে যে যৌথ অপারেশনের কথা হয়েছে তা অনেকটাই ফল দেবে বলে মনে করছি আমরা ।

প্রশ্ন : শেষ প্রশ্ন, এই পাচারের মাস্টারমাইন্ড তো কেউ আছে । তাদের নিয়ে কী ভাবছেন?

গুলেরিয়া : এটা সত্যি আমরা ভারতীয় কিংবা বাংলাদেশের যে পাচারকারীদের ধরি ওরা শুধুই ক্যারিয়ার । যাদের রাখাল বলা হয় । তাদের পাকড়াও করা হয় । জেরা করা হয় । কিন্তু দেখা যায় তাদের কাছে খুব বেশি তথ্য নেই । কিংপিনদের বিরুদ্ধে খুব একটা প্রমাণ থাকে না । যারা আসলে পাচার করে তাদের বিরুদ্ধে খুব বেশি তথ্য প্রমাণ পাওয়া যায় না । আমরা যেটুকু তথ্য পাই তার ভিত্তিতে পুলিশে মামলা করি । অতীতে যে কয়েকজনের বিরুদ্ধে তথ্য প্রমাণ পেয়েছি তা তুলে দিয়েছি পুলিশের হাতে । কারোর বিরুদ্ধে আদালতে মামলাও চলছে । ওরা ধরে পড়ে না সেটা হয়ত ঠিক নয় । কিন্তু এটাও ঘটনা তাদের বিরুদ্ধে সঠিক তদন্ত হলে এই পাচার অনেকটাই বন্ধ হতে পারে ।

দেখুন ভিডিয়ো
Intro:কোটি কোটি টাকা বিনিয়োগ করে আড়ালেই থেকে যাচ্ছে স্মাগলিং চক্রের কিংপিনরা: DIG BSF

কলকাতা, 12 অগাস্ট: প্রায় প্রতিদিনই সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ছে স্মাগলিং চক্রের সঙ্গে জড়িত দুষ্কৃতীরা। তারা বোমা ছুঁড়ছে। গুলি চালাচ্ছে। নানা ভাবে আক্রমণ করছে সীমান্তরক্ষী বাহিনীকে। কিন্তু তারপরেও কর্তব্যে অবিচল সীমান্তরক্ষী বাহিনী কাজ করে যাচ্ছে ইন্দো-বাংলাদেশ সীমান্তে। কিন্তু যেসব দুষ্কৃতীরা ধরা পড়ছে তারা কিংপিন নয়। স্মাগলিং চক্রের পান্ডারা কোটি কোটি টাকা বিনিয়োগ করে ঠাণ্ডা ঘরে বসে চালাচ্ছে দুষ্কর্ম। তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায় না বললেই চলে। তার ফলেই সীমান্তে সোনা, মাদক, মানব থেকে গরু পাচার চলছেই। এমনটাই জানাচ্ছেন সীমান্তরক্ষী বাহিনীর ডিআইজি জেনারেল এস এস গুলেরিয়া। ইটিভি ভারতের সঙ্গে একান্ত খোলামেলা কথোপকথনে জানালেন সীমান্তের স্মাগলিং নিয়ে অনেক অজানা কথা।


Body:প্রশ্ন: প্রায় প্রতিদিনই আপনাদের লক্ষ্য করে বোমা মারছে দুষ্কৃতীরা। আহত হচ্ছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। কিন্তু কেন? কেন আক্রমন করা হচ্ছে সীমান্ত রক্ষী বাহিনীকে?

গুলেরিয়া: দেখুন দুষ্কৃতীরা সীমান্তে স্মাগলিং করতে চায়। এটা সহজে টাকা রোজগারের একটা পন্থা ভেবে নিয়েছে তারা। বাংলাদেশ বর্ডার ভীষণভাবেই স্পর্শকাতর। সীমা রেখার উপর ভারত-বাংলাদেশ উভয়পক্ষের বহু মানুষ থাকেন। এই মানুষজনের অনেকেই স্মাগলিংকে নিজের লাইফ স্টাইল বানিয়ে ফেলেছেন। অনেক বাংলাদেশী সীমান্ত পার হয়ে এদেশে ঢোকার চেষ্টা করেন। আমরা তাদের আটকাই, স্মাগলিংয়ের জিনিসপত্র বাজেয়াপ্ত করি। তার জেরে সংঘর্ষ হয়। সেই সময় ওরা দা, হাই বিম টর্চ, বাঁশ, দেশি বোমা এমনকি পিস্তল নিয়েও আক্রমণ করে। যখন এই ধরনের পরিস্থিতি হয়, তখন আমরা সর্বোচ্চ চেষ্টা করি এই স্মাগলারদের পাকড়াও করতে। কিন্তু যখন সেটা জীবনের প্রশ্ন হয়ে ওঠে তখন আমরা জীবন রক্ষার অধিকার তাগিদেই তখন আমরা নন লিথিয়াল ওয়েপন দিয়ে আমরা ওদের আহত করে পাকড়াও করার চেষ্টা করি। যাতে স্মাগলিং বন্ধ করা যায়।

প্রশ্ন: শুধুমাত্র গরু নয়। নানা ধরনের বস্তু স্মাগলিং হয় সীমান্ত দিয়ে। সেগুলো ঠিক কি?

গুলেরিয়া: সীমান্ত দিয়ে সব থেকে বেশি স্মাগলিং হয় গরু। এই স্মাগলিং নিয়ে আরও অনেক অপরাধ জড়িয়ে রয়েছে। এখানে সোনা স্মাগলিং, জাল নোট সহ গাঁজা, ইয়াবা, ফেনসিডিল পাচার হয়। গাঁজা ফেন্সিডিলের মত মাদক এ দেশ থেকে ওদেশে যায়। আবার জালনোট, ইয়াবা বাংলাদেশ থেকে এদেশে ঢোকে। আমরা সম্পূর্ন চেষ্টা করি এই স্মাগলিং আটকানোর। তবে সব থেকে বড় সমস্যা বাংলাদেশ থেকে মানব পাচার। আর এতে জড়িয়ে রয়েছে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষজন। সেটা সমস্যাকে অনেকখানি বাড়িয়ে দেয়।

প্রশ্ন: কিন্তু কেন এই স্মাগলিং?

গুলেরিয়া: দেখুন কিছু লোভী মানুষ সীমান্ত চত্বরে থাকে। যারা রাতারাতি ধনী হতে চায়। তারা এই বেআইনি ব্যবসায় জড়িয়ে পড়ে। মূলত তারাই জড়িয়ে পড়ে স্মাগলিংয়ে। আর এটাই স্মাগলিং চক্রের মূল কারণ।

প্রশ্ন: রাজ্য প্রশাসন,পুলিশ আপনাদের সাহায্য করে?

গুলেরিয়া: বর্ডার ম্যানেজমেন্ট খুব বড় একটা বিষয়। এখানে সীমান্তরক্ষী বাহিনী শুধুই একটা স্টেকহোল্ডার। কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। স্থানীয় প্রশাসন, পুলিশ, বিচার ব্যবস্থা, সিভিল সোসাইটি, স্বেচ্ছাসেবী সংস্থা, এমন কি বর্ডার গার্ড বাংলাদেশও সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ অংশ। যখন সবাই মিলে এই কাজ করা হবে তখন কার্যকরী সীমান্ত সুরক্ষা করা যাবে।

প্রশ্ন: এই বর্ষায় সীমান্ত রক্ষা করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা?

গুলেরিয়া: সীমান্তের যেসব জায়গায় কাঁটাতারের বেড়া আছে সেখানে গরু পাচার বন্ধ হয়ে গেছে বলা চলে। কিন্তু বেশ কিছু বর্ডার আউটপোস্ট আছে যেমন মালদা, মুর্শিদাবাদের হারু ডাঙ্গা, শোভাপুর বর্ডার আউটপোস্ট, বইরাডাঙ্গা, নিমতিতা, ভাগীরথীর মত বর্ডার আউটপোস্ট এমন, যেগুলি গঙ্গার তীরে অবস্থিত। সেখানে কোন ফেন্সিং নেই। বর্ষায় যখন সেখানে বন্যা চলে আসে, সেখানেই হয় সমস্যা। সীমান্তে তিন চার কিলোমিটার দূরের গ্রাম যেমন ধুলিয়ান, ডিস্কো বোর্ডের মত বেশ কিছু গ্রাম থেকে স্মাগলাররা রাতের অন্ধকারে গরু কলাগাছের মাঝে বেঁধে জলে ছেড়ে দেয়। গরু সাঁতার কেটে বাংলাদেশের দিকে চলে যায়। বাংলাদেশী পাচারকারীরা ওপারে বোটের মাধ্যমে এই গরু ধরে নেয়। আমাদের কাছে তখন যে টুকু সময় থাকে তার মধ্যে আমরা স্পিডবোট কাজে লাগিয়ে যত বেশি সম্ভব গরু উদ্ধারের চেষ্টা করি। এভাবে আমরা 50 থেকে 60 শতাংশ গরু ধরে ফেলতে পারি। কিন্তু অস্বীকার করার জায়গা নেই কিছু গরুতো ওপারে চলেই যায়। এটা বন্ধ করতে আমরা ওই সব এলাকায় আরও বেশি করে ফোর্স রেখেছি। ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক ক্যামেরা। সীমান্তরক্ষী বাহিনী সর্বদা সজাগ রয়েছে। একইসঙ্গে আপনারা জানেন সম্প্রতি পুলিশের সঙ্গে যে যৌথ অপারেশনের কথা হয়েছে তা অনেকটাই ফল দেবে বলে মনে করছি আমরা।

প্রশ্ন: শেষ প্রশ্ন, এই স্মাগলিংয়ের মাস্টারমাইন্ড তো কেউ আছে। তাদের নিয়ে কি ভাবছেন?

গুলেরিয়া: এটা সত্যি আমরা ভারতীয় কিংবা বাংলাদেশের যে স্মাগলারদের ধরি ওরা শুধুই ক্যারিয়ার। যাদের রাখাল বলা হয়। তাদের পাকড়াও করা হয়। জেরা করা হয়। কিন্তু দেখা যায় তাদের কাছে খুব বেশি তথ্য নেই। কিংপিনদের বিরুদ্ধে খুব একটা প্রমাণ থাকে না। যারা আসলে স্মাগলার তাদের বিরুদ্ধে খুব বেশি তথ্য প্রমাণ পাওয়া যায় না। আমরা যেটুকু তথ্য পাই তার ভিত্তিতে পুলিশে মামলা করি। অতীতে যে কয়েক জনের বিরুদ্ধে তথ্য প্রমাণ পেয়েছি তা তুলে দিয়েছে পুলিশের হাতে। কার বিরুদ্ধে আদালতে মামলাও চলছে। ওরা ধরে পড়ে না সেটা হয়তো ঠিক নয়। কিন্তু এটাও ঘটনা তাদের বিরুদ্ধে সঠিক তদন্ত হলে এই স্মাগলিং অনেকটাই বন্ধ হতে পারে।


Conclusion:
Last Updated : Aug 13, 2019, 3:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.