কলকাতা, 20 নভেম্বর : এসএসসি পাস করেও এখনও জোটেনি চাকরি ৷ ফলে শহরের রাজপথে আন্দোলনে নেমেছেন হবু শিক্ষকেরা ৷ এবার গান্ধি মূর্তি পাদদেশের এই বিক্ষোভ মঞ্চে যোগ দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷
তিনি বলেন, ‘‘স্কুল সার্ভিস কমিশন (SSC) পাস করা ছাত্র-ছাত্রীরা যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছে, ততক্ষণ তাদের পাশেই আছে বিজেপি । লোকসভা নির্বাচনের আগে এই সমস্ত ছাত্র-ছাত্রীদের অনশন মঞ্চে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোট মিটে গেলেই নিয়োগ করা হবে । কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত তাদের নিয়োগ করা হয়নি । এই সমস্ত ছাত্র-ছাত্রীরা পাস করার পরেও তাদের বেকারত্বের জ্বালা সইতে হচ্ছে ? তাদের (পড়ুন রাজ্যের শাসকদলের নেতাদের) জীবনে এই সমস্ত ঘটনা ঘটেনি ৷ তাই তাঁরা এই সমস্ত ছাত্র-ছাত্রীদের কষ্ট বুঝতে পারছেন না । আমরা সব সময় ওদের পাশে আছি ৷ আজ প্রতীকি রূপে আমি অনশন মঞ্চে অংশ নিলাম ।’’
আরও পড়ুন : School Reopen : স্কুল খুললেও উপস্থিতি নগণ্য, কোভিডবিধি পালনেও নেই কড়াকড়ি
সুকান্ত মজুমদার আরও বলেন, ‘‘আমরা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীকে এই বিষয়টি জানাব । প্রয়োজনে এই ছাত্র-ছাত্রীদের আমরা আইনগত সহযোগিতা করব । কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীদের কাছে আবেদন করছি, সমস্ত দলাদলি ভুলে এই সমস্ত ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ান ।’’