ETV Bharat / state

Syama Prasad Mukherjee: ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনের নামকরণ শ্যামাপ্রসাদের নামে, উচ্ছ্বসিত বিজেপি - ভাষা ভবনের নাম পরিবর্তন

দেশের প্রথম গ্রন্থাগার কলকাতার ন্যাশনাল লাইব্রেরি ৷ লাইব্রেরির ভাষা ভবনের নাম বদলে করা হল শ্যামাপ্রসাদ মুখার্জী ভাষা ভবন ৷ এ নিয়ে টুইট করলেন রাজ্য বিজেপি সভাপিত সুকান্ত মজুমদার ৷

ETV Bharat
সুকান্ত মজুমদার
author img

By

Published : Jul 6, 2023, 11:26 AM IST

কলকাতা, 6 জুলাই: আজ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী ৷ ভারতীয় জনসঙ্ঘের এই প্রতিষ্ঠাতার এবারের জন্মদিনটি বিশেষ হয়ে রইল ৷ জন্মদিনের ঠিক আগের দিন কলকাতার ন্যাশনাল লাইব্রেরির ভাষাভবনের নাম পরিবর্তন করে রাখা হল শ্যামাপ্রসাদের নামে ৷ এই ঘটনায় স্বভাবতই উচ্ছ্বসিত রাজ্যের গেরুয়া শিবির ৷ এ নিয়ে টুইট করেছেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ পাশাপাশি শ্যামাপ্রসাদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বহু বিশিষ্ট।

সামাজিক মাধ্যমে তিনি লেখেন, "কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে ভাষা ভবনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জী ভাষা ভবন ৷ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি ৷ এর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে ধন্যবাদ জানাচ্ছি ৷" তিনি টুইটের সঙ্গে এই নামকরণ সংক্রান্ত একটি সরকারি চিঠিও পোস্ট করেন ৷

  • Welcome the decision by Ministry of Culture to rename Bhasha Bhavan of Kolkata National Library as Dr Syama Prasad Mookerjee Bhasha Bhavan. I thank Hon’ble PM @narendramodi ji for this decision. pic.twitter.com/CcQhXIVSC7

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী গ্রন্থাগার কলকাতার ন্যাশনাল লাইব্রেরি ৷ 1891 সালে লর্ড কার্জন এই গ্রন্থাগারটি প্রতিষ্ঠা করেন ৷ তখন নাম ছিল 'ইম্পেরিয়াল লাইব্রেরি' ৷ সেইসময় ব্রিটিশ শাসনাধীন ভারতের রাজধানী ছিল এই কলকাতা ৷ 1911 সাল পর্যন্ত এখান থেকেই দেশ শাসন হত। এই গ্রন্থাগার প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল, পড়ুয়ারদের হাতে প্রয়োজনীয় বইটি পৌঁছে দেওয়া ৷

এছাড়া ভারতের ভবিষ্যৎ ঐতিহাসিকদের জন্য তথ্য জোগাড় এবং তা রক্ষণাবেক্ষণ করাও ছিল অন্যতম প্রধান কাজ ৷ 1953 সালের 1 ফেব্রুয়ারি দেশের তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ কলকাতার এই গ্রন্থাগারটি সাধারণের জন্য খুলে দেন ৷ তারপর থেকে শহর কলকাতার অন্যতম গন্তব্য হয়ে উঠেছে এই লাইব্রেরি। ছাত্র-শিক্ষক থেকে শুরু করে গবেষক সকলেই এখানকার সদস্য হয়ে থাকেন।

আরও পড়ুন: রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালনের বিরোধিতায় তৃণমূল

শ্যামাপ্রসাদের জন্মদিনের ঠিক আগের দিন ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনের নাম বদলে শ্যামাপ্রসাদের নামে করাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷ আজ দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধাজ্ঞাপন করা হচ্ছে ৷ তাঁকে নিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অনেক বিশিষ্ট ব্যক্তি ও সংগঠন ৷ জন্মদিনে সকলেই তাঁর আদর্শের কথা তুলে ধরেছেন ।

কলকাতা, 6 জুলাই: আজ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী ৷ ভারতীয় জনসঙ্ঘের এই প্রতিষ্ঠাতার এবারের জন্মদিনটি বিশেষ হয়ে রইল ৷ জন্মদিনের ঠিক আগের দিন কলকাতার ন্যাশনাল লাইব্রেরির ভাষাভবনের নাম পরিবর্তন করে রাখা হল শ্যামাপ্রসাদের নামে ৷ এই ঘটনায় স্বভাবতই উচ্ছ্বসিত রাজ্যের গেরুয়া শিবির ৷ এ নিয়ে টুইট করেছেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ পাশাপাশি শ্যামাপ্রসাদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বহু বিশিষ্ট।

সামাজিক মাধ্যমে তিনি লেখেন, "কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে ভাষা ভবনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জী ভাষা ভবন ৷ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি ৷ এর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে ধন্যবাদ জানাচ্ছি ৷" তিনি টুইটের সঙ্গে এই নামকরণ সংক্রান্ত একটি সরকারি চিঠিও পোস্ট করেন ৷

  • Welcome the decision by Ministry of Culture to rename Bhasha Bhavan of Kolkata National Library as Dr Syama Prasad Mookerjee Bhasha Bhavan. I thank Hon’ble PM @narendramodi ji for this decision. pic.twitter.com/CcQhXIVSC7

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী গ্রন্থাগার কলকাতার ন্যাশনাল লাইব্রেরি ৷ 1891 সালে লর্ড কার্জন এই গ্রন্থাগারটি প্রতিষ্ঠা করেন ৷ তখন নাম ছিল 'ইম্পেরিয়াল লাইব্রেরি' ৷ সেইসময় ব্রিটিশ শাসনাধীন ভারতের রাজধানী ছিল এই কলকাতা ৷ 1911 সাল পর্যন্ত এখান থেকেই দেশ শাসন হত। এই গ্রন্থাগার প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল, পড়ুয়ারদের হাতে প্রয়োজনীয় বইটি পৌঁছে দেওয়া ৷

এছাড়া ভারতের ভবিষ্যৎ ঐতিহাসিকদের জন্য তথ্য জোগাড় এবং তা রক্ষণাবেক্ষণ করাও ছিল অন্যতম প্রধান কাজ ৷ 1953 সালের 1 ফেব্রুয়ারি দেশের তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ কলকাতার এই গ্রন্থাগারটি সাধারণের জন্য খুলে দেন ৷ তারপর থেকে শহর কলকাতার অন্যতম গন্তব্য হয়ে উঠেছে এই লাইব্রেরি। ছাত্র-শিক্ষক থেকে শুরু করে গবেষক সকলেই এখানকার সদস্য হয়ে থাকেন।

আরও পড়ুন: রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালনের বিরোধিতায় তৃণমূল

শ্যামাপ্রসাদের জন্মদিনের ঠিক আগের দিন ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনের নাম বদলে শ্যামাপ্রসাদের নামে করাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷ আজ দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধাজ্ঞাপন করা হচ্ছে ৷ তাঁকে নিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অনেক বিশিষ্ট ব্যক্তি ও সংগঠন ৷ জন্মদিনে সকলেই তাঁর আদর্শের কথা তুলে ধরেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.