ETV Bharat / state

Sukanta on Sonali:'দলে ফিরতে চেয়েছেন, কিন্তু কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি', সোনালি প্রসঙ্গে মন্তব্য সুকান্তর - sukanta majumdar speaks on sonali guha

সোনালি গুহর দাবি তিনি বিজেপিতে আছেন ৷ কিন্তু বুধবার সুকান্ত মজুমদার জানিয়েছেন, তাঁকে দলে ফেরানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷

Etv Bharat
সোনালি গুহ ও সুকান্ত মজুমদার
author img

By

Published : May 10, 2023, 7:11 PM IST

সুকান্ত মজুমদারের বক্তব্য

কলকাতা, 10 মে: "উনি এক সময় বিজেপি জয়েন করে ছিলেন । তারপর 2021 এর বিধানসভা নির্বাচনের পরে তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে যাওয়ার ইচ্ছেও জানিয়েছিলেন । এখন উনি কোন দলে আছেন উনিই ভালো বলতে পারবেন ।" সোনালি গুহ সম্পর্কে বুধবার এমনই মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷

প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা একদা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সোনালি গুহর দাবি তিনি বর্তমানে বিজেপিতে আছেন, আর তৃণমূলে ফিরে যাবেন না ৷ মঙ্গলবার ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে সোনালি জানিয়েছিলেন, তিনি বিজেপি যোগ দিয়েছিলেন, সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডাকে ডিএ আন্দোলনের মঞ্চেও গিয়েছেন ৷ তিনি বিজেপিতেই রয়েছেন ৷ তিনি তৃণমূলে ফিরতে চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে কোনও কথা বলেননি বলেও জানান সোনালি ৷ তবে সোনালি গুহর এই মুহূর্তে রাজনৈতিক অবস্থান কী এবং বিজেপিতে তিনি আদৌ আছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠে গেল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের এদিনের মন্তব্যে ৷

এদিন সুকান্ত আরও জানান, সোনালি গুহ বিজেপিতে ফিরতে চেয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন, তবে তাঁকে আবার বিজেপিতে নেওয়া হবে কি না, এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি । সোনালি গুহ নিজেই দাবি করেছেন তিনি শুভেন্দু অধিকারীর ডাকে ডিএ মঞ্চে গিয়েছেন, আর এদিন সুকান্তর দাবি সোনালির বিজেপিতে ফেরার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ ফলে এই বিষয়ে গেরুয়া শিবিরে অন্দরেও কোনও মতভেদ চলছে কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন ৷

উল্লেখ্য, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিকে 'পুরনো খেলা' বলে কটাক্ষ করেছিলেন সোনালি গুহ ৷ দাবি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতি করে থাকলে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তা জানত না, সেটা হতে পারে না ৷ এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার এদিন জানান, পার্থ চট্টোপাধ্যায়কে কে ফাঁসিয়েছে সেটা তো তৃণমূল কংগ্রেসের লোকেরাই ভালো বলতে পারবে । তবে এটা ঠিক যতক্ষণ বিভীষণ না থাকবে ততক্ষণ পর্যন্ত লঙ্কা ধ্বংস করা যাবে না । তাই পার্থ চট্টোপাধ্যায়ের কার বাড়িতে কোথায় টাকা রাখা আছে এটা তো তৃণমূল কংগ্রেসের ভিতরের লোক ছাড়া জানার কথা নয় ।

আরও পড়ুন: অমিত শাহের সময় গরু পাচার বন্ধ ? তাহলে কি রাজনাথ যুক্ত ছিলেন ? শুভেন্দুর দাবির পালটা ফিরহাদের

তৃণমূলের সবাই কামাতে চায় ৷ প্রার্থী হতে চেয়ে অভিষেকের সভায় বিশৃঙ্খলা হচ্ছে বলেও এদিন কটাক্ষ করেন সুকান্ত মজুমদার ৷ রাজ্যে 'দ্য কেরল স্টোরি' নিষিদ্ধ করার সিদ্ধান্তেরও সমালোচনা এদিন শোনা গিয়েছে বিজেপি'র ৷ তিনি জানিয়েছেন, এই নিয়ে হাইকোর্টে ইতিমধ্যেই জনস্বার্থ মামলা হয়েছেন না হলে বিজেপিই মামলা করত ৷

সুকান্ত মজুমদারের বক্তব্য

কলকাতা, 10 মে: "উনি এক সময় বিজেপি জয়েন করে ছিলেন । তারপর 2021 এর বিধানসভা নির্বাচনের পরে তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে যাওয়ার ইচ্ছেও জানিয়েছিলেন । এখন উনি কোন দলে আছেন উনিই ভালো বলতে পারবেন ।" সোনালি গুহ সম্পর্কে বুধবার এমনই মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷

প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা একদা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সোনালি গুহর দাবি তিনি বর্তমানে বিজেপিতে আছেন, আর তৃণমূলে ফিরে যাবেন না ৷ মঙ্গলবার ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে সোনালি জানিয়েছিলেন, তিনি বিজেপি যোগ দিয়েছিলেন, সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডাকে ডিএ আন্দোলনের মঞ্চেও গিয়েছেন ৷ তিনি বিজেপিতেই রয়েছেন ৷ তিনি তৃণমূলে ফিরতে চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে কোনও কথা বলেননি বলেও জানান সোনালি ৷ তবে সোনালি গুহর এই মুহূর্তে রাজনৈতিক অবস্থান কী এবং বিজেপিতে তিনি আদৌ আছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠে গেল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের এদিনের মন্তব্যে ৷

এদিন সুকান্ত আরও জানান, সোনালি গুহ বিজেপিতে ফিরতে চেয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন, তবে তাঁকে আবার বিজেপিতে নেওয়া হবে কি না, এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি । সোনালি গুহ নিজেই দাবি করেছেন তিনি শুভেন্দু অধিকারীর ডাকে ডিএ মঞ্চে গিয়েছেন, আর এদিন সুকান্তর দাবি সোনালির বিজেপিতে ফেরার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ ফলে এই বিষয়ে গেরুয়া শিবিরে অন্দরেও কোনও মতভেদ চলছে কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন ৷

উল্লেখ্য, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিকে 'পুরনো খেলা' বলে কটাক্ষ করেছিলেন সোনালি গুহ ৷ দাবি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতি করে থাকলে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তা জানত না, সেটা হতে পারে না ৷ এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার এদিন জানান, পার্থ চট্টোপাধ্যায়কে কে ফাঁসিয়েছে সেটা তো তৃণমূল কংগ্রেসের লোকেরাই ভালো বলতে পারবে । তবে এটা ঠিক যতক্ষণ বিভীষণ না থাকবে ততক্ষণ পর্যন্ত লঙ্কা ধ্বংস করা যাবে না । তাই পার্থ চট্টোপাধ্যায়ের কার বাড়িতে কোথায় টাকা রাখা আছে এটা তো তৃণমূল কংগ্রেসের ভিতরের লোক ছাড়া জানার কথা নয় ।

আরও পড়ুন: অমিত শাহের সময় গরু পাচার বন্ধ ? তাহলে কি রাজনাথ যুক্ত ছিলেন ? শুভেন্দুর দাবির পালটা ফিরহাদের

তৃণমূলের সবাই কামাতে চায় ৷ প্রার্থী হতে চেয়ে অভিষেকের সভায় বিশৃঙ্খলা হচ্ছে বলেও এদিন কটাক্ষ করেন সুকান্ত মজুমদার ৷ রাজ্যে 'দ্য কেরল স্টোরি' নিষিদ্ধ করার সিদ্ধান্তেরও সমালোচনা এদিন শোনা গিয়েছে বিজেপি'র ৷ তিনি জানিয়েছেন, এই নিয়ে হাইকোর্টে ইতিমধ্যেই জনস্বার্থ মামলা হয়েছেন না হলে বিজেপিই মামলা করত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.