ETV Bharat / state

KMC Election 2021 Result : রেকর্ড ভোটে জয়ী ফৈয়াজকে মুখ্যমন্ত্রী করা হোক, সাংবাদিক সম্মেলনে দাবি সুকান্তর - কলকাতা পৌর নির্বাচন 2021

পৌর নির্বাচনে ভোট শতাংশের নিরিখে তৃতীয় স্থানে এবং আসন সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ ফলাফল প্রকাশের পর সাংবাদিক সম্মেলন করে শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (sukanta majumdar speaks about kmc election 2021 result) ৷

KMC Election 2021 Result
সাংবাদিক সম্মেলনে সুকান্ত
author img

By

Published : Dec 21, 2021, 7:40 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর : কলকাতা পৌর নির্বাচনের ফলাফলের পর সাংবাদিক সম্মেলনে তৃণমূলকে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (sukanta majumdar speaks about kmc election 2021 result) ৷
তাঁর দাবি, তৃণমূল প্রার্থী ফৈয়াজ আহমেদ খান 62 হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেছেন ৷ যার ব্যবধান মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও অনেক বেশি ৷ তাকেই মুখ্যমন্ত্রী করা উচিত ৷ মেয়র বা উপমুখ্যমন্ত্রী পদে ওনাকে বসানো উচিত ৷

সুকান্তবাবু এদিন বলেন, "সিপিআইএম একসময় এইভাবে কথা বলত । আমরা 235, ওরা 35 । আজকে সেই সিপিআইএমের বিধানসভায় কোনও আসন নেই । শাসকের সেই ট্র্যাডিশন মমতা বন্দ্যোপাধ্যায় নকল করছেন । আমরাই প্রধান বিরোধী । বামপন্থীরা তৃণমূলকে সাহায্য করেছে । এবার সেটাই ফিরিয়ে দিয়েছে তৃণমূল । ছাপ্পা ভোটে দু‘-একটা আসন সিপিআইএমকে দেওয়া হয়েছে ।"

সাংবাদিক সম্মেলনে সুকান্ত
কলকাতায় দ্বিতীয় শক্তি হিসাবে উঠে এসেছে বামেরা ৷ তা হলে কী প্রধান বিরোধী বামেরা ? এই প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‘কলকাতা থেকে আমরা গ্রামাঞ্চলে অনেক বেশি শক্তিশালী ৷ তবে আমরা আবেদন রাখব, সমস্ত পুরভোট কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে হওয়া উচিৎ। কয়েকটা নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে হলে ভোটের সঙ্গে হিংসার যে মিশ্রণ ঘটেছে তা বন্ধ হবে । কলকাতা ও হাওড়ায় তৃণমূল বেশি শক্তিশালী । সেই কারণেই এই দু‘টোতে আলাদা করে আগে ভোট করানো হয়েছে । আপনারা জেলার দিকে গেলে দেখবেন অনেক জায়গায় আমরা শক্তিশালী । শিলিগুড়ি বা আসানসোল বোর্ড আমরা দখল করব ৷ সেগুলিতে ওরা করলেন না ভোট । মানুষকে বোঝানো হচ্ছে যে বিজেপি নয়, সিপিআইএম প্রধান বিরোধী ।’’

আরও পড়ুন : Meena Devi Purohit on kMC Result :সন্ত্রাস হেরেছে, মানুষের সমর্থন জিতেছে ; জয়ের পর প্রতিক্রিয়া মীনাদেবী পুরোহিতের

কলকাতা, 21 ডিসেম্বর : কলকাতা পৌর নির্বাচনের ফলাফলের পর সাংবাদিক সম্মেলনে তৃণমূলকে একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (sukanta majumdar speaks about kmc election 2021 result) ৷
তাঁর দাবি, তৃণমূল প্রার্থী ফৈয়াজ আহমেদ খান 62 হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেছেন ৷ যার ব্যবধান মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও অনেক বেশি ৷ তাকেই মুখ্যমন্ত্রী করা উচিত ৷ মেয়র বা উপমুখ্যমন্ত্রী পদে ওনাকে বসানো উচিত ৷

সুকান্তবাবু এদিন বলেন, "সিপিআইএম একসময় এইভাবে কথা বলত । আমরা 235, ওরা 35 । আজকে সেই সিপিআইএমের বিধানসভায় কোনও আসন নেই । শাসকের সেই ট্র্যাডিশন মমতা বন্দ্যোপাধ্যায় নকল করছেন । আমরাই প্রধান বিরোধী । বামপন্থীরা তৃণমূলকে সাহায্য করেছে । এবার সেটাই ফিরিয়ে দিয়েছে তৃণমূল । ছাপ্পা ভোটে দু‘-একটা আসন সিপিআইএমকে দেওয়া হয়েছে ।"

সাংবাদিক সম্মেলনে সুকান্ত
কলকাতায় দ্বিতীয় শক্তি হিসাবে উঠে এসেছে বামেরা ৷ তা হলে কী প্রধান বিরোধী বামেরা ? এই প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‘কলকাতা থেকে আমরা গ্রামাঞ্চলে অনেক বেশি শক্তিশালী ৷ তবে আমরা আবেদন রাখব, সমস্ত পুরভোট কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে হওয়া উচিৎ। কয়েকটা নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে হলে ভোটের সঙ্গে হিংসার যে মিশ্রণ ঘটেছে তা বন্ধ হবে । কলকাতা ও হাওড়ায় তৃণমূল বেশি শক্তিশালী । সেই কারণেই এই দু‘টোতে আলাদা করে আগে ভোট করানো হয়েছে । আপনারা জেলার দিকে গেলে দেখবেন অনেক জায়গায় আমরা শক্তিশালী । শিলিগুড়ি বা আসানসোল বোর্ড আমরা দখল করব ৷ সেগুলিতে ওরা করলেন না ভোট । মানুষকে বোঝানো হচ্ছে যে বিজেপি নয়, সিপিআইএম প্রধান বিরোধী ।’’

আরও পড়ুন : Meena Devi Purohit on kMC Result :সন্ত্রাস হেরেছে, মানুষের সমর্থন জিতেছে ; জয়ের পর প্রতিক্রিয়া মীনাদেবী পুরোহিতের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.