ETV Bharat / state

KIFF 22: কলকাতার চলচ্চিত্র উৎসব মিঠুনকে ছাড়া অসম্পূর্ণ, ক্ষোভ সুকান্তর

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধন হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) ৷ উদ্বোধনী অনুষ্ঠান, অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, অনেক তারকা উপস্থিত ছিলেন ৷ কিন্তু ছিলেন না মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ৷ সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷

author img

By

Published : Dec 15, 2022, 7:01 PM IST

Sukanta Majumdar says KIFF is incomplete without Mithun Chakraborty
KIFF 22: কলকাতার চলচ্চিত্র উৎসব মিঠুনকে ছাড়া অসম্পূর্ণ, ক্ষোভ সুকান্তর

কলকাতা, 15 ডিসেম্বর: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) উদ্বোধন উপলক্ষ্যে বৃহস্পতিবার কলকাতায় চাঁদের হাট বসেছে ৷ অমিতাভ থেকে শাহরুখ, ভারতীয় সিনেমার তাবড় তারকারা উপস্থিত হয়েছেন উদ্বোধনী মঞ্চে ৷ তা সত্ত্বেও এই অনুষ্ঠানকে অসম্পূর্ণ বলে মনে করছেন বঙ্গ বিজেপির (BJP) সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ তাঁর মতে, কলকাতার চলচ্চিত্র উৎসব মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) ছাড়া অসম্পূর্ণ ৷

বৃহস্পতিবার বিকেলে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয় ৷ সেই উদ্বোধন চলাকালীনই টুইট করে এই ক্ষোভ প্রকাশ করেন বালুরঘাটের সাংসদ ৷ টুইটারে তিনি লিখেছেন, ‘‘কলকাতার চলচ্চিত্র উৎসব মিঠুন চক্রবর্তীকে ছাড়া অসম্পূর্ণ ৷ অন্য রাজ্য থেকে সুপারস্টারদের ডেকে আনছেন এবং আপনার রাজ্যের সুপারস্টারকে এড়িয়ে যাচ্ছেন, এর অর্থ কী ? শিল্পের ক্ষেত্রে রাজনীতিকে দূরে রাখতে হবে ।’’ টুইটটি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) ট্যাগ করেছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, টলিউড থেকে বলিউড হয়ে দেশের বিভিন্ন ভাষার সিনেমায় অবাধ বিচরণ মিঠুন চক্রবর্তীর ৷ বাঙালি অভিনেতাদের মধ্যে তিনি অবশ্যই উল্লেখযোগ্য স্থান পান ৷ সেই মিঠুনকেই ডাকা হয়নি এবার ৷ অথচ এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), জয়া বচ্চন, শাহরুখ খান (Shah Rukh Khan), মহেশ ভাট, রানি মুখোপাধ্যায়ের মতো বলিউডি তারকা ৷ শাহরুখকে পাশে নিয়েই বসেছিলেন মুখ্যমন্ত্রী ৷

কেন মিঠুন ব্রাত্য থেকে গেলেন ? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে এই প্রশ্নের উত্তর নিজের টুইটের শেষ অংশে নিজেই দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ৷ যেখানে তিনি লিখেছেন, ‘‘শিল্পের ক্ষেত্রে রাজনীতিকে দূরে রাখতে হবে ।’’

প্রসঙ্গত, বাম আমলে সিপিএমের (CPIM) সুভাষ চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল পর্দার মহাগুরুর ৷ পরে তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সম্পর্ক ভালো হয় ৷ তাঁকে তৃণমূল কংগ্রেসের প্রচারেও দেখা যায় ৷ তিনি রাজ্যসভায় তৃণমূলের সাংসদও হয়েছিলেন ৷ কিন্তু চিটফান্ড কাণ্ডে নাম জড়ানোর পর তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতি থেকে দূরে সরে যান ৷

2021 সালের মার্চে বঙ্গ রাজনীতির ময়দানে আবার তাঁর আবির্ভাব হয় ৷ একেবারে ব্রিগেডের মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সভায় তিনি বিজেপিতে যোগ দেন ৷ তার পর গতবছর বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে প্রচার করেন ৷ বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটিতেও তাঁকে জায়গা দেওয়া হয়েছে ৷ সম্প্রতি জেলা সফর করে গিয়েছেন ৷ সেই সফরে তাঁকে তৃণমূলকে (Trinamool Congress) আক্রমণও করতে দেখা গিয়েছে ৷ তবে মমতার সমালোচনা তিনি সরাসরি কখনও করেননি ৷

রাজনৈতিক মহলের মতে, বাংলা তথা ভারতীয় সিনেমায় অবদান থাকলেও শুধুমাত্র বিজেপি নেতা হওয়ার কারণেই হয়তো মিঠুনকে ডাকা হয়নি কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে ৷

এই নিয়ে মিঠুন অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি ৷ কিন্তু তাঁর দলের রাজ্য সভাপতি তাঁকে বঞ্চনা করা নিয়ে সরব হয়েছেন ৷ এখন দেখার তৃণমূলের তরফে এর কী প্রতিক্রিয়া দেওয়া হয় ৷

আরও পড়ুন: শহরে তারকার হাট, কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন অমিতাভ

কলকাতা, 15 ডিসেম্বর: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) উদ্বোধন উপলক্ষ্যে বৃহস্পতিবার কলকাতায় চাঁদের হাট বসেছে ৷ অমিতাভ থেকে শাহরুখ, ভারতীয় সিনেমার তাবড় তারকারা উপস্থিত হয়েছেন উদ্বোধনী মঞ্চে ৷ তা সত্ত্বেও এই অনুষ্ঠানকে অসম্পূর্ণ বলে মনে করছেন বঙ্গ বিজেপির (BJP) সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ তাঁর মতে, কলকাতার চলচ্চিত্র উৎসব মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) ছাড়া অসম্পূর্ণ ৷

বৃহস্পতিবার বিকেলে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয় ৷ সেই উদ্বোধন চলাকালীনই টুইট করে এই ক্ষোভ প্রকাশ করেন বালুরঘাটের সাংসদ ৷ টুইটারে তিনি লিখেছেন, ‘‘কলকাতার চলচ্চিত্র উৎসব মিঠুন চক্রবর্তীকে ছাড়া অসম্পূর্ণ ৷ অন্য রাজ্য থেকে সুপারস্টারদের ডেকে আনছেন এবং আপনার রাজ্যের সুপারস্টারকে এড়িয়ে যাচ্ছেন, এর অর্থ কী ? শিল্পের ক্ষেত্রে রাজনীতিকে দূরে রাখতে হবে ।’’ টুইটটি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) ট্যাগ করেছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, টলিউড থেকে বলিউড হয়ে দেশের বিভিন্ন ভাষার সিনেমায় অবাধ বিচরণ মিঠুন চক্রবর্তীর ৷ বাঙালি অভিনেতাদের মধ্যে তিনি অবশ্যই উল্লেখযোগ্য স্থান পান ৷ সেই মিঠুনকেই ডাকা হয়নি এবার ৷ অথচ এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), জয়া বচ্চন, শাহরুখ খান (Shah Rukh Khan), মহেশ ভাট, রানি মুখোপাধ্যায়ের মতো বলিউডি তারকা ৷ শাহরুখকে পাশে নিয়েই বসেছিলেন মুখ্যমন্ত্রী ৷

কেন মিঠুন ব্রাত্য থেকে গেলেন ? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে এই প্রশ্নের উত্তর নিজের টুইটের শেষ অংশে নিজেই দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ৷ যেখানে তিনি লিখেছেন, ‘‘শিল্পের ক্ষেত্রে রাজনীতিকে দূরে রাখতে হবে ।’’

প্রসঙ্গত, বাম আমলে সিপিএমের (CPIM) সুভাষ চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল পর্দার মহাগুরুর ৷ পরে তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সম্পর্ক ভালো হয় ৷ তাঁকে তৃণমূল কংগ্রেসের প্রচারেও দেখা যায় ৷ তিনি রাজ্যসভায় তৃণমূলের সাংসদও হয়েছিলেন ৷ কিন্তু চিটফান্ড কাণ্ডে নাম জড়ানোর পর তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতি থেকে দূরে সরে যান ৷

2021 সালের মার্চে বঙ্গ রাজনীতির ময়দানে আবার তাঁর আবির্ভাব হয় ৷ একেবারে ব্রিগেডের মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সভায় তিনি বিজেপিতে যোগ দেন ৷ তার পর গতবছর বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে প্রচার করেন ৷ বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটিতেও তাঁকে জায়গা দেওয়া হয়েছে ৷ সম্প্রতি জেলা সফর করে গিয়েছেন ৷ সেই সফরে তাঁকে তৃণমূলকে (Trinamool Congress) আক্রমণও করতে দেখা গিয়েছে ৷ তবে মমতার সমালোচনা তিনি সরাসরি কখনও করেননি ৷

রাজনৈতিক মহলের মতে, বাংলা তথা ভারতীয় সিনেমায় অবদান থাকলেও শুধুমাত্র বিজেপি নেতা হওয়ার কারণেই হয়তো মিঠুনকে ডাকা হয়নি কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে ৷

এই নিয়ে মিঠুন অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি ৷ কিন্তু তাঁর দলের রাজ্য সভাপতি তাঁকে বঞ্চনা করা নিয়ে সরব হয়েছেন ৷ এখন দেখার তৃণমূলের তরফে এর কী প্রতিক্রিয়া দেওয়া হয় ৷

আরও পড়ুন: শহরে তারকার হাট, কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন অমিতাভ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.