কলকাতা, 29 সেপ্টেম্বর: নবান্ন অভিযানের দিন বিজেপি কর্মীদেরকে হেনস্থা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'কপালে গুলি করা' সম্পর্কিত মন্তব্যর বিরুদ্ধে নগর দায়রা আদালতে মামলা করতে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ বৃহস্পতিবার আদালতে গেরুয়া শিবিরের এই মামলার বিরোধিতা করেন সরকারি কৌঁসুলী । এরপর আদালতকক্ষে তুমুল হট্টগোলের সৃষ্টি হয় । আর তাই মামলা না করেই ফিরতে হল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar at Bankshall Court Kolkata) ৷
এদিন সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন, "আমার আইনজীবীকে বার বার বাধা দেওয়া হয়েছে ৷ বার বার তাঁকে আটকে দেওয়া হয়েছে, যাতে তাঁর কথা শুনতে না পাই ৷" সুপ্রিম কোর্টের নির্দেশের কথা মনে করিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, "থানায় গিয়ে সুবিচার না পেলে তিনি মহামান্য আদালতের কাছে আসতে পারেন ৷ দুর্ভাগ্য যে, আমাদের আইনজীবী আদালতে যত বার এ কথা তুলে ধরতে চেয়েছেন, ততবারই বাধাপ্রাপ্ত হয়েছি ৷"
13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান ছিল ৷ এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাওড়া ও কলকাতায় বহু কর্মী, সমর্থক, নেতারা আসেন ৷ গেরুয়া শিবিরের অভিযান ঘিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতার বিভিন্ন জায়গা এবং হাওড়া ৷ পদ্ম শিবিরের অভিযোগ, এদিন শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিল তারা ৷ পুলিশ শাসক দলের নির্দেশে বিজেপি কর্মী-সমর্থকদের উপর অত্যাচার চালিয়েছে ৷ 14 তারিখ বহু কর্মীকে গ্রেফতার করা হয়েছে ৷
আরও পড়ুন: আমি পুলিশ হলে 'কপালে' গুলি চালাতাম, বিজেপির নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক অভিষেক
নবান্ন অভিযানের দিন পুলিশ-জনতা সংঘর্ষে আহত হন পুলিশ আধিকারিক দেবজিৎ চট্টোপাধ্যায় ৷ পরের দিন তাঁকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে দেখতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ পুলিশ আধিকারিককে দেখে বেরিয়ে তিনি (Abhishek Banerjee) বলেন, "কাল পুলিশ অত্যন্ত ধৈর্যের কাজ করেছে (Abhishek Talks Tough) ৷ আমি যদি পুলিশের জায়গায় থাকতাম, তাহলে আমি এখানে (কপালে) শ্যুট করতাম ৷"
তৃণমূল সাংসদের এই মন্তব্যের বিরুদ্ধেও মামলা দায়ের করতে এসেছিলেন সুকান্ত মজুমদার ৷ কিন্তু মামলা দায়ের না হওয়ায় তিনি বলেন, "প্রশাসন মামলা নিতে ভয় পাচ্ছে ৷ কারণ তাঁর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আমি জানি না, তিনি উপর থেকে এসছেন কি না !" তিনি আরও বলেন, "মাঝে মাঝে প্রমাণ করে দেখাতে হয় ৷ আমরা চোর চোর বলতাম ৷ কেউ বিশ্বাস করত না ৷ যখন বান্ধবীর বাড়ি থেকে লক্ষ লক্ষ কেটি কোটি টাকা উদ্ধার হল, তখন লোকে বিশ্বাস করছে ৷ আমরা যে বলছি প্রশাসন পক্ষপাতদুষ্ট ৷ সেটা জনগণের সামনে তুলে ধরতে হবে তো যে প্রশাসন নিরপেক্ষ নয় ৷"
আরও পড়ুন: 'আমার চ্যালেঞ্জ, কপালে গুলি করে দেখান', মমতা-অভিষেক-মহুয়াকে হুঁশিয়ারি অগ্নিমিত্রার