ETV Bharat / state

Sukanta attacks Mamata : 'শীঘ্রই মুখ্যমন্ত্রীর পালা আসছে !' কেন একথা বললেন সুকান্ত ?

আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar attacks Mamata Banerjee) ৷ কী বিষয়ে কথা বললেন তিনি ?

Sukanta Majumdar attacks Mamata Banerjee over Huge Cash Recovered in Kolkata
ফাইল ছবি
author img

By

Published : Feb 9, 2023, 7:27 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: "মনে হচ্ছে, ইডি একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের কাছে পৌঁছে গিয়েছে ! এবার খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর পালা আসতে চলেছে !" কলকাতায় ব্যবসায়ীর বাড়ি থেকে 1 কোটি 40 লক্ষ টাকা উদ্ধারের (Huge Cash Recovered in Kolkata) ঘটনায় এভাবেই রাজ্যের প্রশাসনিক প্রধানকে নিশানা করলেন বিরোধী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar attacks Mamata Banerjee) ৷

উল্লেখ্য, বুধবার ফের একবার শহর কলকাতায় উদ্ধার হয় 'কুবেরের ধর' ৷ বিখ্যাত একটি ধাবার মালিক মনজিৎ সিংয়ের অফিস এবং তাঁর পরিচিতের বাড়ি থেকে নগদ 1 কোটি 40 লক্ষ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ সেই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার একটি টুইট করেছেন সুকান্ত ৷ সেই টুইটে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই ফ্রেমে রয়েছেন মনজিৎ সিং ৷ টুইটে সুকান্ত লিখেছেন, "ইডির রেইডে কোটি কোটি, সব খেয়েছে হাওয়াই চটি ! শোনা যাচ্ছে, কয়লা কাণ্ডে যে বাড়িতে তল্লাশি হয়েছে, সেই বাড়ির মালিক নাকি মনজিৎ সিং গেরেওয়াল ৷ যিনি আবার দক্ষিণ কলকাতার তৃণমূলের হিন্দি সেলের সভাপতি ৷ দুর্নীতিকে আশ্রয় না-দিলে মাননীয়া দিদি কি হিন্দি শেখার জন্য তাঁকে নিযুক্ত করেছিলেন ?"

  • ইডির রেইডে কোটি কোটি, সব খেয়েছে হাওয়াই চটি!
    শোনা যাচ্ছে কয়লা কাণ্ডে যে বাড়িতে তল্লাশি হয়েছে, সেই বাড়ির মালিক নাকি মনজিত সিং গেরেওয়াল। যিনি আবার দক্ষিণ কলকাতার তৃণমূলের হিন্দি সেলের সভাপতি।
    দুর্নীতিকে আশ্রয় না দিলে মাননীয়া দিদি কি হিন্দ শেখার জন্য তাঁকে নিযুক্ত করেছিলেন? pic.twitter.com/tGbcuLRhBK

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) February 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দিদির দূতদের ঝাঁটা পিটিয়ে বিদায় করছেন গ্রামের মানুষ, কটাক্ষ সুকান্তর

ইডি সূত্রে দাবি করা হচ্ছে, কয়লা পাচারের টাকা ঘুরপথে এসেছিল মনজিৎ সিংয়ের হাতে ৷ সেই প্রসঙ্গে এদিন সুকান্ত বলেন, "ইডি দাবি করেছে, মনজিৎ সিংয়ের অফিস এবং তার কিছু পরিচিত মানুষের বাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে ! কিন্তু, আমি ইডির এই পারফরম্য়ান্সে খুবই হতাশ ৷ কারণ, বাংলা শুধু দেড় কোটি টাকা উদ্ধার হওয়ার মতো জায়গা নয় ! যদি আরও কোটি কোটি টাকা বের হত, তাহলে আমি খুশি হতাম ৷ এই ঘটনায় মনজিৎ সিং বলে যাঁর নাম উঠে এসেছে, তিনি নাকি একটি ধাবা চেইনের মালিক ৷ এই ভদ্রলোকের সঙ্গে মুখ্যমন্ত্রীর এক আত্মীয়ের এত নিবিড় সম্পর্ক কেন ? বাংলার মানুষ এসব জানতে চায় ৷ অবশ্য সমস্যায় পড়লে মুখ্যমন্ত্রী নিজের পরিবারের লোককেও চিনতে পারেন না ৷ ইডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের কাছে পৌঁছে গিয়েছে মনে হচ্ছে ! এবার খুব শীঘ্র মুখ্যমন্ত্রীর পালা আসতে চলেছে !"

সুকান্ত আরও দাবি করেছেন, "শুনলাম এই ভদ্রলোকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভাইয়ের নিবিড় সম্পর্ক রয়েছে ৷ কার্তিক, গণেশ অনেকেই আছেন ৷ এই বিষয়ে আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি ৷ ইডি যেমন তদন্ত করছে, করুক ৷ কিন্তু আদালত দেখুক ঠিকভাবে তদন্ত চলছে কি না !" এছাড়া, এদিন মদন মিত্রের শিক কাবাব সংক্রান্ত মন্তব্য়েরও সমালোচনা করেন সুকান্ত ৷

কলকাতা, 9 ফেব্রুয়ারি: "মনে হচ্ছে, ইডি একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের কাছে পৌঁছে গিয়েছে ! এবার খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর পালা আসতে চলেছে !" কলকাতায় ব্যবসায়ীর বাড়ি থেকে 1 কোটি 40 লক্ষ টাকা উদ্ধারের (Huge Cash Recovered in Kolkata) ঘটনায় এভাবেই রাজ্যের প্রশাসনিক প্রধানকে নিশানা করলেন বিরোধী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar attacks Mamata Banerjee) ৷

উল্লেখ্য, বুধবার ফের একবার শহর কলকাতায় উদ্ধার হয় 'কুবেরের ধর' ৷ বিখ্যাত একটি ধাবার মালিক মনজিৎ সিংয়ের অফিস এবং তাঁর পরিচিতের বাড়ি থেকে নগদ 1 কোটি 40 লক্ষ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ সেই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার একটি টুইট করেছেন সুকান্ত ৷ সেই টুইটে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই ফ্রেমে রয়েছেন মনজিৎ সিং ৷ টুইটে সুকান্ত লিখেছেন, "ইডির রেইডে কোটি কোটি, সব খেয়েছে হাওয়াই চটি ! শোনা যাচ্ছে, কয়লা কাণ্ডে যে বাড়িতে তল্লাশি হয়েছে, সেই বাড়ির মালিক নাকি মনজিৎ সিং গেরেওয়াল ৷ যিনি আবার দক্ষিণ কলকাতার তৃণমূলের হিন্দি সেলের সভাপতি ৷ দুর্নীতিকে আশ্রয় না-দিলে মাননীয়া দিদি কি হিন্দি শেখার জন্য তাঁকে নিযুক্ত করেছিলেন ?"

  • ইডির রেইডে কোটি কোটি, সব খেয়েছে হাওয়াই চটি!
    শোনা যাচ্ছে কয়লা কাণ্ডে যে বাড়িতে তল্লাশি হয়েছে, সেই বাড়ির মালিক নাকি মনজিত সিং গেরেওয়াল। যিনি আবার দক্ষিণ কলকাতার তৃণমূলের হিন্দি সেলের সভাপতি।
    দুর্নীতিকে আশ্রয় না দিলে মাননীয়া দিদি কি হিন্দ শেখার জন্য তাঁকে নিযুক্ত করেছিলেন? pic.twitter.com/tGbcuLRhBK

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) February 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দিদির দূতদের ঝাঁটা পিটিয়ে বিদায় করছেন গ্রামের মানুষ, কটাক্ষ সুকান্তর

ইডি সূত্রে দাবি করা হচ্ছে, কয়লা পাচারের টাকা ঘুরপথে এসেছিল মনজিৎ সিংয়ের হাতে ৷ সেই প্রসঙ্গে এদিন সুকান্ত বলেন, "ইডি দাবি করেছে, মনজিৎ সিংয়ের অফিস এবং তার কিছু পরিচিত মানুষের বাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে ! কিন্তু, আমি ইডির এই পারফরম্য়ান্সে খুবই হতাশ ৷ কারণ, বাংলা শুধু দেড় কোটি টাকা উদ্ধার হওয়ার মতো জায়গা নয় ! যদি আরও কোটি কোটি টাকা বের হত, তাহলে আমি খুশি হতাম ৷ এই ঘটনায় মনজিৎ সিং বলে যাঁর নাম উঠে এসেছে, তিনি নাকি একটি ধাবা চেইনের মালিক ৷ এই ভদ্রলোকের সঙ্গে মুখ্যমন্ত্রীর এক আত্মীয়ের এত নিবিড় সম্পর্ক কেন ? বাংলার মানুষ এসব জানতে চায় ৷ অবশ্য সমস্যায় পড়লে মুখ্যমন্ত্রী নিজের পরিবারের লোককেও চিনতে পারেন না ৷ ইডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের কাছে পৌঁছে গিয়েছে মনে হচ্ছে ! এবার খুব শীঘ্র মুখ্যমন্ত্রীর পালা আসতে চলেছে !"

সুকান্ত আরও দাবি করেছেন, "শুনলাম এই ভদ্রলোকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভাইয়ের নিবিড় সম্পর্ক রয়েছে ৷ কার্তিক, গণেশ অনেকেই আছেন ৷ এই বিষয়ে আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি ৷ ইডি যেমন তদন্ত করছে, করুক ৷ কিন্তু আদালত দেখুক ঠিকভাবে তদন্ত চলছে কি না !" এছাড়া, এদিন মদন মিত্রের শিক কাবাব সংক্রান্ত মন্তব্য়েরও সমালোচনা করেন সুকান্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.