কলকাতা, 31 অগস্ট: পৌরনিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকে তলব করেছে সিবিআই ৷ গত কয়েকদিন ধরেই এই খবরে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ আজ তিনি নিজাম প্যালেসে হাজিরা দেবেন কি না, তা নিয়েও ধোঁয়াশা ছিল ৷ তবে স্বয়ং সুজিত বসু আজ ফের সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন যে, তিনি সিবিআইয়ের কোনও নোটিশ পাননি ৷ নোটিশ পেলে নিশ্চয়ই যাবেন ৷ তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে বলে এ দিন ফের অভিযোগ করেছেন সুজিত বসু ৷
বৃহস্পতিবার শ্রীভূমি স্পোর্টিং-এ সাংবাদিক বৈঠক করে সুজিত বসু জানান যে, তাঁর কাছে সিবিআইয়ের কোনও চিঠি আসেনি ৷ তাঁর কথায়,
"বলা হচ্ছে যে, আমাকে 31 অগস্ট 2023-এ সিবিআই দফতরে উপস্থিত থাকতে বলা হয়েছে ৷ আপনাদের মধ্যে কোনও কোনও সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছেন যে, আমি কোনও নোটিশ পেয়েছি কি না ৷ আমি প্রথম দিন থেকে বলছি যে, আমি এ রকম কোনও নোটিশ পাইনি ৷ আমি বলেছিলাম যে, সিবিআই থেকে আমি যদি কোনও নোটিশ পাই, তাহলে নিশ্চয়ই যাব ৷ যদি সে দিন কলকাতা শহরে কোনও বিপর্যয় না হয় ৷ আমি এই সাংবাদিক সম্মেলনটি ডেকেছি এটা বলতে যে, আমি আজ পর্যন্ত কোনও নোটিশ সিবিআইয়ের কাছ থেকে পাইনি ৷"
এ কথা জানানোর পরই ফের তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন সুজিত বসু ৷ তাঁর মতে, তাঁর রাজনীতিক জীবনকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে ৷ সুজিত বসুর কথায়,
"আমার মনে হচ্ছে, সংবাদমাধ্যমের একটি অংশ, কিছু স্বার্থান্বেষী লোক আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করছে ৷ এই সব মানুষ আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কালি ছেটানোর চেষ্টা করছে ৷ কিন্তু কোনও দিন তা সফল হবে না ৷ কারণ আমার সঙ্গে অগণিত মানুষের সমর্থন আছে ৷ এবং আমি তাঁদের সুখ-দুঃখের সাথী, তাঁরা আমাকে বিশ্বাস করেন ৷ আমি দাবি করছি, যত তাড়াতাড়ি সম্ভব এই নোংরা ষড়যন্ত্র ও অপপ্রচারের পেছনে কারা যুক্ত আছেন তা প্রকাশ্যে আসুক ৷" দমকলমন্ত্রীর মতে, তাঁর সঙ্গে যেটা হচ্ছে সেটা ব়্যাগিং ছাড়া আর কিছু নয় ৷
প্রসঙ্গত, 24 অগস্ট খবর রটে যে, পৌরনিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকে সিবিআই ডেকে পাঠিয়েছে । আজ 11টার সময় তাঁকে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে বলে জানা যায় ৷ সূত্রের মারফৎ জানা যায় যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, 2016 সালে পৌরনিয়োগে দুর্নীতি হয়েছিল । সেই সময় দক্ষিণ দমদম পৌরসভার উপ-প্রধান ছিলেন তৃণমূল নেতা সুজিত বসু । তাই এই বিষয়ে তাঁকে প্রশ্ন করতে পারে সিবিআই ।
আরও পড়ুন: সিবিআই দফতরে আজ হাজিরা, নিজাম প্যালেসে সুজিতের আসা নিয়ে সংশয়