কলকাতা, 28 জুলাই: ফের আদালতের দ্বারস্থ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু । বৃহস্পতিবার নিম্ন আদালতের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এ বার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার আবেদন জানালেন তিনি । আবারও জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় বন্দি সুজয়কৃষ্ণ ভদ্র ।
হাইকোর্টের দ্বারস্থ সুজয়কৃষ্ণ ভদ্র: বৃহস্পতিবার নিম্ন আদালত নির্দেশ দেয় যে, সুজয়কৃষ্ণ ভদ্রকে তাঁর চিকিৎসা বা অস্ত্রোপচার করাতে হবে এসএসকেএম-এ । সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কালীঘাটের কাকু । তিনি আর্জি জানিয়েছেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ দিক আদালত । এবং চিকিৎসা করানোর জন্য তাঁর জামিন মঞ্জুর করা হোক । এই মর্মেই কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন তিনি ৷ তাঁর মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী । সুজয়কৃষ্ণ ভদ্রকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ।
আরও পড়ুন: কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে বাধা নেই, নির্দেশ হাইকোর্টের
কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে অনুমতি আদালতের: এর আগে, নিম্ন আদালত তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে নির্দেশ দিয়েছিল । সেই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র । তাতে গত 20 জুলাই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, আপাতত কণ্ঠস্বরের নমুনা গ্রহণে বাধা নেই ।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশে আরও বলেন, আদালত এই পরিস্থিতিতে তদন্তকারী সংস্থার নথিপত্র সংগ্রহ করার বিষয়কেই বেশি গুরুত্ব দিচ্ছে । কিন্তু কণ্ঠস্বরের নমুনা আদৌ তদন্তের কাজে লাগবে কি না, সেটি আদৌ গুরুত্বপূর্ণ কি না, সে বিষয়ে আদালত পরে বিচার করবে । 18 অগস্ট ফের শুনানি হবে এই মামলার । নিম্ন আদালত 14 জুলাই সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা গ্রহণ করতে যে নির্দেশ দিয়েছিল, তাতে হস্তক্ষেপ করেনি হাইকোর্ট ।
বেসরকারি হাসপাতালে চিকিৎসা চান সুজয়কৃষ্ণ: তাঁকে বাইপাস সার্জারি করাতে হবে বলে আদালতে জানিয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ৷ তিনি কোনও বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করাতে চান বলে জানিয়ে বৃহস্পতিবার জামিনের আবেদন করেছিলেন ৷ তবে তাঁর আবেদন খারিজ করে দেয় ব্যাংকশাল আদালত ৷ আদালত জানিয়ে দেয়. এসএসকেএম-এই চিকিৎসা করাতে হবে 'কালীঘাটের কাকু'কে ৷