কলকাতা, 4 জুন : কেন্দ্রীয় দলের সঙ্গে দেখা করার অপেক্ষায় বাম পরিষদীয় দল। আজ সাত সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল বাংলায় আসছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি দিয়ে কেন্দ্রীয় দলের সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছেন বাম দলনেতা সুজন চক্রবর্তী। সেই সঙ্গে একটি চিঠি দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকেও। যদিও স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এখনও পর্যন্ত কোনও উত্তর আসেনি ৷
সুজন চক্রবর্তী জানিয়েছেন, "মূলত কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে বিধ্বস্ত বাংলার চিত্র তুলে ধরা হবে। দুই ২৪ পরগনা, মেদিনীপুর, নদিয়ার সিংহ ভাগের বিপর্যস্ত মানুষের দুর্দশার তথ্য তুলে দেওয়া হবে কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের হাতে। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং গীতাঞ্জলি আবাস যোজনার বহু বাড়ি ভেঙে পড়েছে অথবা তার ছাউনি উড়ে গিয়েছে। সংশ্লিষ্ট ভেঙে পড়া বাড়িগুলির পাকা ছাদের জন্য আবেদনও জানানো হবে। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের দেওয়া আর্থিক অনুদানের অঙ্কের হিসাব বাড়ানোর জন্যও আমরা আবেদন জানাবো।" পাশাপাশি ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকার মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ ও আর্থিক সাহায্যের জন্যও কেন্দ্রীয় টিমের নেতৃত্বের কাছে আবেদন "
আমফানের জেরে সুন্দরবন এলাকায় চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। নোনা জলে চাষের জমি নষ্ট করে দিয়েছে। পানীয় জলের সংকট দেখা দিয়েছে বিস্তীর্ণ সুন্দরবন অঞ্চলে। মানুষের বাসস্থান এবং কর্মসংস্থান সুনিশ্চিত করার জন্যও কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে আবেদন জানাবে