ETV Bharat / state

শালবনি হাসপাতালের দায়িত্ব জিন্দালদের কেন, মুখ্যমন্ত্রীকে চিঠি সুজনের - sujan

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী। শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে একটি শিল্পগোষ্ঠীর হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদেই এই চিঠি।

ফাইল ফোটো
author img

By

Published : Feb 19, 2019, 7:00 AM IST

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি দিলেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী। শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল একটি শিল্পগোষ্ঠীর হাতে তুলে দেওয়ার প্রতিবাদে এই চিঠি। তাঁর দাবি, হাসপাতালটি যাতে দ্রুত সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়।

সুজন চক্রবর্তী চিঠিতে লিখেছেন, সম্পূর্ণ সরকারি অর্থানুকূল্যে তৈরি শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল জিন্দাল শিল্পগোষ্ঠীর হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি এই ঘটনা নজিরবিহীন বলে ব্যাখ্যা করেছেন। তিনি লেখেন, কেন্দ্রীয় BRGF প্রকল্পের সহায়তায় রাজ্যে অনেকগুলি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। নির্মাণকার্য অনেকাংশেই সম্পূর্ণ হয়েছে। হাসপাতালগুলিকে নীল সাদা রংও করা হয়েছে। তাঁর দাবি, এই হাসপাতালগুলি সরকার যাতে দ্রুত চালু করে। হাসপাতালের পরিকাঠামো, যন্ত্রপাতি, চিকিৎসার উপকরণ সমূহকে সম্পূর্ণভাবে যেন সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ব্যবহার করা হয়।

তিনি মুখ্যমন্ত্রীকে আরও লিখেছেন, শালবনিতে জিন্দাল গোষ্ঠীর প্রস্তাবিত ৩৫ হাজার কোটি টাকার ইস্পাত কারখানার পরিবর্তে মাত্র ৫০০ কোটি টাকা বিনিয়োগে একটি সিমেন্ট তৈরির কারখানার প্রস্তুতি চলছে। এই শিল্পগোষ্ঠীর হাতে সরকারি হাসপাতাল কেন তুলে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সুজনবাবু জানিয়েছেন, ভারতীয় রাজনীতিতে সাম্প্রতিককালে রাজনৈতিক নেতা, আমলাতন্ত্র এবং ব্যবসায়ীদের একটি শক্তিশালী চক্র 'ধান্দার অর্থনীতি' গড়ে তোলার জন্য সক্রিয় হয়েছে। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রীও অনেকবার অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিভিন্ন শিল্প গোষ্ঠীরা প্রচুর বাড়তি সুযোগ-সুবিধা পায়। একটি তৈরি হওয়া হাসপাতাল জিন্দাল গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার ঘটনা তার সাথেই তুলনীয় কি না এই প্রশ্ন করেছেন তিনি।

undefined

২০১৬ অর্থবর্ষে BJP শাসিত রাজস্থানে বহুসংখ্যক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালনার দায়িত্ব থেকে সরকার সরে এসেছিল। ২০১৮ অর্থবর্ষে BJP শাসিত ছত্রিশগড়ে ও উত্তরপ্রদেশে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। সেই প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, শালবনির এই ঘটনায় রাজ্য সরকার বস্তুতপক্ষে BJP-র নীতিকেই মান্যতা দিচ্ছে। এই প্রচেষ্টাকে তিনি অনৈতিক, রীতি বহির্ভূত এবং জনস্বার্থ বিরোধী বলেছেন। এই পদক্ষেপ বন্ধ হওয়া উচিত বলেও জানিয়েছেন।

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি দিলেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী। শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল একটি শিল্পগোষ্ঠীর হাতে তুলে দেওয়ার প্রতিবাদে এই চিঠি। তাঁর দাবি, হাসপাতালটি যাতে দ্রুত সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়।

সুজন চক্রবর্তী চিঠিতে লিখেছেন, সম্পূর্ণ সরকারি অর্থানুকূল্যে তৈরি শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল জিন্দাল শিল্পগোষ্ঠীর হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি এই ঘটনা নজিরবিহীন বলে ব্যাখ্যা করেছেন। তিনি লেখেন, কেন্দ্রীয় BRGF প্রকল্পের সহায়তায় রাজ্যে অনেকগুলি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। নির্মাণকার্য অনেকাংশেই সম্পূর্ণ হয়েছে। হাসপাতালগুলিকে নীল সাদা রংও করা হয়েছে। তাঁর দাবি, এই হাসপাতালগুলি সরকার যাতে দ্রুত চালু করে। হাসপাতালের পরিকাঠামো, যন্ত্রপাতি, চিকিৎসার উপকরণ সমূহকে সম্পূর্ণভাবে যেন সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ব্যবহার করা হয়।

তিনি মুখ্যমন্ত্রীকে আরও লিখেছেন, শালবনিতে জিন্দাল গোষ্ঠীর প্রস্তাবিত ৩৫ হাজার কোটি টাকার ইস্পাত কারখানার পরিবর্তে মাত্র ৫০০ কোটি টাকা বিনিয়োগে একটি সিমেন্ট তৈরির কারখানার প্রস্তুতি চলছে। এই শিল্পগোষ্ঠীর হাতে সরকারি হাসপাতাল কেন তুলে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সুজনবাবু জানিয়েছেন, ভারতীয় রাজনীতিতে সাম্প্রতিককালে রাজনৈতিক নেতা, আমলাতন্ত্র এবং ব্যবসায়ীদের একটি শক্তিশালী চক্র 'ধান্দার অর্থনীতি' গড়ে তোলার জন্য সক্রিয় হয়েছে। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রীও অনেকবার অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিভিন্ন শিল্প গোষ্ঠীরা প্রচুর বাড়তি সুযোগ-সুবিধা পায়। একটি তৈরি হওয়া হাসপাতাল জিন্দাল গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার ঘটনা তার সাথেই তুলনীয় কি না এই প্রশ্ন করেছেন তিনি।

undefined

২০১৬ অর্থবর্ষে BJP শাসিত রাজস্থানে বহুসংখ্যক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালনার দায়িত্ব থেকে সরকার সরে এসেছিল। ২০১৮ অর্থবর্ষে BJP শাসিত ছত্রিশগড়ে ও উত্তরপ্রদেশে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। সেই প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, শালবনির এই ঘটনায় রাজ্য সরকার বস্তুতপক্ষে BJP-র নীতিকেই মান্যতা দিচ্ছে। এই প্রচেষ্টাকে তিনি অনৈতিক, রীতি বহির্ভূত এবং জনস্বার্থ বিরোধী বলেছেন। এই পদক্ষেপ বন্ধ হওয়া উচিত বলেও জানিয়েছেন।

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.