ETV Bharat / state

জীবিকা সেবকদের বেতন দেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সুজন চক্রবর্তীর

author img

By

Published : Apr 17, 2020, 8:35 PM IST

জীবিকা সেবকরা বেতন পাচ্ছেন না অনেকদিন হয়ে গেল । অতীতে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন জীবিকা সেবকদের জন্য যথাযথ ব্যবস্থা নেবেন । তাই ফের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন সুজন চক্রবর্তী ।

sujan chakraborty gave letter to cm about caretakers in kolkata , west bengal
জীবিকা সেবকদের বেতন দেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সুজন চক্রবর্তীর

কলকাতা, 17 এপ্রিল : রাজ্যের জীবিকা সেবকদের সমস্যার কথা জানিয়ে আজ মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । অতীতেও একবার চিঠি দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীকে । জীবিকা সেবকরা বেতন পাচ্ছেন না অনেকদিন হয়ে গেল । অতীতে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, জীবিকা সেবকদের জন্য যথাযথ ব্যবস্থা নেবেন । এই পরিবর্তিত পরিস্থিতিতে এখনও পর্যন্ত জীবিকা সেবকদের বেতন না হওয়ায় উদ্বেগপ্রকাশ করেছেন সুজন চক্রবর্তী ।

শিক্ষিত এবং বিশেষ প্রশিক্ষিত জীবিকা সেবকরা পঞ্চায়েত এলাকায় কৃষি, সেচ এবং পশুপালন সংক্রান্ত কাজের দায়িত্ব পালন করেন । কোরোনা সংক্রমণের সময়ও আধিকারিকদের তৈরি কাজের রোস্টার অনুযায়ী, ঝুঁকিপূর্ণ কাজেও তাঁরা যুক্ত । অথচ বেতন পাচ্ছেন না তাঁরা । কোয়ারান্টাইন সেন্টারেও কাজ করতে হচ্ছে তাঁদের ।

সুজনবাবু বলেন, "দুর্ভাগ্যের এই যে, রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে কর্মরত জীবিকা সেবকরা বেতন পাচ্ছেন না । কেন্দ্রীয় সরকারের BRGF প্রকল্পের অধীনে তাঁরা মাসে 4 হাজার টাকা ভাতা পেতেন । কিন্তু এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার সরে আসার পর থেকেই আর টাকা পাচ্ছেন না তাঁরা । "

তিনি আরও বলেন, "রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী একসময় এদের কর্মচ্যুত না করার কথা দিয়েছিলেন । সেই থেকেই তাঁরা কাজে বহাল রয়েছেন । 12টি জেলায় বর্তমানে জীবিকা সেবক মাত্র 918 জন । পঞ্চায়েত দপ্তরের অধীনে কাজ করেছেন এইসব জীবিকা সেবকরা । তাঁরা প্রত্যেকেই শিক্ষিত, দায়িত্ব সম্পন্ন । কিন্তু বড় অসহায় ৷ " বলেন, "মুখ্যমন্ত্রী পারেন এঁদের সহায় হতে । প্রাপ্য ভাতা দ্রুত মেটাবার জন্য তাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি ৷ "

কলকাতা, 17 এপ্রিল : রাজ্যের জীবিকা সেবকদের সমস্যার কথা জানিয়ে আজ মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । অতীতেও একবার চিঠি দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীকে । জীবিকা সেবকরা বেতন পাচ্ছেন না অনেকদিন হয়ে গেল । অতীতে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, জীবিকা সেবকদের জন্য যথাযথ ব্যবস্থা নেবেন । এই পরিবর্তিত পরিস্থিতিতে এখনও পর্যন্ত জীবিকা সেবকদের বেতন না হওয়ায় উদ্বেগপ্রকাশ করেছেন সুজন চক্রবর্তী ।

শিক্ষিত এবং বিশেষ প্রশিক্ষিত জীবিকা সেবকরা পঞ্চায়েত এলাকায় কৃষি, সেচ এবং পশুপালন সংক্রান্ত কাজের দায়িত্ব পালন করেন । কোরোনা সংক্রমণের সময়ও আধিকারিকদের তৈরি কাজের রোস্টার অনুযায়ী, ঝুঁকিপূর্ণ কাজেও তাঁরা যুক্ত । অথচ বেতন পাচ্ছেন না তাঁরা । কোয়ারান্টাইন সেন্টারেও কাজ করতে হচ্ছে তাঁদের ।

সুজনবাবু বলেন, "দুর্ভাগ্যের এই যে, রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে কর্মরত জীবিকা সেবকরা বেতন পাচ্ছেন না । কেন্দ্রীয় সরকারের BRGF প্রকল্পের অধীনে তাঁরা মাসে 4 হাজার টাকা ভাতা পেতেন । কিন্তু এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার সরে আসার পর থেকেই আর টাকা পাচ্ছেন না তাঁরা । "

তিনি আরও বলেন, "রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী একসময় এদের কর্মচ্যুত না করার কথা দিয়েছিলেন । সেই থেকেই তাঁরা কাজে বহাল রয়েছেন । 12টি জেলায় বর্তমানে জীবিকা সেবক মাত্র 918 জন । পঞ্চায়েত দপ্তরের অধীনে কাজ করেছেন এইসব জীবিকা সেবকরা । তাঁরা প্রত্যেকেই শিক্ষিত, দায়িত্ব সম্পন্ন । কিন্তু বড় অসহায় ৷ " বলেন, "মুখ্যমন্ত্রী পারেন এঁদের সহায় হতে । প্রাপ্য ভাতা দ্রুত মেটাবার জন্য তাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.