ETV Bharat / state

Sujan Slams Mamata: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা-বন্দুকের মহড়া, সুজনের নিশানায় মমতা - Mayor Firhad Hakim

একের পর এক বোমা উদ্ধার ও বিস্ফোরণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister Mamata Banerjee) এক হাত নিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷ পুলিশমন্ত্রীকে বদল করার দাবি তুললেন তিনি ৷

Sujan Chakraborty
সুজন চক্রবর্তী
author img

By

Published : Feb 5, 2023, 7:35 PM IST

সুজনের নিশানায় মমতা

কলকাতা, 5 ফেব্রুয়ারি: বীরভূম, মালদার পর বাসন্তী, প্রায় প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও বোমা উদ্ধারের ঘটনা সামনে আসছে । কোথাও গুলি চলছে । মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের । যেন পঞ্চায়েত নির্বাচনের আগে 'বোমা-বন্দুকের মহড়া' চলছে, এমনটাই অভিযোগ বিরোধীদের । বীরভূমের মাড়গ্রামের ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে । ঘটনায় বদলি করা হয়েছে পুলিশ সুপারকে । তারপরও কী পরিস্থিতির বদল ঘটবে, প্রশ্ন তুলছেন সিপিআইএমের পলিটব্যুরো সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ।

রবিবার বোমা-বন্দুক-মৃত্যুর ঘটনায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister Mamata Banerjee) দায়ী করেছেন । ঘটনায় পুলিশ সুপার নয়, পুলিশমন্ত্রীর (মমতা বন্দ্যোপাধ্যায়) পদত্যাগের দাবি করলেন সুজন । এদিন তিনি বলেন, "বীরভূমের বিস্ফোরণে কালই একজন মারা গিয়েছিলেন । আজ পিজিতে একজন ভর্তি ছিলেন, তিনিও মারা গিয়েছেন । তিনদিন যেতে না-যেতেই বগুটুইয়ের পাশের পাড়ায় 2 জন খুন । কী চলছে? এর দায় মুখ্যমন্ত্রী নেবেন না কেন? উনিই তো দু'দিন আগে বলে এসেছেন বীরভূম আমি দেখব । বীরভূমের দায়িত্বে তিনিই ।" মাড়গ্রামের ঘটনায় বদলি করা হয়েছে জেলা পুলিশ সুপারকে । তাতে সুজনের প্রতিক্রিয়া, "বীরভূমের পুলিশ সুপারকে বদল করা হল । বেশ হয়েছে । কথায় কথায় বদল করুন । পুলিশের বদল হল, তবে পুলিশমন্ত্রীকে বদল করা দরকার ছিল । সারা পশ্চিমবাংলায় গুলি বোমার রাজত্ব চলছে ।"

বীরভূমের বিস্ফোরণ সম্পর্কে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) বলেছেন, ঘটনার সঙ্গে মাওবাদী যোগ থাকতে পারে । এ প্রসঙ্গে সুজনের বক্তব্য, " দ্বিধায় আছেন সরকার, শাসক দল । কী বললে সুবিধা হবে ভেবে পাচ্ছেন না । বাসন্তীর ঘটনায় ফিরহাদ বলেছেন, মণিরুল তৃণমূল কর্মী নন । এক একজন এক এক কথা বলছেন । আসলে দুষ্কৃতীরাই তৃণমূল দল চালাচ্ছে ।" সুজনের আরও অভিযোগ, " মাদ্রাসা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত মালদা । গুলি বোমার বন্যা হচ্ছে । ভয়াবহ অবস্থার দিকে বাংলা যাচ্ছে । যার যত দাপট তার তত লুটের ক্ষমতা বেশি । সব জায়গায় গুলি-বন্দুক ফ্রি । পুলিশমন্ত্রী কী করছেন ৷"

আরও পড়ুন: এসএসকেএমে মৃত্যু পঞ্চায়েত প্রধানের ভাইয়ের, মাড়গ্রাম বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে 2

সুজনের নিশানায় মমতা

কলকাতা, 5 ফেব্রুয়ারি: বীরভূম, মালদার পর বাসন্তী, প্রায় প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও বোমা উদ্ধারের ঘটনা সামনে আসছে । কোথাও গুলি চলছে । মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের । যেন পঞ্চায়েত নির্বাচনের আগে 'বোমা-বন্দুকের মহড়া' চলছে, এমনটাই অভিযোগ বিরোধীদের । বীরভূমের মাড়গ্রামের ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে । ঘটনায় বদলি করা হয়েছে পুলিশ সুপারকে । তারপরও কী পরিস্থিতির বদল ঘটবে, প্রশ্ন তুলছেন সিপিআইএমের পলিটব্যুরো সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ।

রবিবার বোমা-বন্দুক-মৃত্যুর ঘটনায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister Mamata Banerjee) দায়ী করেছেন । ঘটনায় পুলিশ সুপার নয়, পুলিশমন্ত্রীর (মমতা বন্দ্যোপাধ্যায়) পদত্যাগের দাবি করলেন সুজন । এদিন তিনি বলেন, "বীরভূমের বিস্ফোরণে কালই একজন মারা গিয়েছিলেন । আজ পিজিতে একজন ভর্তি ছিলেন, তিনিও মারা গিয়েছেন । তিনদিন যেতে না-যেতেই বগুটুইয়ের পাশের পাড়ায় 2 জন খুন । কী চলছে? এর দায় মুখ্যমন্ত্রী নেবেন না কেন? উনিই তো দু'দিন আগে বলে এসেছেন বীরভূম আমি দেখব । বীরভূমের দায়িত্বে তিনিই ।" মাড়গ্রামের ঘটনায় বদলি করা হয়েছে জেলা পুলিশ সুপারকে । তাতে সুজনের প্রতিক্রিয়া, "বীরভূমের পুলিশ সুপারকে বদল করা হল । বেশ হয়েছে । কথায় কথায় বদল করুন । পুলিশের বদল হল, তবে পুলিশমন্ত্রীকে বদল করা দরকার ছিল । সারা পশ্চিমবাংলায় গুলি বোমার রাজত্ব চলছে ।"

বীরভূমের বিস্ফোরণ সম্পর্কে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) বলেছেন, ঘটনার সঙ্গে মাওবাদী যোগ থাকতে পারে । এ প্রসঙ্গে সুজনের বক্তব্য, " দ্বিধায় আছেন সরকার, শাসক দল । কী বললে সুবিধা হবে ভেবে পাচ্ছেন না । বাসন্তীর ঘটনায় ফিরহাদ বলেছেন, মণিরুল তৃণমূল কর্মী নন । এক একজন এক এক কথা বলছেন । আসলে দুষ্কৃতীরাই তৃণমূল দল চালাচ্ছে ।" সুজনের আরও অভিযোগ, " মাদ্রাসা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত মালদা । গুলি বোমার বন্যা হচ্ছে । ভয়াবহ অবস্থার দিকে বাংলা যাচ্ছে । যার যত দাপট তার তত লুটের ক্ষমতা বেশি । সব জায়গায় গুলি-বন্দুক ফ্রি । পুলিশমন্ত্রী কী করছেন ৷"

আরও পড়ুন: এসএসকেএমে মৃত্যু পঞ্চায়েত প্রধানের ভাইয়ের, মাড়গ্রাম বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে 2

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.