ETV Bharat / state

Sujan Slams Saugata: বোমা তৈরির ফর্মুলায় এক্সপার্ট সৌগত রায় : সুজন - বোমা তৈরির ফর্মুলায় এক্সপার্ট সৌগত রায়

বোমা উদ্ধার নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূল সাংসদ সৌগত রায়কে তীব্র কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী(Sujan Slams Saugata)৷

ETV Bharat
সৌগত রায়কে কটাক্ষ করলেন সুজন চক্রবর্তী
author img

By

Published : Nov 6, 2022, 10:51 PM IST

কলকাতা, 6 নভেম্বর: রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা উদ্ধারের ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের বেফাঁস মন্তব্যের কড়া সমালোচনা করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী । রবিবার একটি সাংবাদিক বৈঠকে তিনি সৌগত রায়ের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, "সৌগত রায় বোমা তৈরির ফর্মুলায় এক্সপার্ট(Sujan Criticises Saugata as Bomb Making Expert)। আগে যাকে হাতে হাতে টাকা নেওয়ার এক্সপার্ট বলে গোটা রাজ্যের মানুষ জেনেছিল । এখন তিনি বোমা তৈরির ফর্মুলা শেখাচ্ছেন । এখন কোন বোমা বেশি সক্রিয়, কোন বোমা কম সক্রিয়, আগে কোন বোমা উদ্ধার হয়েছিল, এখন কী ধরনের বোমা উদ্ধার হচ্ছে এসব নিয়ে বলছেন । সৌগতবাবুর কাছে যে বোমা কোনও ব্যাপারই নয়, সেই বোমা কিন্তু বিস্ফোরণ ঘটিয়ে শিশু, বয়স্ক সকলকে আহত করছে প্রতিদিন । পুলিশ প্রশাসনের কিছু করার যোগ্যতা নেই ।"

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের পূর্বে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে সম্প্রতি সৌগত রায়ের মন্তব্যে বিতর্ক দেখা দেয় ৷ তিনি সেদিন বলেছিলেন, "রাজ্যে বিজ্ঞানের অগ্রগতি হলেও বোমার কোনও গুণগত মানের পরিবর্তন হয়নি ৷ এটা এমন কোনও ব্যাপার নয় ৷ পশ্চিমবঙ্গে আগে কি বোমা পড়ত না, নাকি বোমা পাওয়া যেত না ৷" এই বিতর্কিত মন্তব্যের জেরেই তৃণমূল সাংসদকে এদিন একহাত নেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী(Sujan Chakraborty Criticises Saugata Roy)৷

সৌগত রায়কে বোমা তৈরির বিশেষজ্ঞ বলে কটাক্ষ করলেন সুজন চক্রবর্তী
এছাড়াও বানতলায় সিপিএমের মিছিলে হামলা প্রসঙ্গে সুর চড়িয়ে সুজন চক্রবর্তী বলেন, "ভয় পেয়েছে তৃণমূল । যে সিপিএমকে দূরবীন দিয়েও তাঁরা দেখতে পাচ্ছিলেন না এখন সেই সিপিএমকেই ভয় পাচ্ছেন । পঞ্চায়েতে কত খেয়েছ ? কত নিয়েছে ? সেই হিসাব চেয়ে এখন মিছিল করছে মানুষ । সেই হিসাব তো চাইবেই সাধারণ মানুষ আর হিসাব দিতেও হবে ।" আরও পড়ুন : 'বললেই তো টাকা দেওয়া যায় না', ডিএ প্রসঙ্গে মন্তব্য সৌগত রায়ের

কলকাতা, 6 নভেম্বর: রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা উদ্ধারের ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের বেফাঁস মন্তব্যের কড়া সমালোচনা করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী । রবিবার একটি সাংবাদিক বৈঠকে তিনি সৌগত রায়ের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, "সৌগত রায় বোমা তৈরির ফর্মুলায় এক্সপার্ট(Sujan Criticises Saugata as Bomb Making Expert)। আগে যাকে হাতে হাতে টাকা নেওয়ার এক্সপার্ট বলে গোটা রাজ্যের মানুষ জেনেছিল । এখন তিনি বোমা তৈরির ফর্মুলা শেখাচ্ছেন । এখন কোন বোমা বেশি সক্রিয়, কোন বোমা কম সক্রিয়, আগে কোন বোমা উদ্ধার হয়েছিল, এখন কী ধরনের বোমা উদ্ধার হচ্ছে এসব নিয়ে বলছেন । সৌগতবাবুর কাছে যে বোমা কোনও ব্যাপারই নয়, সেই বোমা কিন্তু বিস্ফোরণ ঘটিয়ে শিশু, বয়স্ক সকলকে আহত করছে প্রতিদিন । পুলিশ প্রশাসনের কিছু করার যোগ্যতা নেই ।"

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের পূর্বে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে সম্প্রতি সৌগত রায়ের মন্তব্যে বিতর্ক দেখা দেয় ৷ তিনি সেদিন বলেছিলেন, "রাজ্যে বিজ্ঞানের অগ্রগতি হলেও বোমার কোনও গুণগত মানের পরিবর্তন হয়নি ৷ এটা এমন কোনও ব্যাপার নয় ৷ পশ্চিমবঙ্গে আগে কি বোমা পড়ত না, নাকি বোমা পাওয়া যেত না ৷" এই বিতর্কিত মন্তব্যের জেরেই তৃণমূল সাংসদকে এদিন একহাত নেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী(Sujan Chakraborty Criticises Saugata Roy)৷

সৌগত রায়কে বোমা তৈরির বিশেষজ্ঞ বলে কটাক্ষ করলেন সুজন চক্রবর্তী
এছাড়াও বানতলায় সিপিএমের মিছিলে হামলা প্রসঙ্গে সুর চড়িয়ে সুজন চক্রবর্তী বলেন, "ভয় পেয়েছে তৃণমূল । যে সিপিএমকে দূরবীন দিয়েও তাঁরা দেখতে পাচ্ছিলেন না এখন সেই সিপিএমকেই ভয় পাচ্ছেন । পঞ্চায়েতে কত খেয়েছ ? কত নিয়েছে ? সেই হিসাব চেয়ে এখন মিছিল করছে মানুষ । সেই হিসাব তো চাইবেই সাধারণ মানুষ আর হিসাব দিতেও হবে ।" আরও পড়ুন : 'বললেই তো টাকা দেওয়া যায় না', ডিএ প্রসঙ্গে মন্তব্য সৌগত রায়ের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.