ETV Bharat / state

Sujan on Firhad Remarks: সাইড লাইনে কথা বলছেন, ফিরহাদের 'চিরকুট' মন্তব্যে মমতাকে নিশানা সুজনের - চিরকুটে নিয়োগ

মুখ্যমন্ত্রীকে এবার চিরকুট নিয়োগ ইস্যুতে নিয়ে একহাত নিলেন সুজন চক্রবর্তী (Sujan on Firhad Remarks) ৷ বাম আমলে চিরকুটে চাকরির অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু, এদিন পৌরনিগমে ফিরহাদ হাকিমের চিরকুটে নিয়োগ নিয়ে মন্তব্যের পরেই পালটা শাসকদলকে আক্রমণ করল বামেরা ৷

Sujan on Firhad Remarks ETV BHARAT
Sujan on Firhad Remarks
author img

By

Published : Mar 25, 2023, 9:41 PM IST

ফিরহাদের 'চিরকুট' মন্তব্যে মমতাকে নিশানা সুজনের

কলকাতা, 25 মার্চ: 'চিরকুটে নিয়োগ' ইস্যুতে দল তথা মুখ্যমন্ত্রীর বিপরীতে হেঁটেছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim Chirkut Remarks) ৷ তিনি বলেন, ‘‘70 দশকে নিয়োগ পদ্ধতি চালুক হওয়ার পর চিরকুটে নিয়োগ বন্ধ হয়ে গেছে ৷’’ ফিরহাদের এই মন্তব্যের পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty Criticises Mamata Banerjee) ৷ বললেন, ‘‘চিরকুট খুঁজে না পেয়ে সাইড লাইন কথা বলে রাখলেন মমতা ৷’’ পাশাপাশি, তাঁর ‘সার্কিট উড়ে গেছে’ বলেও ব্যঙ্গ করেন তিনি ৷

তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সমালোচনায় এদিন রীতিমতো ব্যঙ্গ করেন সুজন চক্রবর্তী ৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যে কথা বলার অভিযোগ আনলেন তিনি ৷ রাজারহাটে মমতার বক্তব্যের কথা তুলে ধরে সুজনের পালটা তোপ, মুখ্যমন্ত্রীর কাছে জমানো চিরকুটে চাকরির নথি হারিয়ে গেছে নাকি ? এ দিন মেয়র ফিরহাদ হাকিম কলকাতা পৌরনিগমে বলেন, ‘‘70-এর দশকের পর নিয়োগ পদ্ধতি চালু হয়ে যাওয়ার পর ওভাবে (চিরকুটে) চাকরি হয় না ৷’’ ফিরহাদের এই মন্তব্যের পরেই মুখ্যমন্ত্রীকে একহাত নিয়েছে সুজন ৷

মমতা বন্দ্যোপাধ্যায় কাছে থাকা চিরকুট কোথায় গেল ? সেনিয়ে প্রশ্ন তুলে সুজন বলেন, ‘‘চিরকুট খুঁজে খুঁজে পাননি বলেই কি, সাইড লাইনে কথা বলে রাখলেন মুখ্যমন্ত্রী ?’’ এরপরেই রাজারহাটে মমতার বলা কথার রেষ টানেন সুজন ৷ মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, তাঁর কাছে সব চিরকুট রয়েছে ৷ সব ফাইল রয়েছে বাম আমলের ৷ তাহলে সেগুলি কোথায় গেল ? প্রশ্ন সিপিআইএম রাজ্য কমিটির সদস্যের ৷ মুখ্যমন্ত্রী একমুখে পাঁচরকম কথা বলেন বলেও অভিযোগ করেন সুজন ৷

আরও পড়ুন: চিরকুটে চাকরি নিয়ে দলের বিপরীতে অবস্থানে ফিরহাদ

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করতে ছাড়েননি সুজন চক্রবর্তী ৷ আর তা করতে গিয়ে ‘‘মুখ্যমন্ত্রীর সার্কিট উড়ে গেছে’’ বলে মন্তব্য করেন ৷ আর চড়-থাপ্পড়েও তা ঠিক হবে না বলে মন্তব্য করেন সিপিআইএম নেতা ৷

ফিরহাদের 'চিরকুট' মন্তব্যে মমতাকে নিশানা সুজনের

কলকাতা, 25 মার্চ: 'চিরকুটে নিয়োগ' ইস্যুতে দল তথা মুখ্যমন্ত্রীর বিপরীতে হেঁটেছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim Chirkut Remarks) ৷ তিনি বলেন, ‘‘70 দশকে নিয়োগ পদ্ধতি চালুক হওয়ার পর চিরকুটে নিয়োগ বন্ধ হয়ে গেছে ৷’’ ফিরহাদের এই মন্তব্যের পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty Criticises Mamata Banerjee) ৷ বললেন, ‘‘চিরকুট খুঁজে না পেয়ে সাইড লাইন কথা বলে রাখলেন মমতা ৷’’ পাশাপাশি, তাঁর ‘সার্কিট উড়ে গেছে’ বলেও ব্যঙ্গ করেন তিনি ৷

তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সমালোচনায় এদিন রীতিমতো ব্যঙ্গ করেন সুজন চক্রবর্তী ৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যে কথা বলার অভিযোগ আনলেন তিনি ৷ রাজারহাটে মমতার বক্তব্যের কথা তুলে ধরে সুজনের পালটা তোপ, মুখ্যমন্ত্রীর কাছে জমানো চিরকুটে চাকরির নথি হারিয়ে গেছে নাকি ? এ দিন মেয়র ফিরহাদ হাকিম কলকাতা পৌরনিগমে বলেন, ‘‘70-এর দশকের পর নিয়োগ পদ্ধতি চালু হয়ে যাওয়ার পর ওভাবে (চিরকুটে) চাকরি হয় না ৷’’ ফিরহাদের এই মন্তব্যের পরেই মুখ্যমন্ত্রীকে একহাত নিয়েছে সুজন ৷

মমতা বন্দ্যোপাধ্যায় কাছে থাকা চিরকুট কোথায় গেল ? সেনিয়ে প্রশ্ন তুলে সুজন বলেন, ‘‘চিরকুট খুঁজে খুঁজে পাননি বলেই কি, সাইড লাইনে কথা বলে রাখলেন মুখ্যমন্ত্রী ?’’ এরপরেই রাজারহাটে মমতার বলা কথার রেষ টানেন সুজন ৷ মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, তাঁর কাছে সব চিরকুট রয়েছে ৷ সব ফাইল রয়েছে বাম আমলের ৷ তাহলে সেগুলি কোথায় গেল ? প্রশ্ন সিপিআইএম রাজ্য কমিটির সদস্যের ৷ মুখ্যমন্ত্রী একমুখে পাঁচরকম কথা বলেন বলেও অভিযোগ করেন সুজন ৷

আরও পড়ুন: চিরকুটে চাকরি নিয়ে দলের বিপরীতে অবস্থানে ফিরহাদ

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করতে ছাড়েননি সুজন চক্রবর্তী ৷ আর তা করতে গিয়ে ‘‘মুখ্যমন্ত্রীর সার্কিট উড়ে গেছে’’ বলে মন্তব্য করেন ৷ আর চড়-থাপ্পড়েও তা ঠিক হবে না বলে মন্তব্য করেন সিপিআইএম নেতা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.