কলকাতা, 14 মে : "পশ্চিমবঙ্গে চলছে জঙ্গলের রাজত্ব । আর ডায়মন্ডহারবারে চলছে মহা জঙ্গলরাজ ।" গতকাল এই ভাষাতেই তৃণমূলকে আক্রমণ করলেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী । মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন সুজন চক্রবর্তী ও শমীক লাহিড়ী । দাবি তোলেন, যথাযথ ভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এরিয়া ডমিনেশনের । তিনি মনে করেন, তাতেই আস্থা ফিরে আসবে জনগণের । CPI(M)- এর তরফে রীতিমতো রুট এঁকে দাবি করা হয়েছে কোন পথে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ হওয়া উচিত ।
ভোট ঘোষণার পর রাজ্যে এসেছিলেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন । সেদিনই ডায়মন্ডহারবারের SDPO ও পুলিশ সুপারকে সরানোর জন্য দাবি তোলে CPI(M) । পরে কমিশনের তরফে পুলিশ সুপারকে সরানো হয় । কিন্তু এখনও দায়িত্ব পালন করছেন SDPO । তবে নির্বাচনের মুখে দাঁড়িয়ে CPI(M) আর ওই দাবি প্রবলভাবে তুলছে না । তার বদলে গুরুত্ব দিচ্ছে ভোটারদের আস্থা বাড়ানোর কাজকে । সুজন বলেন, "ওসব কথা আমরা বহুদিন আগে থেকে বলছি । ভোটের তিন দিন আগে আর এসবের খুব একটা গুরুত্ব নেই । আমরা রুট ম্যাপ এঁকে দিয়ে গেলাম কমিশনের কাছে । ঠিকঠাক ভাবে যাতে কেন্দ্রীয় বাহিনী এরিয়া ডমিনেশনের কাজ করে সেটা দেখতে হবে ।"
পাশাপাশি সুজন বলেন, "ডায়মন্ডহারবারের ভোটাররা যে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই, সেটা বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাই তিনি অভিষেককে ডায়মন্ডহারবারে দাঁড়াতে নিষেধ করেছিলেন । রাজ্যসভায় পাঠানোর কথা বলেছিলেন ।"