কলকাতা, 29 অক্টোবর : রাজ্য রাজনীতির পোড়খাওয়া দুই রাজনীতিবিদ বিমান বন্দ্যোপাধ্যায় ও সুজন চক্রবর্তী৷ প্রতিটি মুহূর্তে মাথার উপর রাজনৈতিক চাপ ৷ দলীয় কাজে রাজ্যের প্রতিটি প্রান্তে ছুটে বেরাতে হয় তাঁদের । বছরের এই একটা দিনে কোনও দলীয় কর্মসূচিতে থাকেন না CPI(M) নেতা সুজন চক্রবর্তী ৷ এই একটা দিন তাঁর বাড়ি সেজে ওঠে উৎসবের মেজাজে ৷ অন্যদিকে ভাইফোঁটা নিয়ে নস্টালজিক হওয়ার পাশাপাশি আক্ষেপের সুর শোনা গেল বিমান বন্দ্যোপাধ্যায়ের গলায় ।
কেমনভাবে পালিত হত ভাইফোঁটা ? সেই কথা বলতে গিয়ে শৈশবের স্মৃতিতে ডুব দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, "ছেলেবেলার কথা মনে করিয়ে দেয় । ছেলেবেলায় ভাইফোঁটার গুরুত্ব বুঝতাম না । এখন বুঝতে শিখেছি ।" তিনি আরও বলেন, "আমাদের শৈশবের ভাইফোঁটা ছিল অন্যরকম । বার্ধক্যে এসে এখনও উপভোগ করি ভাইফোঁটা । এখন ভাইফোঁটার জন্য অন্যরকম অনুভূতি হয় ।"
অন্যদিকে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর মন ভার ৷ সব দিদির শারীর ভালো না থাকায় কেবলমাত্র একজনের কাছ থেকে ফোঁটা নিতে পেরেছেন সুজনবাবু ৷ আগে দিদিরা সবাই আসতেন ফোঁটা দিতে ।