ETV Bharat / state

সাতসকালে ফের মেট্রোর সামনে ঝাঁপ! রবীন্দ্র সদন স্টেশনে পরিষেবা ব্যাহত - রবীন্দ্র সদন স্টেশনে পরিষেবা ব্যাহত

Suicide Attempt at Rabindra Sadan Metro: সাত সকালে ফের কলকাতা মেট্রোয় ঝাঁপ দিলেন এক ব্যক্তি ৷ যার জেরে ব্যাহত হল মেট্রো পরিষেবা ৷ রবীন্দ্র সদন স্টেশনের এই ঘটনায় দিনের ব্যস্ত সময়ে নাজেহাল নিত্যযাত্রীরা ৷

Rabindra Sadan Metro station
কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 9:56 AM IST

Updated : Dec 7, 2023, 12:53 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর: রবীন্দ্র সরোবরের পর রবীন্দ্র সদন, ফের দিনের ব্যস্ত সময়ে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ৷ বৃহস্পতিবার সকালে অফিস যাওয়ার সময় আবারও ছেদ পড়ল মেট্রো পরিষেবায় । এই ঘটনার জেরে সকাল সকাল ভোগান্তি পোহাতে হল নিত্যযাত্রীদের ৷ জানা গিয়েছে, আজ সকাল 8টা 50 মিনিট নাগাদ রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যা করার মানসিকতা নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন । যার ফলে মেট্রো পরিষেবা ব্যাহত হয় ৷ ওই ব্যক্তিকে লাইন থেকে উদ্ধার করার চেষ্টা করছেন মেট্রো রেলের কর্মীরা ৷

কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ অধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, এই ঘটনার জেরে সাময়িক পরিষেবা বন্ধ থাকার পর আপাতত ফের চালু হয়েছে মেট্রো ৷ তবে বর্তমানে একদিকে কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত ৷ অন্যদিকে সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালানো হচ্ছে । কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, ঘটনাটি সম্বন্ধে খবর পাওয়া মাত্রই দ্রুত সেখানে পৌঁছেছে মেট্রো কর্তৃপক্ষ ৷ এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে ৷ তবে ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি ।

মেট্রো সূত্রে খবর, যেই ব্যক্তি ঝাঁপ দিয়েছেন তিনি একজন পুরুষ ৷ তাঁর বয়স আনুমানিক 38 ৷ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ এই ঘটনার পর এক ঘণ্টা মেট্রো পরিষেবা বন্ধ ছিল ৷ 9টা 50 থেকে আবার মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে ৷

প্রসঙ্গত, মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা এই প্রথম নয় ৷ সপ্তাহদুয়েক আগে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন এক ব্যক্তি ৷ ওই ঘটনাটিও সাত সকালে দিনের ব্যস্ত সময়ে ঘটে ৷ যার জেরে ব্যাহত হয় মেট্রো পরিষেবা ৷ মেট্রোয় আত্মহত্যার চেষ্টা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হচ্ছে ৷ প্রায়শই কলকাতায় অফিস টাইমে বাড়ছে মেট্রোর সামনে লাফ দিয়ে আত্মহত্যা করার প্রবণতা ৷ তবে অনেকসময়ই মেট্রো কর্তৃপক্ষের তৎপরতায় এরকম ঘটনা আটকানো সম্ভব হয়েছে ৷ কিন্তু নিত্যদিন মেট্রোয় এই ঘটনার জেরে পরিষেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে অফিস যাত্রীদের ৷ জেলা ও কলকাতার লক্ষ লক্ষ মানুষ রোজ মেট্রো করে যাতায়াত করে ৷

আরও পড়ুন:

  1. ফের ব্যস্ত সময়ে রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যা, ব্যাহত মেট্রো পরিষেবা
  2. 'আত্মহত্যা নয়, দ্রুত গন্তব্যে পৌঁছনর মাধ্যমই মেট্রো' বার্তা কর্তৃপক্ষের
  3. গিরিশ পার্ক স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ ব্যক্তির, ব্যাহত পরিষেবা

কলকাতা, 7 ডিসেম্বর: রবীন্দ্র সরোবরের পর রবীন্দ্র সদন, ফের দিনের ব্যস্ত সময়ে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ৷ বৃহস্পতিবার সকালে অফিস যাওয়ার সময় আবারও ছেদ পড়ল মেট্রো পরিষেবায় । এই ঘটনার জেরে সকাল সকাল ভোগান্তি পোহাতে হল নিত্যযাত্রীদের ৷ জানা গিয়েছে, আজ সকাল 8টা 50 মিনিট নাগাদ রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যা করার মানসিকতা নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন । যার ফলে মেট্রো পরিষেবা ব্যাহত হয় ৷ ওই ব্যক্তিকে লাইন থেকে উদ্ধার করার চেষ্টা করছেন মেট্রো রেলের কর্মীরা ৷

কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ অধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, এই ঘটনার জেরে সাময়িক পরিষেবা বন্ধ থাকার পর আপাতত ফের চালু হয়েছে মেট্রো ৷ তবে বর্তমানে একদিকে কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত ৷ অন্যদিকে সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালানো হচ্ছে । কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, ঘটনাটি সম্বন্ধে খবর পাওয়া মাত্রই দ্রুত সেখানে পৌঁছেছে মেট্রো কর্তৃপক্ষ ৷ এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে ৷ তবে ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি ।

মেট্রো সূত্রে খবর, যেই ব্যক্তি ঝাঁপ দিয়েছেন তিনি একজন পুরুষ ৷ তাঁর বয়স আনুমানিক 38 ৷ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ এই ঘটনার পর এক ঘণ্টা মেট্রো পরিষেবা বন্ধ ছিল ৷ 9টা 50 থেকে আবার মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে ৷

প্রসঙ্গত, মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা এই প্রথম নয় ৷ সপ্তাহদুয়েক আগে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন এক ব্যক্তি ৷ ওই ঘটনাটিও সাত সকালে দিনের ব্যস্ত সময়ে ঘটে ৷ যার জেরে ব্যাহত হয় মেট্রো পরিষেবা ৷ মেট্রোয় আত্মহত্যার চেষ্টা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হচ্ছে ৷ প্রায়শই কলকাতায় অফিস টাইমে বাড়ছে মেট্রোর সামনে লাফ দিয়ে আত্মহত্যা করার প্রবণতা ৷ তবে অনেকসময়ই মেট্রো কর্তৃপক্ষের তৎপরতায় এরকম ঘটনা আটকানো সম্ভব হয়েছে ৷ কিন্তু নিত্যদিন মেট্রোয় এই ঘটনার জেরে পরিষেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে অফিস যাত্রীদের ৷ জেলা ও কলকাতার লক্ষ লক্ষ মানুষ রোজ মেট্রো করে যাতায়াত করে ৷

আরও পড়ুন:

  1. ফের ব্যস্ত সময়ে রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যা, ব্যাহত মেট্রো পরিষেবা
  2. 'আত্মহত্যা নয়, দ্রুত গন্তব্যে পৌঁছনর মাধ্যমই মেট্রো' বার্তা কর্তৃপক্ষের
  3. গিরিশ পার্ক স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ ব্যক্তির, ব্যাহত পরিষেবা
Last Updated : Dec 7, 2023, 12:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.