কলকাতা, 7 ডিসেম্বর: রবীন্দ্র সরোবরের পর রবীন্দ্র সদন, ফের দিনের ব্যস্ত সময়ে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ৷ বৃহস্পতিবার সকালে অফিস যাওয়ার সময় আবারও ছেদ পড়ল মেট্রো পরিষেবায় । এই ঘটনার জেরে সকাল সকাল ভোগান্তি পোহাতে হল নিত্যযাত্রীদের ৷ জানা গিয়েছে, আজ সকাল 8টা 50 মিনিট নাগাদ রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যা করার মানসিকতা নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন । যার ফলে মেট্রো পরিষেবা ব্যাহত হয় ৷ ওই ব্যক্তিকে লাইন থেকে উদ্ধার করার চেষ্টা করছেন মেট্রো রেলের কর্মীরা ৷
কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ অধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, এই ঘটনার জেরে সাময়িক পরিষেবা বন্ধ থাকার পর আপাতত ফের চালু হয়েছে মেট্রো ৷ তবে বর্তমানে একদিকে কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত ৷ অন্যদিকে সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালানো হচ্ছে । কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, ঘটনাটি সম্বন্ধে খবর পাওয়া মাত্রই দ্রুত সেখানে পৌঁছেছে মেট্রো কর্তৃপক্ষ ৷ এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে ৷ তবে ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি ।
মেট্রো সূত্রে খবর, যেই ব্যক্তি ঝাঁপ দিয়েছেন তিনি একজন পুরুষ ৷ তাঁর বয়স আনুমানিক 38 ৷ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ এই ঘটনার পর এক ঘণ্টা মেট্রো পরিষেবা বন্ধ ছিল ৷ 9টা 50 থেকে আবার মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে ৷
প্রসঙ্গত, মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা এই প্রথম নয় ৷ সপ্তাহদুয়েক আগে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন এক ব্যক্তি ৷ ওই ঘটনাটিও সাত সকালে দিনের ব্যস্ত সময়ে ঘটে ৷ যার জেরে ব্যাহত হয় মেট্রো পরিষেবা ৷ মেট্রোয় আত্মহত্যার চেষ্টা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হচ্ছে ৷ প্রায়শই কলকাতায় অফিস টাইমে বাড়ছে মেট্রোর সামনে লাফ দিয়ে আত্মহত্যা করার প্রবণতা ৷ তবে অনেকসময়ই মেট্রো কর্তৃপক্ষের তৎপরতায় এরকম ঘটনা আটকানো সম্ভব হয়েছে ৷ কিন্তু নিত্যদিন মেট্রোয় এই ঘটনার জেরে পরিষেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে অফিস যাত্রীদের ৷ জেলা ও কলকাতার লক্ষ লক্ষ মানুষ রোজ মেট্রো করে যাতায়াত করে ৷
আরও পড়ুন: