কলকাতা, 29 অক্টোবর: রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির বিশ্বাসযোগ্যতা নিয়েই কার্যত প্রশ্ন তুলে দিলেন। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই নিরপেক্ষভাবে কাজ করছে না। বরং তারা বিজেপির হয়ে কাজ করছে। শুধু তাই নয়, এই প্রবীণ সাংসদের আরও দাবি ইডি-সিবিআইকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিজেপি অন্য দল ভাঙিয়ে নেতাদের নিজেদের দলে নিতে চাইছে।
শনিবার সাংসদের মধ্য কলকাতার বাড়িতে লক্ষ্মীপুজো ছিল। তাঁর ফাঁকে এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এভাবেই জ্যোতিপ্রিয়র গ্রেফতারি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন লোকসভায় তৃণমূলের দলনেতা। রাজ্যের বনমন্ত্রীর গ্রেফতারি প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "যাকেই তুমি গ্রেফতার করো, প্রমাণ তোমাকেই দেখাতে হবে। আমরা লক্ষ্য করছি সিবিআই এবং ইডি নিরপেক্ষভাবে কাজ করছে না। বিজেপির অঙ্গুলিহেলনে প্রভাবিত হয়ে কাজ করছে কেন্দ্রীয় সরকারের এই দুই তদন্তকারী সংস্থা। দেশের বিজেপি বিরোধী দলগুলি একাধিকবার এই অভিযোগ করেছে। "
উত্তর কলকাতার সাংসদের মতে, ইডি এবং সিবিআই দেশের দুটি খুব সম্মানজনক তদন্ত সংস্থা। সরকারে আজ একটি দল আছে। কাল তারা থাকবে না। সিবিআই বা ইডি কিন্তু থাকবে । তাই তাদের উচিত নিজেদের বিশ্বাসযোগ্যতা রক্ষা করা ।
এদিন সুদীপ আরও বলেন, "যারা বিরোধী দলে আছে তারা সকলেই দুর্নীতিগ্রস্ত! আর সরকার পক্ষে যারা আছে তারা কেউ কখনওই কোনও দুর্নীতি করেননি- এমনটা হতে পারে না। সরকারে থাকা দলের বিরুদ্ধে সিবিআই বা ইডিকে ব্যবহারের অভিযোগ নতুন নয়। কিন্তু বিজেপির বিষয়টা আলাদা। এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কেউ বিজেপিতে যোগ দিলে সিবিআই বা ইডি তাঁকে বিরক্ত করবে না। এই মুহূর্তে ইডি এবং সিবিআই বিজেপিতে যোগদান করানোর অস্ত্র হয়ে গিয়েছে। এমনটা হওয়া কখনই বাঞ্ছনীয় নয় ।"
এরপর নিজের পাশাপাশি স্ত্রী নয়নার উদাহরণও দিয়ে সাংসদ বলেন, "আমি নির্বাচনে ন'বার জিতেছি ৷ নয়না (সাংসদের স্ত্রী বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়) জিতেছে চারবার ৷ আমরা মানুষের সঙ্গে মেলামেশা করি। আমরা জানি যে মানুষ কী ভাবছে। বিজেপি যা করছে তাতে আর যাই হোক নির্বাচনী বৈতরণী পার করা যাবে না। 2014 সালের লোকসভার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমরা রাজ্যে 34টি আসন পেয়েছিলাম। এবার সেটা 42টির দিকে এগোবে।"
আরও পড়ুন : জ্যোতিপ্রিয়র অফিসে যেতেন বাকিবুর, দাবি মন্ত্রীর আপ্তসহায়কের