কলকাতা, 25 ডিসেম্বর: তাঁদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যাঁকে প্রায়ই বলতে শোনা যায়, "ধর্ম যাঁর যাঁর, উৎসব সবার ৷" অবশেষে সেই উৎসবই কি তাঁদের আবার এক করে দিল ? ঘুচে গেল রাজ্যের শাসকদলের প্রথম সারির দুই নেতার মধ্যেকার সমস্ত বিভেদ ? যাঁদের নিয়ে এত কথা, তাঁরা হলেন কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay) এবং তাঁর দলীয় সহকর্মী তথা বরানগরের বিধায়ক তাপস রায় (Tapas Roy) ৷ শনিবার মধ্যরাতে ক্রিসমাস ইভ (Christmas Eve 2022) উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে নিজে হাতে কেক কেটে তাপসকে খাইয়ে দিলেন সুদীপ ! আর তা দেখেই স্বস্তির ঢেকুর তুললেন দলের নিচুতলার কর্মী থেকে শুরু করে শীর্ষস্তরের নেতানেত্রীরা ৷
সুদীপ-তাপসের বিবাদ দীর্ঘদিন ধরেই বাংলার খবরের শিরোনামে থেকেছে ৷ রাজ্য রাজনীতিতে তাঁদের এই তেতো সম্পর্ক নিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে তৃণমূল নেতৃত্বকে ৷ সূত্রের দাবি, দুই নেতার মধ্যে বিভেদ ঘোচানোর চেষ্টা করা হলেও বিশেষ কোনও লাভ হয়নি ৷ অথচ একেবারে বিপরীত দুই মেরুতে থাকা এই দু'জন মানুষকেই 'মিলিয়ে দিল' বড়দিনের উৎসব ! সত্যি কথা বলতে কী, যিশুখ্রিস্টের আবির্ভাব দিবস যেন তাঁদের কাছে সত্যিকারের বড়দিন হয়ে এল !
আরও পড়ুন: বিধিনিষেধের ঘেরাটোপে বড়দিনের মাইথনে পিকনিকের ভিড়
সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায় ! তৃণমূল কংগ্রেসের এই দুই নেতার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা মহলে নানা কথা শোনা যায় ৷ বস্তুত, প্রকাশ্য়েও তাঁরা একে-অপরকে তোপ দাগতে কসুর করেননি ! এই প্রেক্ষাপটে বড়দিন উপলক্ষে ক্রিসমাস কার্ণিভালের আয়োজন করেছিলেন কলকাতা 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দোপাধ্যায় ৷ সেখানেই একসঙ্গে দেখা যায় তাপস ও সুদীপকে ৷ এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের জন্য ছিল কেকের ব্যবস্থা ৷ সেই কেক কাটেন দলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায় ৷ এত দূর পর্যন্ত কোনও উত্তেজনা ছিল না ৷ কিন্তু, তারপরই দেখা যায়, সুদীপ নিজে হাতে কেকের টুকরো তাপসের মুখে ঢুকিয়ে দিচ্ছেন ! এমন ঘটনায় উপস্থিত অনেকেই প্রথমে কিছু ভ্যাবাচাকা খেয়ে গেলেও সামলে নেন ৷ আখেরে খুশি হন সকলেই ৷
এমন দৃশ্য দেখে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, অনেক ঝগড়ার পর বড়দিনের কেক মিলিয়ে দিল সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস রায়কে ! প্রসঙ্গত, কিছুদিন আগেও একে-অপরকে আক্রমণ করতে গিয়ে কুকুর, হাতির সঙ্গে তুলনা টেনে এনেছিলেন তৃণমূলের এই দুই বর্ষীয়ান নেতা ! বিতর্কে উঠে এসেছিল ডোবারম্যান, গ্রেহাউন্ড থেকে সাদা হাতি ! কেক পর্বের পর সেই দ্বন্দ্বে ইতি পড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ ৷