ETV Bharat / state

কোনও অশান্তি বরদাস্ত নয়, আরিজ় আফতাবকে ফোন সুদীপ জৈনের

author img

By

Published : May 18, 2019, 4:50 PM IST

Updated : May 18, 2019, 5:02 PM IST

শেষ দফার নির্বাচন নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় নির্বাচন কমিশন । তাই ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন ফোন করলেন আরিজ় আফতাবকে । খোঁজ নিলেন শেষ মুহূর্তের পরিস্থিতির ।

ফাইল ফোটো

কলকাতা, 18 মে : শেষ দফার নির্বাচন নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় নির্বাচন কমিশন । সেই সূত্রেই ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন ফোন করলেন আরিজ় আফতাবকে । খোঁজ নিলেন শেষ মুহূর্তের পরিস্থিতির । পরামর্শ দিলেন, "শেষ দফায় কোনওভাবেই যেন অশান্তি বরদাস্ত না করা হয়।" সূত্র জানাচ্ছে, কেমন পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিতে হবে সেই বিষয়েও কথা বলেছেন সুদীপ ।

9টি লোকসভা কেন্দ্র ও 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল । এর মধ্যে দক্ষিণ 24 পরগনার বেশিরভাগ বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে । ভাঙড়, বাসন্তী, গোসাবা, ক্যানিং, ডায়মন্ড হারবার, পলতা, উস্তি সহ একাধিক জায়গা স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়েছে ইতিমধ্যেই । সঙ্গে রয়েছে ভাটপাড়া কেন্দ্রের উপনির্বাচনও । উত্তর 24 পরগনার বসিরহাট নিয়েও নির্দিষ্ট রিপোর্ট গেছে নির্বাচন কমিশনে ।

পাশাপাশি কলকাতায় অমিত শাহের রোড শোকে কেন্দ্র করে অশান্তি চিন্তায় রেখেছে কমিশনকে । সেই কারণে কমিশনের তরফে 100 শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে । সঙ্গে থাকছে পর্যাপ্ত সংখ্যক QRT (কুইক রেসপন্স টিম) । কলকাতায় সক্রিয় থাকবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীও ।

অবশ্য এর পরেও আশঙ্কা কাটছে না নির্বাচন কমিশনের । আর তাই আজ ফের সুদীপ জৈন ফোন করে খোঁজ নিলেন পুরো পরিস্থিতির ।

কলকাতা, 18 মে : শেষ দফার নির্বাচন নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় নির্বাচন কমিশন । সেই সূত্রেই ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন ফোন করলেন আরিজ় আফতাবকে । খোঁজ নিলেন শেষ মুহূর্তের পরিস্থিতির । পরামর্শ দিলেন, "শেষ দফায় কোনওভাবেই যেন অশান্তি বরদাস্ত না করা হয়।" সূত্র জানাচ্ছে, কেমন পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিতে হবে সেই বিষয়েও কথা বলেছেন সুদীপ ।

9টি লোকসভা কেন্দ্র ও 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল । এর মধ্যে দক্ষিণ 24 পরগনার বেশিরভাগ বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে । ভাঙড়, বাসন্তী, গোসাবা, ক্যানিং, ডায়মন্ড হারবার, পলতা, উস্তি সহ একাধিক জায়গা স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়েছে ইতিমধ্যেই । সঙ্গে রয়েছে ভাটপাড়া কেন্দ্রের উপনির্বাচনও । উত্তর 24 পরগনার বসিরহাট নিয়েও নির্দিষ্ট রিপোর্ট গেছে নির্বাচন কমিশনে ।

পাশাপাশি কলকাতায় অমিত শাহের রোড শোকে কেন্দ্র করে অশান্তি চিন্তায় রেখেছে কমিশনকে । সেই কারণে কমিশনের তরফে 100 শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে । সঙ্গে থাকছে পর্যাপ্ত সংখ্যক QRT (কুইক রেসপন্স টিম) । কলকাতায় সক্রিয় থাকবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীও ।

অবশ্য এর পরেও আশঙ্কা কাটছে না নির্বাচন কমিশনের । আর তাই আজ ফের সুদীপ জৈন ফোন করে খোঁজ নিলেন পুরো পরিস্থিতির ।

Intro:কলকাতা, ১৮ মে: শেষ দফার নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ নির্বাচন কমিশন। সেই সূত্রেই ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন ফোন করলেন আরিজ আফতাবকে। খোঁজ নিলেন, শেষ মুহূর্তের পরিস্থিতির। পরামর্শ দিলেন, “ শেষ দফায় কোনওভাবেই যেন অশান্তি বরদাস্ত করা হয়।" সূত্র জানাচ্ছে, কেমন পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন সুদীপ।
Body:নটি লোকসভা কেন্দ্র এবং চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা বেশিরভাগ বুথকেই স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভাঙর, বাসন্তী, গোসাবা, ক্যানিং, ডায়মন্ড হারবার পলতা উস্তি সহ একাধিক জায়গা স্পর্শ কাতর হিসেবে চিহ্নিত ইতিমধ্যেই। সঙ্গে রয়েছে ভাটপাড়া কেন্দ্রের উপনির্বাচন। উত্তর 24 পরগনার বসিরহাট নিয়েও নির্দিষ্ট রিপোর্ট গেছে নির্বাচন কমিশনে। পাশাপাশি কলকাতায় অমিত শাহ রোড শোকে কেন্দ্র করে অশান্তি চিন্তায় রেখেছে কমিশনকে। এবার কমিশনের তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে ১০০ শতাংশ বুথেই। সঙ্গে থাকছে যথেষ্ঠ সংখ্যক QRT। কলকাতায় সক্রিয় থাকবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীও।
Conclusion:কিন্তু তারপরেও আশঙ্কা কাটছে না নির্বাচন কমিশনের। আর তাই আজ ফের সুদীপ জৈন ফোন করে খোঁজ নিলেন পুরো পরিস্থিতির।
Last Updated : May 18, 2019, 5:02 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.