ETV Bharat / state

কোরোনা পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি SUCI - এর - kolkata news

দেশের বিভিন্ন জায়গায় কোরোনা পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের মধ্যে আসছে ৷ তখনও পশ্চিমবঙ্গে লাগামহীনভাবে বেড়ে চলেছে কোরোনা ভাইরাসে সংক্রমণ । বললেন SUCI - এর রাজ্য সম্পাদক ৷ এই অবস্থায় ফের সর্বদলীয় বৈঠক এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বৈঠক ডাকার দাবি করেছেন SUCI - এর রাজ্য সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য ।

SUCI gave letter to cm for meeting on corona update
কোরোনা পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি SUCI - এর কোরোনা পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি SUCI - এর
author img

By

Published : Apr 25, 2020, 9:00 PM IST

কলকাতা, 25 এপ্রিল : মুখ্যমন্ত্রী আর তথ্য গোপন করবেন না । ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে । দেশের বিভিন্ন জায়গায় কোরোনা পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের মধ্যে আসছে ৷ তখনও পশ্চিমবঙ্গে লাগামহীনভাবে বেড়ে চলেছে কোরোনা ভাইরাসে সংক্রমণ । বললেন SUCI - এর রাজ্য সম্পাদক ৷ এই অবস্থায় ফের সর্বদলীয় বৈঠক এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বৈঠক ডাকার দাবি করেছেন SUCI - এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য । বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ইতিমধ্যেই তিনি আবেদন জানিয়েছেন । চলতি মাসের 30 তারিখে রাজ্যব্যাপী দাবি দিবস পালনের আহ্বান জানিয়েছেন তিনি ।

বর্তমানে কোরোনা ভাইরাস আক্রমণজনিত পরিস্থিতি ভয়ঙ্কর চেহারা নিয়েছে । রাজ্য সরকার তথ্য গোপন করছে । নিয়মিত অসংখ্য মানুষের বিভিন্ন হাসপাতালে মৃত্যু হচ্ছে । তিনি বলেন, " ডেঙ্গু মোকাবিলায় পরিযায়ী শ্রমিক, চাষী ও দরিদ্র মানুষদের জন্য রাজ্য সরকারের পূর্ব ঘোষণাই ঠিকমতো পাওয়া যাচ্ছে না । তারমধ্যে নতুন "প্রচেষ্টা" প্রকল্প সম্পর্কে আবেদন করার পদ্ধতি অত্যন্ত জটিল করা হয়েছে । সংশ্লিষ্ট প্রকল্পটির সহজ পদ্ধতির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে । স্বাস্থ্য ক্ষেত্রে উপযুক্ত স্ক্রিনিংসহ কয়েকটি দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে দেওয়া হল চিঠি । "

চিঠিতে রাজ্যের বর্তমান অবস্থা, কোরোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতি নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে ৷ তার পরিপ্রেক্ষিতে একটি সর্বদলীয় বৈঠক ডাকার জন্য আবেদন করা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে । চণ্ডীদাস ভট্টাচার্য আরও বলেন, " ডাক্তার-নার্স বিভিন্ন সংগঠন, বিশিষ্ট ব্যক্তি, বিজ্ঞান সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সরকার একটি মিটিং করুক । এই আবেদন জানানো হয়েছে SUCI - এর রাজ্য সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে । রাজ্যের উদ্ভূত পরিস্থিতিতে সমস্ত দাবিকে সামনে রেখে সেগুলি দ্রুত কার্যকর করার জন্য আগামী 30 এপ্রিল পশ্চিমবাংলা দাবি দিবস হিসেবে পালন করার আহ্বান জানানো হয়েছে । সেদিন সাধারণ মানুষের দাবি সম্বলিত ডেপুটেশন সরকারি কর্তৃপক্ষের কাছে দেওয়া হবে । "

কলকাতা, 25 এপ্রিল : মুখ্যমন্ত্রী আর তথ্য গোপন করবেন না । ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে । দেশের বিভিন্ন জায়গায় কোরোনা পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের মধ্যে আসছে ৷ তখনও পশ্চিমবঙ্গে লাগামহীনভাবে বেড়ে চলেছে কোরোনা ভাইরাসে সংক্রমণ । বললেন SUCI - এর রাজ্য সম্পাদক ৷ এই অবস্থায় ফের সর্বদলীয় বৈঠক এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বৈঠক ডাকার দাবি করেছেন SUCI - এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য । বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ইতিমধ্যেই তিনি আবেদন জানিয়েছেন । চলতি মাসের 30 তারিখে রাজ্যব্যাপী দাবি দিবস পালনের আহ্বান জানিয়েছেন তিনি ।

বর্তমানে কোরোনা ভাইরাস আক্রমণজনিত পরিস্থিতি ভয়ঙ্কর চেহারা নিয়েছে । রাজ্য সরকার তথ্য গোপন করছে । নিয়মিত অসংখ্য মানুষের বিভিন্ন হাসপাতালে মৃত্যু হচ্ছে । তিনি বলেন, " ডেঙ্গু মোকাবিলায় পরিযায়ী শ্রমিক, চাষী ও দরিদ্র মানুষদের জন্য রাজ্য সরকারের পূর্ব ঘোষণাই ঠিকমতো পাওয়া যাচ্ছে না । তারমধ্যে নতুন "প্রচেষ্টা" প্রকল্প সম্পর্কে আবেদন করার পদ্ধতি অত্যন্ত জটিল করা হয়েছে । সংশ্লিষ্ট প্রকল্পটির সহজ পদ্ধতির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে । স্বাস্থ্য ক্ষেত্রে উপযুক্ত স্ক্রিনিংসহ কয়েকটি দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে দেওয়া হল চিঠি । "

চিঠিতে রাজ্যের বর্তমান অবস্থা, কোরোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতি নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে ৷ তার পরিপ্রেক্ষিতে একটি সর্বদলীয় বৈঠক ডাকার জন্য আবেদন করা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে । চণ্ডীদাস ভট্টাচার্য আরও বলেন, " ডাক্তার-নার্স বিভিন্ন সংগঠন, বিশিষ্ট ব্যক্তি, বিজ্ঞান সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সরকার একটি মিটিং করুক । এই আবেদন জানানো হয়েছে SUCI - এর রাজ্য সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে । রাজ্যের উদ্ভূত পরিস্থিতিতে সমস্ত দাবিকে সামনে রেখে সেগুলি দ্রুত কার্যকর করার জন্য আগামী 30 এপ্রিল পশ্চিমবাংলা দাবি দিবস হিসেবে পালন করার আহ্বান জানানো হয়েছে । সেদিন সাধারণ মানুষের দাবি সম্বলিত ডেপুটেশন সরকারি কর্তৃপক্ষের কাছে দেওয়া হবে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.