দমদম, ১৬ আগস্ট : জন্মদিন ছিল স্ত্রীর । সেই উপলক্ষ্যেই সপরিবারে ভিক্টোরিয়া বেড়াতে গেছিলেন । আনন্দের দিন এক লহমায় যেন বদলে গেল ৷ মুহূর্তের বজ্রপাত কেড়ে নিল জীবন ৷ স্বামীকে হারিয়ে দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা সংগীতা পাল এখন আড়াই বছরের কন্যা সন্তানকে নিয়ে SSKM-এ চিকিৎসাধীন ।
স্ত্রী সংগীতা পাল ও কন্যা সানভিকে নিয়ে দুপুরে ভিক্টোরিয়া বেড়াতে গেছিলেন সুবীর পাল ৷ সংগীতা বেসরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন । বিকেলের দিকে হঠাৎ কালো মেঘ ঘনিয়ে আসে ৷ শুরু হয় মুষলধারে বৃষ্টি, বজ্রপাত । মুহূর্তের বজ্রপাত ছারখার করে দিল একটু আগে জন্মদিন সেলিব্রেট করা সুখী পরিবারকে ৷
স্বামী ও মেয়েকে নিয়ে ছোট্ট পরিবার সংগীতার । ভাড়া থাকতেন ক্যান্টনমেন্টের সুকান্তপল্লি এলাকায় । বিয়ের আগে খ্রিশ্চিয়ান ধর্মালম্বী ছিলেন । সেই কারণে সুবীরের পরিবার প্রথম দিকে মেনে নেয়নি । তবে সুবীর তাঁকে ছেড়ে যাননি । ভালোবেসে বছর চারেক আগে বিয়ে হয় তাঁদের । সুবীর নিজের বাড়ি ছেড়ে ওঠেন ভাড়াবাড়িতে । তবে সানভি ভূমিষ্ঠ হওয়ায় পর সম্পর্ক স্বাভাবিক হয় দুই পরিবারের । বেশ ভালো দিন কাটছিল তাঁদের । জমে উঠেছিল সুবীরের চশমার ব্যবসাও ৷ কিন্তু শুক্রবারের সন্ধ্যা যেন সব হিসেব গুলিয়ে দিল ৷
সংগীতার ভাড়া বাড়ির মালিক অভিনন্দন বিশ্বাস বলেন, "ধর্ম ও পরিবার কিছুই বাধা হতে পারেনি ওদের কাছে । খুব ভালো মানুষ ছিল । হাসিখুশি থাকত । আজ সকালে খোশমেজাজে বের হয়েছিল । বিকেলে খবরটা শুনলাম । মর্মান্তিক ব্যাপার ।"