কলকাতা, 30 এপ্রিল: ইতিমধ্যেই রওনা দিয়েছে ওরা । 95 টি বাস আসছে জাতীয় সড়ক ধরে । প্রবল দুশ্চিন্তার মধ্যে রাজস্থানের কোটায় আটকে থাকা ছাত্রছাত্রীরা । সব ঠিক থাকলে আগামীকাল সকালেই পৌঁছে যাবে রাজ্যে । তারপর তাদের হবে শারীরিক পরীক্ষা । আজ একথা জানালেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
মোট 2368 জন ছাত্রছাত্রী । তাদের বেশির ভাগই রাজস্থানের কোটায় প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংয়ের জন্য গিয়েছিল । এদের বাড়ি বাংলার বিভিন্ন প্রান্তে । লকডাউনের জেরে সেখানেই আটকে পড়ে তারা । এমনিতেই রাজস্থানে সংক্রমণ অনেক বেশি । ফলে দুশ্চিন্তায় পড়ে যান ওই ছাত্রছাত্রীদের পরিবারের সদস্যরা । উদ্বিগ্ন পড়ুয়াদের তরফে নানা ভাবে অনুরোধ করা হয় রাজ্য সরকারের কাছে, যেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় । কিন্তু প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিয়েছিল, ওই ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে আনা সম্ভব নয়। রাজ্যের মুখ্য সচিব বলেন, " এটা একটা বিশাল বড় কাজ । অনেক জটিলতা রয়েছে। এতটা রাস্তা এত জনকে আনা সম্ভব নয় । আর কয়েকটা দিন একটু কষ্ট করুন ।" এরপরই কোটায় আটকে থাকা ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে আনতে সচেষ্ট ছিলেন অধীর চৌধুরি । লোকসভায় কংগ্রেসের দলনেতা বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজস্থান সরকারের সঙ্গে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বিষয়টি নিয়ে সাহায্যের আশ্বাস দেন।
এদিকে সমস্যার গভীরতা বুঝে নবান্ন পালটায় নিজের অবস্থান । খোদ মুখ্যমন্ত্রী বলেন, " আমি যতদিন আছি, বাংলার কেউ নিজেকে অসহায় মনে করবেন না । এই কঠিন সময়ে আমি আপনাদের পাশে আছি। ছোটো ছেলেমেয়েরা যারা কোটাতে আটকে আছে তারা ঘরে ফিরবে। " মুখ্যমন্ত্রী জানিয়ে দেন একজন আমলাকে পুরো বিষয়টির তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে । আর আজ স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন রাজ্য সরকারের অফিসারদের তত্ত্বাবধানে চলবে 95 টি বাস । সব ঠিক থাকলে আগামীকাল সকালেই পৌঁছে যাবে ওই পড়ুয়ারা রাজ্যে।
95টি বাসে কোটা থেকে ছাত্রছাত্রীরা রাজ্যে পৌঁছাবেন কাল সকালে, জানালেন স্বরাষ্ট্র সচিব
আগামীকাল রাজ্যে ফিরতে পারে রাজস্থানের কোটায় আটকে থাকা 2368 জন পড়ুয়া ।
কলকাতা, 30 এপ্রিল: ইতিমধ্যেই রওনা দিয়েছে ওরা । 95 টি বাস আসছে জাতীয় সড়ক ধরে । প্রবল দুশ্চিন্তার মধ্যে রাজস্থানের কোটায় আটকে থাকা ছাত্রছাত্রীরা । সব ঠিক থাকলে আগামীকাল সকালেই পৌঁছে যাবে রাজ্যে । তারপর তাদের হবে শারীরিক পরীক্ষা । আজ একথা জানালেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
মোট 2368 জন ছাত্রছাত্রী । তাদের বেশির ভাগই রাজস্থানের কোটায় প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংয়ের জন্য গিয়েছিল । এদের বাড়ি বাংলার বিভিন্ন প্রান্তে । লকডাউনের জেরে সেখানেই আটকে পড়ে তারা । এমনিতেই রাজস্থানে সংক্রমণ অনেক বেশি । ফলে দুশ্চিন্তায় পড়ে যান ওই ছাত্রছাত্রীদের পরিবারের সদস্যরা । উদ্বিগ্ন পড়ুয়াদের তরফে নানা ভাবে অনুরোধ করা হয় রাজ্য সরকারের কাছে, যেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় । কিন্তু প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিয়েছিল, ওই ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে আনা সম্ভব নয়। রাজ্যের মুখ্য সচিব বলেন, " এটা একটা বিশাল বড় কাজ । অনেক জটিলতা রয়েছে। এতটা রাস্তা এত জনকে আনা সম্ভব নয় । আর কয়েকটা দিন একটু কষ্ট করুন ।" এরপরই কোটায় আটকে থাকা ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে আনতে সচেষ্ট ছিলেন অধীর চৌধুরি । লোকসভায় কংগ্রেসের দলনেতা বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজস্থান সরকারের সঙ্গে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বিষয়টি নিয়ে সাহায্যের আশ্বাস দেন।
এদিকে সমস্যার গভীরতা বুঝে নবান্ন পালটায় নিজের অবস্থান । খোদ মুখ্যমন্ত্রী বলেন, " আমি যতদিন আছি, বাংলার কেউ নিজেকে অসহায় মনে করবেন না । এই কঠিন সময়ে আমি আপনাদের পাশে আছি। ছোটো ছেলেমেয়েরা যারা কোটাতে আটকে আছে তারা ঘরে ফিরবে। " মুখ্যমন্ত্রী জানিয়ে দেন একজন আমলাকে পুরো বিষয়টির তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে । আর আজ স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন রাজ্য সরকারের অফিসারদের তত্ত্বাবধানে চলবে 95 টি বাস । সব ঠিক থাকলে আগামীকাল সকালেই পৌঁছে যাবে ওই পড়ুয়ারা রাজ্যে।