ETV Bharat / state

Ripped Jeans Controversy in College : ছেঁড়া জিন্স পরে এলেই টিসি ! ফতোয়া কলকাতার কলেজে - College students will be given tc if wear ripped jeans

এই নির্দেশিকা (Notice on ripped jeans) দিয়েছেন কলকাতার আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের অধ্যক্ষ ৷ কলেজের শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও এই পোশাক বিধি লাগু হয়েছে ৷

acharya jagadish chandra bose college
ছেঁড়া জিন্স পরে কলেজে এলেই টিসি ! ফতোয়া কলকাতার কলেজে
author img

By

Published : Mar 26, 2022, 5:13 PM IST

কলকাতা, 26 মার্চ : সরকারি স্কুলের পড়ুয়াদের নীল-সাদা পোশাক ও তাতে বিশ্ব বাংলা লোগো বসানো নিয়ে বিতর্ক চলছে রাজ্যে ৷ তার মধ্যেই এবার সামনে এল নয়া পোশাক 'ফতোয়া' ৷ এবার কলকাতার এক কলেজে ৷ যেখানে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, পড়ুয়ারা ছেঁড়া জিন্স (টর্ন জিন্স) পরে ক্লাসে এলে তাঁদের কলেজ থেকে বের করে দেওয়া হবে অর্থাৎ টিসি দিয়ে দেওয়া হবে (College students will be given tc if wear ripped jeans) ৷ আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতি এই নির্দেশিকা জারি করেছেন ৷ তবে শুধু পড়ুয়া নয়, কলেজ স্টাফদের জন্যও এই নিয়ম কার্যকর হবে বলে অধ্যক্ষ জানিয়েছেন ৷

গত 23 মার্চ এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ সেই নির্দেশিকার বয়ানে বলে হয়েছে, কলেজের পড়ুয়া, শিক্ষাকর্মীরা ছেঁড়া পোশাক বিশেষত ছেঁড়া প্যান্ট পরে কলেজে আসতে পারবেন না ৷ এই ধরণের পোশাক খুবই অশোভন ৷ নিয়ম অমান্য করলে প্রয়োজনে টিসি দিয়ে দেওয়া হবে সেই পড়ুয়াকে ৷ এই বিষয়ে কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতির সঙ্গে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, "পড়ুয়াদের জিন্স পরায় আমার কোনও সমস্যা নেই। তবে লক্ষ্য করছিলাম দিনের পর দিন কয়েকজন পড়ুয়া ছেঁড়া-ফাটা জিন্স পরে কলেজে আসছিল। এই প্রবণতা যেন দিনে দিনে বেড়েই চলেছে । ছেঁড়ার মাত্রা ক্রমশ আরও বেড়ে চলেছে। কলেজে পঠন-পাঠন হয়, তবে সেখানে যদি এই ধরনের অশোভন পোশাক ফ্যাশন হয়ে তবে তা মেনে নেওয়া যায় না।"

ছেঁড়া জিন্স অশোভন বলে দাবি করেছেন কলেজের অধ্যক্ষ ৷

আরও পড়ুন : উত্তরবঙ্গ মেডিক্যালে ‘ফাঁকিবাজ’ চিকিৎসকদের বেতন বন্ধ

তিনি আরও বলেন, "এরপরেও যদি পড়ুয়ারা সতর্ক না হয় তাহলে তাঁদেরকে ডেকে প্রথমে সতর্ক করা হবে, তারপর ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়ে দিতে বাধ্য হব ৷ দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল ৷" কলেজ কর্তৃপক্ষের দাবি, তাদের এই সিদ্ধান্তকে অভিভাবকরা স্বাগত জানিয়েছে। তবে এই বিষয়টি নিয়ে বিতর্কও শুরু হয়েছে ৷ প্রশ্ন উঠছে কলেজে এই ধরণের পোশাক বিধি নিয়ে ফতোয়া দেওয়া যায় কি না ৷ ছেঁড়া জিন্স পড়ার জন্য কলেজ থেকে তাড়িয়ে দিয়ে পড়ুয়াদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হবে, এই বিষয়টিতেও অনেকেই আপত্তি তুলেছেন ৷ ছেঁড়া জিন্স মানেই তা অশোভন বা অশালীন হবে এই যুক্তিও মানতে নারাজ অনেকেই ৷

কলকাতা, 26 মার্চ : সরকারি স্কুলের পড়ুয়াদের নীল-সাদা পোশাক ও তাতে বিশ্ব বাংলা লোগো বসানো নিয়ে বিতর্ক চলছে রাজ্যে ৷ তার মধ্যেই এবার সামনে এল নয়া পোশাক 'ফতোয়া' ৷ এবার কলকাতার এক কলেজে ৷ যেখানে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, পড়ুয়ারা ছেঁড়া জিন্স (টর্ন জিন্স) পরে ক্লাসে এলে তাঁদের কলেজ থেকে বের করে দেওয়া হবে অর্থাৎ টিসি দিয়ে দেওয়া হবে (College students will be given tc if wear ripped jeans) ৷ আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতি এই নির্দেশিকা জারি করেছেন ৷ তবে শুধু পড়ুয়া নয়, কলেজ স্টাফদের জন্যও এই নিয়ম কার্যকর হবে বলে অধ্যক্ষ জানিয়েছেন ৷

গত 23 মার্চ এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ সেই নির্দেশিকার বয়ানে বলে হয়েছে, কলেজের পড়ুয়া, শিক্ষাকর্মীরা ছেঁড়া পোশাক বিশেষত ছেঁড়া প্যান্ট পরে কলেজে আসতে পারবেন না ৷ এই ধরণের পোশাক খুবই অশোভন ৷ নিয়ম অমান্য করলে প্রয়োজনে টিসি দিয়ে দেওয়া হবে সেই পড়ুয়াকে ৷ এই বিষয়ে কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতির সঙ্গে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, "পড়ুয়াদের জিন্স পরায় আমার কোনও সমস্যা নেই। তবে লক্ষ্য করছিলাম দিনের পর দিন কয়েকজন পড়ুয়া ছেঁড়া-ফাটা জিন্স পরে কলেজে আসছিল। এই প্রবণতা যেন দিনে দিনে বেড়েই চলেছে । ছেঁড়ার মাত্রা ক্রমশ আরও বেড়ে চলেছে। কলেজে পঠন-পাঠন হয়, তবে সেখানে যদি এই ধরনের অশোভন পোশাক ফ্যাশন হয়ে তবে তা মেনে নেওয়া যায় না।"

ছেঁড়া জিন্স অশোভন বলে দাবি করেছেন কলেজের অধ্যক্ষ ৷

আরও পড়ুন : উত্তরবঙ্গ মেডিক্যালে ‘ফাঁকিবাজ’ চিকিৎসকদের বেতন বন্ধ

তিনি আরও বলেন, "এরপরেও যদি পড়ুয়ারা সতর্ক না হয় তাহলে তাঁদেরকে ডেকে প্রথমে সতর্ক করা হবে, তারপর ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়ে দিতে বাধ্য হব ৷ দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল ৷" কলেজ কর্তৃপক্ষের দাবি, তাদের এই সিদ্ধান্তকে অভিভাবকরা স্বাগত জানিয়েছে। তবে এই বিষয়টি নিয়ে বিতর্কও শুরু হয়েছে ৷ প্রশ্ন উঠছে কলেজে এই ধরণের পোশাক বিধি নিয়ে ফতোয়া দেওয়া যায় কি না ৷ ছেঁড়া জিন্স পড়ার জন্য কলেজ থেকে তাড়িয়ে দিয়ে পড়ুয়াদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হবে, এই বিষয়টিতেও অনেকেই আপত্তি তুলেছেন ৷ ছেঁড়া জিন্স মানেই তা অশোভন বা অশালীন হবে এই যুক্তিও মানতে নারাজ অনেকেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.