ETV Bharat / state

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট 19 ফেব্রুয়ারি, প্রস্তাব উপাচার্যকে - যাদবপুর বিশ্ববিদ্যালয়

আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইলেকশন অ্যাডভাইজ়রি কমিটির বৈঠক ছিল । কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস রজত রায় । তিনি বলেন, "আজ অ্যাডভাইজ়রি কমিটির বৈঠক ছিল । আমরা ছাত্রভোটের দিন নিয়ে আলোচনা করেছি । ১৯ ফেব্রুয়ারি ইলেকশন ও ২০ ফেব্রুয়ারি গণনা ও ফলাফল ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছে ।

JU
যাদবপুর বিশ্ববিদ্যালয়
author img

By

Published : Nov 26, 2019, 11:19 PM IST

কলকাতা, ২৬ নভেম্বর :যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোটের দিন ঠিক হল । ১৯ ফেব্রুয়ারি হতে পারে ছাত্রভোট । আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকশন অ্যাডভাইজ়রি কমিটির বৈঠকে ছাত্রভোটের দিন ঠিক হয়েছে । যদিও দিনটি উপাচার্যের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত হবে বলে জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস রজত রায় ।

আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইলেকশন অ্যাডভাইজ়রি কমিটির বৈঠক ছিল । কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস রজত রায় । তিনি বলেন, "আজ অ্যাডভাইজ়রি কমিটির বৈঠক ছিল । আমরা ছাত্রভোটের দিন নিয়ে আলোচনা করেছি । ১৯ ফেব্রুয়ারি ইলেকশন ও ২০ ফেব্রুয়ারি গণনা ও ফলাফল ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছে । সকলে মিলে একমত হয়ে এই প্রস্তাব দিয়েছেন । এবার প্রস্তাবটি উপাচার্য সুরঞ্জন দাসের কাছে কাছে পাঠানো হবে অনুমোদনের জন্য ।"

ছাত্রভোট করানোর জন্য যে 8 টি একক বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা দপ্তর অনুমতি দিয়েছিল তার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে । আগে ছাত্রভোট নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটিতে আলোচনা হয় । তখন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, বিগত বছরগুলিতে যে মডেলে ছাত্রভোট হয়েছিল, আগামী ছাত্রভোট সেই মডেলেই করা হবে । বিগত বছরগুলিতে ইউনিয়ন মডেলে ভোট হয়েছিল যাদবপুরে ।

কলকাতা, ২৬ নভেম্বর :যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোটের দিন ঠিক হল । ১৯ ফেব্রুয়ারি হতে পারে ছাত্রভোট । আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকশন অ্যাডভাইজ়রি কমিটির বৈঠকে ছাত্রভোটের দিন ঠিক হয়েছে । যদিও দিনটি উপাচার্যের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত হবে বলে জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস রজত রায় ।

আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইলেকশন অ্যাডভাইজ়রি কমিটির বৈঠক ছিল । কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস রজত রায় । তিনি বলেন, "আজ অ্যাডভাইজ়রি কমিটির বৈঠক ছিল । আমরা ছাত্রভোটের দিন নিয়ে আলোচনা করেছি । ১৯ ফেব্রুয়ারি ইলেকশন ও ২০ ফেব্রুয়ারি গণনা ও ফলাফল ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছে । সকলে মিলে একমত হয়ে এই প্রস্তাব দিয়েছেন । এবার প্রস্তাবটি উপাচার্য সুরঞ্জন দাসের কাছে কাছে পাঠানো হবে অনুমোদনের জন্য ।"

ছাত্রভোট করানোর জন্য যে 8 টি একক বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা দপ্তর অনুমতি দিয়েছিল তার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে । আগে ছাত্রভোট নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটিতে আলোচনা হয় । তখন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, বিগত বছরগুলিতে যে মডেলে ছাত্রভোট হয়েছিল, আগামী ছাত্রভোট সেই মডেলেই করা হবে । বিগত বছরগুলিতে ইউনিয়ন মডেলে ভোট হয়েছিল যাদবপুরে ।

Intro:কলকাতা, ২৬ নভেম্বর: ঠিক হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোটের দিন। আগামী ১৯ ফেব্রুয়ারি হতে পারে ছাত্রভোট। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকশন অ্যাডভাইজরি কমিটির বৈঠকে ছাত্রভোটের জন্য দিনটি নির্ধারণ করা হয়েছে। যদিও দিনটি উপাচার্যের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত হবে বলে জানাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস রজত রায়।Body:আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইলেকশন অ্যাডভাইজারি কমিটির বৈঠক ছিল। এই কমিটির কনভেনার বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস রজত রায়। তিনি জানান, আগামী বছর ১৯ ফেব্রুয়ারি ছাত্রভোটের দিন ও ২০ ফেব্রুয়ারি গণনা ও ফলপ্রকাশের দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে আজকের বৈঠকে। তবে, এই দিনগুলি এখনই চূড়ান্ত নয়। দিনগুলি পাঠানো হবে উপাচার্য সুরঞ্জন দাশের কাছে। তিনি অনুমোদন দিলে তারপরেই চূড়ান্ত হবে ছাত্রভোটের দিন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেূন্টস রজত রায় বলেন, "আজ অ্যাডভাইজারি কমিটির বৈঠক ছিল। আজকে আমরা ছাত্রভোটের দিন নিয়ে আলোচনা করেছি। ১৯ ফেব্রুয়ারি ইলেকশন হবে। ২০ ফেব্রুয়ারি গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। সকলে মিলে একমত হওয়া গেছে। এবারে এটা উপাচার্যের কাছে পাঠানো হবে অনুমোদনের জন্য।"

ছাত্রভোট করানোর জন্য যে চারটি একক বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা দপ্তর অনুমতি দিয়েছিল তার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিল। আগে ছাত্রভোট নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটিতে আলোচনা হয়েছিল। তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, বিগত বছরগুলিতে যে মডেলে ছাত্রভোট হয়েছিল আগামী ছাত্রভোট সেই মডেলেই করা হবে। বিগত বছরগুলোতে ইউনিয়ন মডেলেই ভোট হয়েছিল যাদবপুরে। সেই অনুযায়ী, এবারের ছাত্রভোটও ইউনিয়ন মডেলেই হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.