ETV Bharat / state

বাবুল ও অগ্নিমিত্রার বিরুদ্ধে অভিযোগ দায়ের যাদবপুরের 4 পড়ুয়ার

যাদবপুরের ঘটনায় বাবুল সুপ্রিয় ও অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে দায়ের অভিযোগ ৷

author img

By

Published : Sep 22, 2019, 9:22 PM IST

Updated : Sep 22, 2019, 10:27 PM IST

বাবুল

কলকাতা, 22 সেপ্টেম্বর : যাদবপুরের ঘটনায় বাবুল সুপ্রিয় ও অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন চার পড়ুয়া ৷ দু'জনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনা হয়েছে ৷ পাশাপাশি, দিলীপ ঘোষ সহ BJP নেতাদের মন্তব্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেছেন তাঁরা ৷

বৃহস্পতিবার দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-র নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বাবুল সুপ্রিয় ৷ ছিলেন অগ্নিমিত্রা পালও ৷ তখন SFI ও কয়েকটি সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ "গো ব্যাক স্লোগান" তুলে লাল-কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা ৷ কে পি বসু মেমোরিয়াল হলের সামনে তাঁকে লক্ষ্য করে বোতল ও ইট ছোড়া হয় ৷ সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর গাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয় ৷ পরে রাজ্যপালের গাড়িতেই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসেন বাবুল ৷ এদিকে যাদবপুরের ইউনিয়ন রুমে ভাঙচুর চালানো হয় ৷

এই সংক্রান্ত আরও খবর : যাদবপুরে "ক্ষুব্ধ" রাজ্যপাল, বিক্ষোভের মাঝেই বের করে আনলেন বাবুলকে

সেই ঘটনার তিনদিনের মাথায় যাদবপুর থানায় বাবুল ও অগ্নিমিত্রার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন চার পড়ুয়া ৷ সংস্কৃতর স্নাতকোত্তর ফার্স্ট ইয়ারের এক ছাত্রী অভিযোগপত্রে লিখেছেন, "বাবুল সুপ্রিয় আমাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার গায়ে হাত তোলে এবং হেনস্থা করে ৷ এই ঘটনার পর থেকে আমি মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছি ৷ ওই দিন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দিলীপ ঘোষের বক্তব্যের পর থেকে আমি আতঙ্কে আছি ৷" ওই ছাত্রীর মতো একই অভিযোগ করেছেন তাঁর এক সহপাঠী, সংস্কৃতর স্নাতকোত্তর সেকেন্ড ইয়ারের এক ছাত্র ও বাংলার স্নাতকোত্তর ফার্স্ট ইয়ারের এক ছাত্র ৷ বাবুলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে অনুরোধ জানিয়েছেন ওই চারজন ৷

BJP
যাদবপুরের পড়ুয়াদের বিরুদ্ধে মিছিল BJP-র

এই সংক্রান্ত আরও খবর : যারা বাবুলকে হেনস্থা করেছে, তাদের হাত ভাঙব; হুঁশিয়ারি দিলীপের

AFSU-র সাধারণ সম্পাদক দেবরাজ দেবনাথ বলেন, "চারজন অভিযোগ করেছেন ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের তরফেও একসঙ্গে একটা অভিযোগ করা হয়েছে । বৃহস্পতিবারের ঘটনা নিয়ে মিথ্যে প্রচার হচ্ছে ৷ ছাত্রদের উপরই সব দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ সেদিনই অভিযোগ করা হত ৷ কিন্তু, সবার সাহস হয়ে ওঠেনি ৷ একজন কেন্দ্রীয় মন্ত্রী বলে কথা । তারপর দিলীপ ঘোষ ও সায়ন্তন বসুর মন্তব্যের পর সবাই ভয়ানক টেনশনের জায়গায় আছে। সেখান থেকেই সরাসরি বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে তাঁরা এই অভিযোগটা করেছেন ।"

BJP
মিছিল যাদবপুরের পডু়য়াদের

এই সংক্রান্ত আরও খবর : বাবুলের প্ররোচনায় গুন্ডারা ভাঙচুর করে ইউনিয়ন রুম, বললেন SFI-এর রাজ্য সম্পাদ

কলকাতা, 22 সেপ্টেম্বর : যাদবপুরের ঘটনায় বাবুল সুপ্রিয় ও অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন চার পড়ুয়া ৷ দু'জনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনা হয়েছে ৷ পাশাপাশি, দিলীপ ঘোষ সহ BJP নেতাদের মন্তব্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেছেন তাঁরা ৷

বৃহস্পতিবার দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-র নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বাবুল সুপ্রিয় ৷ ছিলেন অগ্নিমিত্রা পালও ৷ তখন SFI ও কয়েকটি সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ "গো ব্যাক স্লোগান" তুলে লাল-কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা ৷ কে পি বসু মেমোরিয়াল হলের সামনে তাঁকে লক্ষ্য করে বোতল ও ইট ছোড়া হয় ৷ সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর গাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয় ৷ পরে রাজ্যপালের গাড়িতেই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসেন বাবুল ৷ এদিকে যাদবপুরের ইউনিয়ন রুমে ভাঙচুর চালানো হয় ৷

এই সংক্রান্ত আরও খবর : যাদবপুরে "ক্ষুব্ধ" রাজ্যপাল, বিক্ষোভের মাঝেই বের করে আনলেন বাবুলকে

সেই ঘটনার তিনদিনের মাথায় যাদবপুর থানায় বাবুল ও অগ্নিমিত্রার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন চার পড়ুয়া ৷ সংস্কৃতর স্নাতকোত্তর ফার্স্ট ইয়ারের এক ছাত্রী অভিযোগপত্রে লিখেছেন, "বাবুল সুপ্রিয় আমাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার গায়ে হাত তোলে এবং হেনস্থা করে ৷ এই ঘটনার পর থেকে আমি মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছি ৷ ওই দিন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দিলীপ ঘোষের বক্তব্যের পর থেকে আমি আতঙ্কে আছি ৷" ওই ছাত্রীর মতো একই অভিযোগ করেছেন তাঁর এক সহপাঠী, সংস্কৃতর স্নাতকোত্তর সেকেন্ড ইয়ারের এক ছাত্র ও বাংলার স্নাতকোত্তর ফার্স্ট ইয়ারের এক ছাত্র ৷ বাবুলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে অনুরোধ জানিয়েছেন ওই চারজন ৷

BJP
যাদবপুরের পড়ুয়াদের বিরুদ্ধে মিছিল BJP-র

এই সংক্রান্ত আরও খবর : যারা বাবুলকে হেনস্থা করেছে, তাদের হাত ভাঙব; হুঁশিয়ারি দিলীপের

AFSU-র সাধারণ সম্পাদক দেবরাজ দেবনাথ বলেন, "চারজন অভিযোগ করেছেন ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের তরফেও একসঙ্গে একটা অভিযোগ করা হয়েছে । বৃহস্পতিবারের ঘটনা নিয়ে মিথ্যে প্রচার হচ্ছে ৷ ছাত্রদের উপরই সব দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ সেদিনই অভিযোগ করা হত ৷ কিন্তু, সবার সাহস হয়ে ওঠেনি ৷ একজন কেন্দ্রীয় মন্ত্রী বলে কথা । তারপর দিলীপ ঘোষ ও সায়ন্তন বসুর মন্তব্যের পর সবাই ভয়ানক টেনশনের জায়গায় আছে। সেখান থেকেই সরাসরি বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে তাঁরা এই অভিযোগটা করেছেন ।"

BJP
মিছিল যাদবপুরের পডু়য়াদের

এই সংক্রান্ত আরও খবর : বাবুলের প্ররোচনায় গুন্ডারা ভাঙচুর করে ইউনিয়ন রুম, বললেন SFI-এর রাজ্য সম্পাদ

Intro:কলকাতা, ২২ সেপ্টেম্বর: গত ১৯ সেপ্টেম্বর ক্যাম্পাসে ABVP দ্বারা আয়োজিত ফ্রেশার ওয়েলকাম অনুষ্ঠানে বিজেপির সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র আসাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ঘটনার প্রায় ২ দিন পর গতকাল নতুন করে বাবুল সুপ্রিয় ও অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করলেন চার বিশ্ববিদ্যালয় পড়ুয়া। তার মধ্যে তিনটি অভিযোগ বাবুল সুপ্রিয় ও একটি অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে করা হয়েছে। তাঁরা প্রত্যেকেই বিজেপি নেতৃত্বদের কথায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন অভিযোগ পত্রে।
Body:অভিযোগপত্রের বয়ান অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর যখন ABVP-র ফ্রেশার ওয়েলকাম অনুষ্ঠানে বক্তা হিসেবে বাবুল সুপ্রিয় ও অগ্নিমিত্রা পাল ক্যাম্পাসে আসেন তখন ছাত্র-ছাত্রীরা ব্যারিকেড করে দাঁড়িয়েছিলেন। কিন্তু, বাবুল সুপ্রিয় ও অগ্নিমিত্রা পাল দুজনেই হলে প্রবেশ না করে তাঁদের উদ্দেশ্য বিভিন্ন ধরনের কটুক্তি, উস্কানিমূলক কথা ও গালিগালাজ করেন। এক অভিযোগকারী জানিয়েছেন, তাঁকে ধাক্কাও মারেন বাবুল সুপ্রিয়। গোটা ঘটনায় তাঁরা সকলেই মানসিকভাবে ভেঙে পড়েছেন ও ঘটনার পরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হুমকি দেওয়া বক্তব্যে তাঁরা আতঙ্কগ্রস্ত বলে জানিয়েছেন অভিযোগপত্রে। তাই বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে কঠোর বন্দোবস্ত ও তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে অনুরোধ করেছেন অভিযোগকারীরা।

AFSU-র সাধারণ সম্পাদক দেবরাজ দেবনাথ বলেন, "চারজন অভিযোগ করেছে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের তরফ থেকেও একসঙ্গে একটা অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবারের ঘটনা নিয়ে যে মিথ্যে প্রচার হচ্ছে, যেভাবে ছাত্রদের উপরি সব দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তার প্রেক্ষিতেই আমাদের স্পষ্ট বক্তব্য, অভিযোগ সেদিনই করা হতো। কিন্তু, সবার সাহস হয়ে উঠেনি, একজন কেন্দ্রীয় মন্ত্রী বলে কথা। তারপরে দিলীপ ঘোষের ও সায়ন্তন বসুর মন্তব্যের পরে সবাই ভয়ানক টেনশনের জায়গায় আছে। সেখান থেকেই সরাসরি বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে তাঁরা এই অভিযোগটা করেছে।"


Conclusion:
Last Updated : Sep 22, 2019, 10:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.