কলকাতা, 11 সেপ্টেম্বর: কলকাতার সেলিমপুর এলাকার এক বেসরকারি স্কুলের একাদশ শ্রেণির এক পড়ুয়াকে অপহরণের অভিযোগ উঠল তারই ক্লাসের এক ছাত্রীর দাদার বিরুদ্ধে ৷ সোমবার দুপুর সাড়ে 3টে নাগাদ ঘটনাটি ঘটে ৷ অভিযোগ, এদিন স্কুল ছুটির পর সহপাঠীদের চোখের সামনে দিয়েই এই পড়ুয়াকে জোর করে তুলে নিয়ে যায় 5-6 জনের দুষ্কৃতী দল ৷ দুষ্কৃতীদের সঙ্গে কয়েকজন পড়ুয়ার হাতাহাতিও হয় বলে জানা গিয়েছে ৷ এক্ষেত্রে ত্রিকোণ প্রেমের বিষয়টিই সামনে এসেছে ৷
জানা গিয়েছে, ওই পড়ুয়া তার সহপাঠী এক ছাত্রীর প্রতি দুর্বল ছিল । কিন্তু ওই ছাত্রীর আবার অন্য একজনের সঙ্গে সম্পর্ক ৷ ছাত্রীটি তার ওই সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ করে তার দাদাকে ৷ অভিযোগ, তারপরেই পীযূষ রায় নামে ওই মূল অভিযুক্ত বাইকে করে তার দলবল নিয়ে এসে স্কুলের সামনে ওই পড়ুয়ার উপর প্রথমে হামলা চালায় ও পরে তাকে অপহরণ করে নিয়ে যায় ৷ ঘটনার তদন্তে নেমেছে যাদবপুর থানার পুলিশ ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একাদশ শ্রেণির অপহৃত ওই ছাত্রটি তার ক্লাসেরই এক ছাত্রীর প্রতি দুর্বল ছিল ৷ বিষয়টি ওই পড়ুয়া ওই ছাত্রীকে জানায়ও ৷ কিন্তু ওই ছাত্রীর আবার অন্য একজনের সঙ্গে সম্পর্ক ৷ অভিযোগ, ওই ছাত্রিটি এই বিষয়টি তার দাদাকে জানায় ৷
আরও পড়ুন: ফের আন্তঃরাজ্য পাচার চক্রের হদিশ, জালনোট-সহ এসটিএফের জালে বিহারের 2
এরপরেই অতি তৎপরতা দেখাতে গিয়ে ওই অভিযুক্ত তার দলবল নিয়ে এসে এদিন স্কুলের বাইরে ওই ছাত্রের উপর চড়াও হয় ৷ অভিযোগ, তাকে মারধর করার পর বাইকে করে অপহরণ করে নিয়ে যাওয়া হয় । লালবাজারে গোয়েন্দা দফতর ও যাদবপুর থানা ও লেক থানার পুলিশ একসঙ্গে তদন্তে নেমেছে ৷ পুলিশ রাস্তা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে ৷ কথা বলা হচ্ছে প্রত্যক্ষদর্শী ও অপহৃতের পরিবারের সঙ্গেও ৷