কলকাতা, 8 মার্চ : তৃণমূলের টিকিট না পেয়ে, পৌরভোটে নির্দল প্রার্থী হিসেবে লড়ে যাঁরা ভোটে জিতেছেন, তাঁদের কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Supremo Mamata Banerjee) ৷ সোমবার নজরুল মঞ্চে দলের সাংগঠনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, দলের যাঁরা নির্দলদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তাঁদের সঙ্গে নিয়ে ঘুরছেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনে কড়া ব্যবস্থা নেবে দল ৷
এবারের পৌর নির্বাচনে পুরুলিয়ার ঝালদা, মুর্শিদাবাদের বেলডাঙ্গা, পূর্ব মেদিনীপুরের এগরা, হুগলির চাঁপদানি এই চার পৌরসভার ফল ত্রিশঙ্কু হয়েছে ৷ সেখানে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে লড়ে জয় পেয়েছেন অনেকে ৷ মনে করা হচ্ছিল, ত্রিশঙ্কু এই পৌরসভাগুলিতে বোর্ড গড়তে এই নির্দলদের দলে টানতে পারে ঘাসফুল শিবির ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের বার্তার পর সেই বিষয়টিও আরও অনিশ্চিত হয়ে পড়ল বলে মনে করা হচ্ছে ৷ নির্দলদের তিনি যে এখনই দলে ফেরাতে চান না তা এদিন বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷
আরও পড়ুন : গোয়া ত্রিশঙ্কু হলে নির্ণায়ক ভূমিকা নিতে চায় তৃণমূল
দলের একাংশের নেতৃত্বকে এই নিয়ে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেছেন, "অনেকে দলের নির্দেশ না মেনে নির্দলদের সঙ্গে নিয়ে ঘুরছেন । তাঁরা মনে করবেন না দল দুর্বল । মনে করছেন এখন আপনাদের সুযোগ! দলের সুযোগ এলে দলও তাঁদের নাম কেটে দেবে । দলের প্রার্থী থাকতেও নির্দলদের হয়ে প্রচার করবেন, তাঁদের জেতানোর চেষ্টা করবেন, নির্দলদের সঙ্গে নিয়ে ঘুরবেন, দল এসব মেনে নেবে না ৷"
পাশাপাশি বিজেপি ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও তীব্র নিশানা করেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায় । নাম না করে তিনি বলেন, "কেউ কেউ ইউপির ফল প্রকাশ হলে নবান্নে ঝড় উঠবে বলছে । ওরা ঝড় তুললে আমরা পাল্টা টর্নেডো তুলতে পারি । নিজের ওয়ার্ড সামলাক আগে ।" আগামী 5 মে থেকে তৃণমূলের জনসংযোগ যাত্রা শুরু হবে বলেও জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷