ETV Bharat / state

Womens Day Special : নারী দিবসে মহিলাদের উপাখ্যানে বাইশগজের তিন আম্পায়ার - বাংলার মহিলা আম্পায়ারদের গল্প

ওরা তিনজন ৷ বিনীতা রায় মৌলিক, বিউটি চক্রবর্তী ও রাখী দাস ৷ বঙ্গ ক্রিকেটে প্রথম তিন মহিলা আম্পায়ার ৷ আজ আন্তর্জাতিক নারী দিবসে ইটিভি ভারতের বিশেষ প্রতিবেদনে বাইশ গজের এই তিন নারীর কাহিনী (Womens Day Special) ৷

womens day special
নারী দিবসে বাইশগজের আম্পায়ার নারীদের উপাখ্যান
author img

By

Published : Mar 8, 2022, 1:42 PM IST

Updated : Nov 28, 2022, 1:06 PM IST

কলকাতা, 8 মার্চ : মহিলা ক্রিকেটার এখন আর নতুন নয় । ঝুলন গোস্বামী বিশ্বসেরা হয়েছেন, রিচা ঘোষ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি লিগ খেলছেন ৷ ভারতীয় মহিলা দলের বিশ্বকাপ পারফরম্যান্সের খবর কম বেশি সবাই রাখেন । কিন্তু উইকেটের পিছনে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা মানুষটির পারফরম্যান্স নিয়ে কতটা সচেতন আমরা ? থ্যাঙ্কলেস জব করেন, প্রচারের আলো নেই । অথচ পান থেকে চুন খসলেই মাঠের ক্রিকেটার থেকে গ্যালারির দর্শক সকলেই তাঁকে দোষারোপ করতে খড়্গহস্ত । এই রকম ধন্যবাদহীন কাজে আসার কারণ কী শুধুই ক্রিকেটের প্রতি ভালবাসা ? নাকি পেশার টান ।

ওরা তিনজন । বিনীতা রায় মৌলিক, বিউটি চক্রবর্তী, রাখী দাস ৷ বঙ্গ ক্রিকেটে এরাই প্রথম তিন মহিলা আম্পায়ার (Women Umpire of West Bengal) । ইডেনে রাজ্য ক্রিকেট সংস্থার সদর দফতরে প্রয়োজনীয় কিছু কাজ করতে এসে বসন্তের বিকেলে একটি ফ্রেন্ডলি ম্যাচ দেখছিলেন । মাঠে প্রতিটি আপিলের পরিপ্রেক্ষিতে আম্পায়ারের সিদ্ধান্ত কী হবে তাই নিয়ে চলছিল আলোচনা । সেই সময়ই ইটিভি ভারতের মুখোমুখি হন এই তিন কন্যে ৷

আরও পড়ুন : Womens Day Special : শখের ড্রাইভিং থেকে চালকের আসন, নারী দিবসে মহিলা বাসচালকের কাহিনী

"ক্রিকেটের প্রতি ভালবাসা তো রয়েইছে । চোট-আঘাতের কারণে খেলা ছাড়তে বাধ্য় হই । খেলা ছাড়ার পরেও মাঠে থাকতে চেয়েছিলাম । ওই সময় প্রাক্তন ক্রিকেটার মিঠু মুখোপাধ্যায় আমাকে আম্পায়ারিংয়ে আসার কথা বলেন । মিঠুদির কথামতোই পড়াশোনা করে আম্পায়ারিংয়ের পরীক্ষা দেওয়া ৷ এরপর পাস করে ফ্রান্সিস গোমসের ক্রিকেটীয় নিয়ম-কানুন বোঝানো এবং উৎসাহ আজ আমাকে এই জায়গায় নিয়ে এসেছে," বলছিলেন বিনীতা রায় মৌলিক (Womens Day Special) ।

বিনীতার কথার রেশ ধরে নিজেদের পক্ষে সওয়াল করেন আর বাংলার প্রথম মহিলা আম্পায়ার বিউটি চক্রবর্তী । তাঁর কথায়,"আগে আম্পায়ারিংয়ের পরীক্ষা শুধুমাত্র ছেলেদের জন্য হত । আমি যে বার পরীক্ষা দিয়েছিলাম সেবারই প্রথম মেয়েদের আম্পায়ারিংয়ের পরীক্ষায় বসতে দেওয়া হয় । আম্পায়ারিং কঠিন এবং ধন্যবাদহীন কাজ । তা সত্ত্বেও মিঠুদি উৎসাহ দিয়েছিল । খেলা ছাড়ার পরে আমি মাঠের সঙ্গে থাকতে চেয়েছিলাম । সেই থেকেই আম্পায়ারিংয়ে ।"

সাইমন টাফনেল এবং আলিমদারকে আদর্শ মানা বিনীতা বলেন, "চলতি বিশ্বকাপে ছ'জন মহিলা আম্পায়ার রয়েছেন । ওদের ম্যাচ পরিচালনা আমাদের অনুপ্রেরণা ।"

তবে উচ্চ মাধ্যমিকের পর মেয়েরা নিঃসন্দেহে আম্পায়ারিংকে কেরিয়ার হিসেবে বেছে নিতেই পারে বলছেন আর এক মহিলা আম্পায়ার রাখী দাস ৷ তাঁর কথায়, "অন্যান্য পেশার পাশাপাশি মেয়েরা চাইলে ক্রিকেট আম্পায়ারিংয়েও আসতে পারে । এখানে ভাল ভবিষ্যতের সম্ভাবনা রয়েছে ।"

আরও পড়ুন : আন্তর্জাতিক নারী দিবস: মণিপুরের ভূমিকন্যার 'ম্যাগনিফিশিয়েন্ট মেরি' হওয়ার গল্প

মহিলা ক্রিকেটকে আরও বেশি করে পাদপ্রদীপে নিয়ে আসার জন্য সিএবির বর্তমান প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার ভূমিকা অনস্বীকার্য । মেয়েদের ক্রিকেটে একাধিক টুর্নামেন্ট নিয়মিতভাবে আয়োজন করে বাংলার মহিলা ক্রিকেটারদের আরও বেশি করে উঠে আসার ব্যাপারে সাহায্য করেছেন । এবছর থেকে মহিলা আম্পায়াররা ছেলেদের ক্রিকেট ম্যাচও পরিচালনা করবেন ।

এই বিষয়ে সিএবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "মেয়েরা এখন সবকিছুতেই পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে । ফুটবল ম্যাচ পরিচালনা করছেন মহিলা রেফারিরা । তাহলে ক্রিকেটে হবে না কেন । বিউটি প্রথমে এসেছে । তারপর বিনীতা ও রাখী । ওরা ইতিমধ্যে বয়সভিত্তিক প্রতিযোগিতা, স্কুল টুর্নামেন্ট পরিচালনা করেছে । এবার দ্বিতীয় ডিভিশনে আম্পায়ারিং করবে । ওদের দেখে মেয়েদের আম্পায়ার হওয়ার আগ্রহ তৈরি হচ্ছে ।"

আম্পায়ার হিসেবে নতুন লড়াইটা শুরু করেছে ওরা তিনজন । বিনীতা, বিউটি ও রাখীর হাতে কলকাতা ময়দানে মহিলা আম্পায়ারদের বোধন । এই তিন আম্পায়ার কলকাতা ময়দানে নতুন ধারা শুরু করলেন,যা আর্ন্তজাতিক নারী দিবসে মেয়েদের উত্তরণের পথও বটে ।

আরও পড়ুন : Nandini Bhowmik On Womens Day : নারী দিবস প্রয়োজন, ব্যবসায়ীকরণ নয়, বিরোধে সরব মহিলা পুরোহিত নন্দিনী

কলকাতা, 8 মার্চ : মহিলা ক্রিকেটার এখন আর নতুন নয় । ঝুলন গোস্বামী বিশ্বসেরা হয়েছেন, রিচা ঘোষ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি লিগ খেলছেন ৷ ভারতীয় মহিলা দলের বিশ্বকাপ পারফরম্যান্সের খবর কম বেশি সবাই রাখেন । কিন্তু উইকেটের পিছনে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা মানুষটির পারফরম্যান্স নিয়ে কতটা সচেতন আমরা ? থ্যাঙ্কলেস জব করেন, প্রচারের আলো নেই । অথচ পান থেকে চুন খসলেই মাঠের ক্রিকেটার থেকে গ্যালারির দর্শক সকলেই তাঁকে দোষারোপ করতে খড়্গহস্ত । এই রকম ধন্যবাদহীন কাজে আসার কারণ কী শুধুই ক্রিকেটের প্রতি ভালবাসা ? নাকি পেশার টান ।

ওরা তিনজন । বিনীতা রায় মৌলিক, বিউটি চক্রবর্তী, রাখী দাস ৷ বঙ্গ ক্রিকেটে এরাই প্রথম তিন মহিলা আম্পায়ার (Women Umpire of West Bengal) । ইডেনে রাজ্য ক্রিকেট সংস্থার সদর দফতরে প্রয়োজনীয় কিছু কাজ করতে এসে বসন্তের বিকেলে একটি ফ্রেন্ডলি ম্যাচ দেখছিলেন । মাঠে প্রতিটি আপিলের পরিপ্রেক্ষিতে আম্পায়ারের সিদ্ধান্ত কী হবে তাই নিয়ে চলছিল আলোচনা । সেই সময়ই ইটিভি ভারতের মুখোমুখি হন এই তিন কন্যে ৷

আরও পড়ুন : Womens Day Special : শখের ড্রাইভিং থেকে চালকের আসন, নারী দিবসে মহিলা বাসচালকের কাহিনী

"ক্রিকেটের প্রতি ভালবাসা তো রয়েইছে । চোট-আঘাতের কারণে খেলা ছাড়তে বাধ্য় হই । খেলা ছাড়ার পরেও মাঠে থাকতে চেয়েছিলাম । ওই সময় প্রাক্তন ক্রিকেটার মিঠু মুখোপাধ্যায় আমাকে আম্পায়ারিংয়ে আসার কথা বলেন । মিঠুদির কথামতোই পড়াশোনা করে আম্পায়ারিংয়ের পরীক্ষা দেওয়া ৷ এরপর পাস করে ফ্রান্সিস গোমসের ক্রিকেটীয় নিয়ম-কানুন বোঝানো এবং উৎসাহ আজ আমাকে এই জায়গায় নিয়ে এসেছে," বলছিলেন বিনীতা রায় মৌলিক (Womens Day Special) ।

বিনীতার কথার রেশ ধরে নিজেদের পক্ষে সওয়াল করেন আর বাংলার প্রথম মহিলা আম্পায়ার বিউটি চক্রবর্তী । তাঁর কথায়,"আগে আম্পায়ারিংয়ের পরীক্ষা শুধুমাত্র ছেলেদের জন্য হত । আমি যে বার পরীক্ষা দিয়েছিলাম সেবারই প্রথম মেয়েদের আম্পায়ারিংয়ের পরীক্ষায় বসতে দেওয়া হয় । আম্পায়ারিং কঠিন এবং ধন্যবাদহীন কাজ । তা সত্ত্বেও মিঠুদি উৎসাহ দিয়েছিল । খেলা ছাড়ার পরে আমি মাঠের সঙ্গে থাকতে চেয়েছিলাম । সেই থেকেই আম্পায়ারিংয়ে ।"

সাইমন টাফনেল এবং আলিমদারকে আদর্শ মানা বিনীতা বলেন, "চলতি বিশ্বকাপে ছ'জন মহিলা আম্পায়ার রয়েছেন । ওদের ম্যাচ পরিচালনা আমাদের অনুপ্রেরণা ।"

তবে উচ্চ মাধ্যমিকের পর মেয়েরা নিঃসন্দেহে আম্পায়ারিংকে কেরিয়ার হিসেবে বেছে নিতেই পারে বলছেন আর এক মহিলা আম্পায়ার রাখী দাস ৷ তাঁর কথায়, "অন্যান্য পেশার পাশাপাশি মেয়েরা চাইলে ক্রিকেট আম্পায়ারিংয়েও আসতে পারে । এখানে ভাল ভবিষ্যতের সম্ভাবনা রয়েছে ।"

আরও পড়ুন : আন্তর্জাতিক নারী দিবস: মণিপুরের ভূমিকন্যার 'ম্যাগনিফিশিয়েন্ট মেরি' হওয়ার গল্প

মহিলা ক্রিকেটকে আরও বেশি করে পাদপ্রদীপে নিয়ে আসার জন্য সিএবির বর্তমান প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার ভূমিকা অনস্বীকার্য । মেয়েদের ক্রিকেটে একাধিক টুর্নামেন্ট নিয়মিতভাবে আয়োজন করে বাংলার মহিলা ক্রিকেটারদের আরও বেশি করে উঠে আসার ব্যাপারে সাহায্য করেছেন । এবছর থেকে মহিলা আম্পায়াররা ছেলেদের ক্রিকেট ম্যাচও পরিচালনা করবেন ।

এই বিষয়ে সিএবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "মেয়েরা এখন সবকিছুতেই পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে । ফুটবল ম্যাচ পরিচালনা করছেন মহিলা রেফারিরা । তাহলে ক্রিকেটে হবে না কেন । বিউটি প্রথমে এসেছে । তারপর বিনীতা ও রাখী । ওরা ইতিমধ্যে বয়সভিত্তিক প্রতিযোগিতা, স্কুল টুর্নামেন্ট পরিচালনা করেছে । এবার দ্বিতীয় ডিভিশনে আম্পায়ারিং করবে । ওদের দেখে মেয়েদের আম্পায়ার হওয়ার আগ্রহ তৈরি হচ্ছে ।"

আম্পায়ার হিসেবে নতুন লড়াইটা শুরু করেছে ওরা তিনজন । বিনীতা, বিউটি ও রাখীর হাতে কলকাতা ময়দানে মহিলা আম্পায়ারদের বোধন । এই তিন আম্পায়ার কলকাতা ময়দানে নতুন ধারা শুরু করলেন,যা আর্ন্তজাতিক নারী দিবসে মেয়েদের উত্তরণের পথও বটে ।

আরও পড়ুন : Nandini Bhowmik On Womens Day : নারী দিবস প্রয়োজন, ব্যবসায়ীকরণ নয়, বিরোধে সরব মহিলা পুরোহিত নন্দিনী

Last Updated : Nov 28, 2022, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.