কলকাতা, 25 অগাস্ট : শুরু হয়ে গেছে দুর্গাপুজোর কাউন্টডাউন ৷ হাতে আর মাত্র 40 দিন ৷ পুজোর শুরু থেকে প্রতিমা নিরঞ্জন পর্যন্ত ওই পাঁচটি দিন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় কলকাতার ঘাটগুলিতে ৷ তাই শুরু হয়ে গেছে এই ঘাটগুলির সৌন্দর্যায়নের কাজ ৷ গতকাল জাজেস ঘাটে সৌন্দর্যায়নের কাজ খতিয়ে দেখতে যান কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমার, রতন দে, পৌর কমিশনার খলিল আহমদ সহ অন্য পৌর আধিকারিকরা ৷ অনুমতি ছাড়া কাজ শুরু হওয়ায় এই ঘাটের কাজ বন্ধ করে দেন ।
অভিযোগ, পৌরনিগম ও সেনার অনুমতি ছাড়া কয়েক মাস আগে ঘাটের সৌন্দর্যায়নের কাজ শুরু করে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ৷ অথচ, বন্দর কর্তৃপক্ষের দাবি, তারা এই ঘাটে সৌন্দর্যায়নের জন্য একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিয়েছিল । তারা বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছিল যে পৌরনিগম ও সেনার অনুমতি নেওয়া হয়েছে ।
আগামীকাল এই নিয়ে কলকাতা পৌরনিগমের সদর দপ্তরের সঙ্গে বন্দর কর্তৃপক্ষ ও সেনার বৈঠক হবে । এবিষয়ে পৌরনিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, "প্রথমে আইনি পথে না হেঁটে আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে চাই । এই ঘাটেই সবথেকে বেশি দুর্গা প্রতিমা নিরঞ্জন হয় । সেক্ষেত্রে কাজ সময় মতো শেষ না হলে প্রতিমা নিরঞ্জনের সময় সব থেকে বেশি অসুবিধার মুখে পড়তে হবে পুজা উদ্যোক্তাদের । সমস্যার সম্মুখীন হতে হবে কলকাতা পুলিশ ও পৌরনিগমকে । তাই দ্রুত এই অর্ধ সমাপ্ত কাজ শেষ করতে হবে ।"