ETV Bharat / state

অনুমোদন নেই পৌরনিগম, সেনার ; পুজোর আগে বন্ধ জাজেস ঘাটে সৌন্দর্যায়নের কাজ - বন্ধ হয়ে গেল জাজেস ঘাটের সৌন্দার্যায়নের কাজ

গতকাল জাজেস ঘাট এই সৌন্দার্যায়নের কাজ খতিয়ে দেখতে যান কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ দেবাশিষ কুমার, রতন দে, পৌরকমিশনার খলিল আহমদ সহ অন্য পৌর আধিকারিকরা ৷ সেখানে গিয়ে পৌরনিগমের ও আর্মির অনুমতি ছাড়া সৌন্দার্যায়েনের কাজ শুরু করার অভিযোগ তুলে বন্ধ করে দেন এই কাজ ৷

বন্ধ জাজেস ঘাটের সৌন্দর্যায়নের কাজ
author img

By

Published : Aug 25, 2019, 2:46 PM IST

Updated : Aug 25, 2019, 3:17 PM IST

কলকাতা, 25 অগাস্ট : শুরু হয়ে গেছে দুর্গাপুজোর কাউন্টডাউন ৷ হাতে আর মাত্র 40 দিন ৷ পুজোর শুরু থেকে প্রতিমা নিরঞ্জন পর্যন্ত ওই পাঁচটি দিন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় কলকাতার ঘাটগুলিতে ৷ তাই শুরু হয়ে গেছে এই ঘাটগুলির সৌন্দর্যায়নের কাজ ৷ গতকাল জাজেস ঘাটে সৌন্দর্যায়নের কাজ খতিয়ে দেখতে যান কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমার, রতন দে, পৌর কমিশনার খলিল আহমদ সহ অন্য পৌর আধিকারিকরা ৷ অনুমতি ছাড়া কাজ শুরু হওয়ায় এই ঘাটের কাজ বন্ধ করে দেন ।

পুজোর আগে বন্ধ জাজেস ঘাটে সৌন্দর্যায়নের কাজ, দেখুন ভিডিয়োয়

অভিযোগ, পৌরনিগম ও সেনার অনুমতি ছাড়া কয়েক মাস আগে ঘাটের সৌন্দর্যায়নের কাজ শুরু করে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ৷ অথচ, বন্দর কর্তৃপক্ষের দাবি, তারা এই ঘাটে সৌন্দর্যায়নের জন্য একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিয়েছিল । তারা বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছিল যে পৌরনিগম ও সেনার অনুমতি নেওয়া হয়েছে ।

আগামীকাল এই নিয়ে কলকাতা পৌরনিগমের সদর দপ্তরের সঙ্গে বন্দর কর্তৃপক্ষ ও সেনার বৈঠক হবে । এবিষয়ে পৌরনিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, "প্রথমে আইনি পথে না হেঁটে আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে চাই । এই ঘাটেই সবথেকে বেশি দুর্গা প্রতিমা নিরঞ্জন হয় । সেক্ষেত্রে কাজ সময় মতো শেষ না হলে প্রতিমা নিরঞ্জনের সময় সব থেকে বেশি অসুবিধার মুখে পড়তে হবে পুজা উদ্যোক্তাদের । সমস্যার সম্মুখীন হতে হবে কলকাতা পুলিশ ও পৌরনিগমকে । তাই দ্রুত এই অর্ধ সমাপ্ত কাজ শেষ করতে হবে ।"

কলকাতা, 25 অগাস্ট : শুরু হয়ে গেছে দুর্গাপুজোর কাউন্টডাউন ৷ হাতে আর মাত্র 40 দিন ৷ পুজোর শুরু থেকে প্রতিমা নিরঞ্জন পর্যন্ত ওই পাঁচটি দিন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় কলকাতার ঘাটগুলিতে ৷ তাই শুরু হয়ে গেছে এই ঘাটগুলির সৌন্দর্যায়নের কাজ ৷ গতকাল জাজেস ঘাটে সৌন্দর্যায়নের কাজ খতিয়ে দেখতে যান কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমার, রতন দে, পৌর কমিশনার খলিল আহমদ সহ অন্য পৌর আধিকারিকরা ৷ অনুমতি ছাড়া কাজ শুরু হওয়ায় এই ঘাটের কাজ বন্ধ করে দেন ।

পুজোর আগে বন্ধ জাজেস ঘাটে সৌন্দর্যায়নের কাজ, দেখুন ভিডিয়োয়

অভিযোগ, পৌরনিগম ও সেনার অনুমতি ছাড়া কয়েক মাস আগে ঘাটের সৌন্দর্যায়নের কাজ শুরু করে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ৷ অথচ, বন্দর কর্তৃপক্ষের দাবি, তারা এই ঘাটে সৌন্দর্যায়নের জন্য একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিয়েছিল । তারা বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছিল যে পৌরনিগম ও সেনার অনুমতি নেওয়া হয়েছে ।

আগামীকাল এই নিয়ে কলকাতা পৌরনিগমের সদর দপ্তরের সঙ্গে বন্দর কর্তৃপক্ষ ও সেনার বৈঠক হবে । এবিষয়ে পৌরনিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, "প্রথমে আইনি পথে না হেঁটে আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে চাই । এই ঘাটেই সবথেকে বেশি দুর্গা প্রতিমা নিরঞ্জন হয় । সেক্ষেত্রে কাজ সময় মতো শেষ না হলে প্রতিমা নিরঞ্জনের সময় সব থেকে বেশি অসুবিধার মুখে পড়তে হবে পুজা উদ্যোক্তাদের । সমস্যার সম্মুখীন হতে হবে কলকাতা পুলিশ ও পৌরনিগমকে । তাই দ্রুত এই অর্ধ সমাপ্ত কাজ শেষ করতে হবে ।"

Intro:সামনেই বাঙালির সবচেয়ে উৎসব শারদ উৎসব। দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে কলকাতার ঘাট গুলির সুন্দর কাজ শুরু হয়ে গেছে। এদিন পুরো নিগমের মেয়র পারিষদ দেবাসিশ কুমার ও রতন দে ও পুরো কমিশনার খলিল আহমদ সহ পুর আধিকারিকরা ঘাট গুলি পরিদর্শন করে। শনিবার গঙ্গার বরাবর 29 টি ঘাট পরিদর্শন করা হয়। খিদিরপুর সংলগ্ন ঘাট থেকে এদিন পরিদর্শন কর্মসূচি শুরু হয়। জাজেস ঘাটে পরিদর্শনে এসে বিরক্ত হন পুর আধিকারিকরা বন্দর কর্তৃপক্ষের ওপর। পুর আধিকারিকরা বন্দর কর্তৃপক্ষ এবং বিউটিফিকেশন কাজের সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থা আধিকারিকদের ডেকে পাঠান। অভিযোগ পুর নিগমের ও আর্মির অনুমতি ছাড়াই বন্দর কর্তৃপক্ষ ঘাটের বিউটিফিকেশন এর কাজ শুরু করে দিয়েছে কয়েক মাস আগেই। বন্দর কর্তৃপক্ষ যে মেমোরেন্ডাম লেটার ইস্যু করেছেন তাতে বেসরকারি সংস্থা বিউটিফিকেশন এর কাজের জন্য সেখানেও পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে আর্মি এবং কলকাতার পুর নিগমের অনুমোদন নেওয়া ক্ষেত্রে।


Body:যদিও বেসরকারি সংস্থা টি কলকাতা পৌরনিগম ও আর্মির অনুমোদন ছাড়াই ঘাটের সংস্কারের কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই আর্মি এই সৌন্দর্যায়নের কাজটি বন্ধ করে দিয়েছিল। আগামী সোমবার কলকাতা পৌর নিগমের সদরদপ্তরে বন্দর কর্তৃপক্ষ ও আর্মি সঙ্গে বৈঠক বসবে। প্রথমেই আইনি পথে না হেঁটে আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে চায় কলকাতা পৌর কর্তৃপক্ষ। দেবাশীষ কুমার মেয়র পারিষদ জানিয়েছেন প্রথমেই আইনের পথে না গিয়ে আলাপ-আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান করতে ।


Conclusion:মিয়া পারিষদ দেবাসিশ কুমার জানিয়েছেন এই ঘাটেই সবথেকে বেশি দুর্গা প্রতিমা বিসর্জন হয়। সেই ক্ষেত্রে কাজ সময়মতো শেষ নাহলে প্রতিমা নিরঞ্জনের সময় সব থেকে বেশি অসুবিধের মুখে পড়তে হবে পূজা উদ্যোক্তাদের। সেইসঙ্গে সমস্যার সম্মুখীন হতে হবে কোলকাতা পুলিশ ও পৌর নিগমকে। তাই দ্রুত এই অর্ধ সমাপ্ত কাজ শেষ করতে হবে। তাই আলাপ আলোচনার মধ্যে জটিলতা কাটিয়ে দ্রুত সমস্যার সমাধানের পথ খুঁজে বার করতে চাই কলকাতা পুর নিগম।
Last Updated : Aug 25, 2019, 3:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.