ETV Bharat / state

Mamata Banerjee: গৃহবন্দি কাটবে পুজো, ঘরে বসে চেতলার মায়ের চক্ষুদান সারবেন মমতা - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

বিদেশ সফরের সঙ্গে রাজ্যের স্বার্থের বিষয় জড়িত ছিল সে কারণে চোট নিয়েই কাজ চালিয়ে গিয়েছিলেন তিনি । ফিরে এসে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাও করান মুখ্যমন্ত্রী। কিন্তু সমস্যা হল সেই পুরনো চোটই এখন বেজায় ভোগাচ্ছে তাঁকে । সেই চোটের জায়গায় একটি অস্ত্রপচারও হয়েছে তাঁর । মুখ্যমন্ত্রী জানান, এখন সেই জায়গায় ইনফেকশন হয়ে গিয়েছে । সুতরাং বেশি হাঁটাচলা করলে সেই ইনফেকশন বাড়তে পারে । তাই আপাতত তিনি গৃহবন্দী থাকছেন ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 9:30 PM IST

কলকাতা, 12 অক্টোবর: এবার দুর্গাপুজো বাড়িতেই কাটবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। বৃহস্পতিবার এমন কথা জানালেন মুখ্যমন্ত্রী নিজেই । তবে প্রতি বছরের মতো এবারও চেতলা অগ্রণীর দুর্গা প্রতিমার চক্ষুদান করবেন মমতা । এদিন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী তথা চেতলা অগ্রণীর সভাপতি ফিরহাদ হাকিম জানান, বাড়িতেই দেবীর চোখ আঁকবেন মুখ্যমন্ত্রী। পরে সেই চোখ এনে মূর্তিতে স্থাপন করা হবে । সুতরাং পুজোর মধ্য়ে আর বাড়ির বাইরে বেরোচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্য়ায় ।

বৃহস্পতিবার কালীঘাটের বাড়ি থেকে 788 টি পুজোর ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় কলকাতার বেশ কয়েকটি নামকরা পুজো যেমন শ্রীভূমি স্পোর্টিং, টালা প্রত্যয়, এন্টালি মাতৃভূমির পুজোও ছিল । পাশাপাশি একাধিক জেলার পুজোর উদ্বোধনও সেরেছেন মুখ্যমন্ত্রী । এদিন পুজোর উদ্বোধনের সময়ই মুখ্যমন্ত্রী জানান, জলপাইগুড়িতে সফরকালে তাঁর পায়ে চোট লাগে । পরে স্পেনে সফরকালে আচমকা পা পিছলে পড়ে সেই একই জায়গায় ফের চোট লাগে তাঁর।

যেহেতু বিদেশ সফরের সঙ্গে রাজ্যের স্বার্থের বিষয় জড়িত ছিল সে কারণে চোট নিয়েই কাজ চালিয়ে গিয়েছিলেন তিনি । ফিরে এসে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাও করান মুখ্যমন্ত্রী। কিন্তু সমস্যা হল সেই পুরনো চোটই এখন বেজায় ভোগাচ্ছে তাঁকে । সেই চোটের জায়গায় একটি অস্ত্রোপচারও হয়েছে তাঁর । মুখ্যমন্ত্রী জানান, এখন সেই জায়গায় ইনফেকশন হয়ে গিয়েছে । সুতরাং বেশি হাঁটাচলা করলে সেই ইনফেকশন বাড়তে পারে । তাই আপাতত তিনি গৃহবন্দী থাকছেন ।

প্রতিবছরই পিতৃপক্ষের শেষ থেকে পুজো মণ্ডপে ঘুরে ঘুরে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবার আর মণ্ডপে গিয়ে তাঁর উদ্বোধন করা হচ্ছে না। গোটা পুজোই তাঁকে বাড়িতে থাকতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। পাশাপাশি গোটা রাজ্যে জোলায় জেলায় আগামী 26 অক্টোবর কার্নিভাল হবে। আর কলকাতায় সেই কার্নিভাল হবে 27 তারিখ। মুখ্যমন্ত্রী জানান, ওইদিনই তিনি বাড়ি থেকে বেরোবেন ।

আরও পড়ুন: পুজোর আগে সুখবর, বিশাল সংখ্যক নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা

এদিন রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, আগামী শনিবার দলের মুখপত্রের উৎসব সংখ্য়ার উদ্বোধন হবে নজরুল মঞ্চে । সেই অনুষ্ঠানেও ভার্চুয়ালি থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি চেতলার পুজোয় প্রতিবারই দুর্গা মুর্তির চোখ আঁকেন মমতা। এবারও সেই চোখ আঁকবেন মুখ্য়মন্ত্রী। তবে বাড়িতে চোখ আঁকবেন তিনি । পরে সেই চোখ নিয়ে গিয়ে মূর্তিতে স্থাপন করা হবে বলে জানান ফিরহাদ হাকিম । কলকাতার অন্য়ান্য় পুজোর উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী । তবে ধাপে ধাপে । এর মধ্যে রয়েছে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো সুরুচি সংঘের উদ্বোধনও ।

কলকাতা, 12 অক্টোবর: এবার দুর্গাপুজো বাড়িতেই কাটবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। বৃহস্পতিবার এমন কথা জানালেন মুখ্যমন্ত্রী নিজেই । তবে প্রতি বছরের মতো এবারও চেতলা অগ্রণীর দুর্গা প্রতিমার চক্ষুদান করবেন মমতা । এদিন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী তথা চেতলা অগ্রণীর সভাপতি ফিরহাদ হাকিম জানান, বাড়িতেই দেবীর চোখ আঁকবেন মুখ্যমন্ত্রী। পরে সেই চোখ এনে মূর্তিতে স্থাপন করা হবে । সুতরাং পুজোর মধ্য়ে আর বাড়ির বাইরে বেরোচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্য়ায় ।

বৃহস্পতিবার কালীঘাটের বাড়ি থেকে 788 টি পুজোর ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় কলকাতার বেশ কয়েকটি নামকরা পুজো যেমন শ্রীভূমি স্পোর্টিং, টালা প্রত্যয়, এন্টালি মাতৃভূমির পুজোও ছিল । পাশাপাশি একাধিক জেলার পুজোর উদ্বোধনও সেরেছেন মুখ্যমন্ত্রী । এদিন পুজোর উদ্বোধনের সময়ই মুখ্যমন্ত্রী জানান, জলপাইগুড়িতে সফরকালে তাঁর পায়ে চোট লাগে । পরে স্পেনে সফরকালে আচমকা পা পিছলে পড়ে সেই একই জায়গায় ফের চোট লাগে তাঁর।

যেহেতু বিদেশ সফরের সঙ্গে রাজ্যের স্বার্থের বিষয় জড়িত ছিল সে কারণে চোট নিয়েই কাজ চালিয়ে গিয়েছিলেন তিনি । ফিরে এসে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাও করান মুখ্যমন্ত্রী। কিন্তু সমস্যা হল সেই পুরনো চোটই এখন বেজায় ভোগাচ্ছে তাঁকে । সেই চোটের জায়গায় একটি অস্ত্রোপচারও হয়েছে তাঁর । মুখ্যমন্ত্রী জানান, এখন সেই জায়গায় ইনফেকশন হয়ে গিয়েছে । সুতরাং বেশি হাঁটাচলা করলে সেই ইনফেকশন বাড়তে পারে । তাই আপাতত তিনি গৃহবন্দী থাকছেন ।

প্রতিবছরই পিতৃপক্ষের শেষ থেকে পুজো মণ্ডপে ঘুরে ঘুরে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবার আর মণ্ডপে গিয়ে তাঁর উদ্বোধন করা হচ্ছে না। গোটা পুজোই তাঁকে বাড়িতে থাকতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। পাশাপাশি গোটা রাজ্যে জোলায় জেলায় আগামী 26 অক্টোবর কার্নিভাল হবে। আর কলকাতায় সেই কার্নিভাল হবে 27 তারিখ। মুখ্যমন্ত্রী জানান, ওইদিনই তিনি বাড়ি থেকে বেরোবেন ।

আরও পড়ুন: পুজোর আগে সুখবর, বিশাল সংখ্যক নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা

এদিন রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, আগামী শনিবার দলের মুখপত্রের উৎসব সংখ্য়ার উদ্বোধন হবে নজরুল মঞ্চে । সেই অনুষ্ঠানেও ভার্চুয়ালি থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি চেতলার পুজোয় প্রতিবারই দুর্গা মুর্তির চোখ আঁকেন মমতা। এবারও সেই চোখ আঁকবেন মুখ্য়মন্ত্রী। তবে বাড়িতে চোখ আঁকবেন তিনি । পরে সেই চোখ নিয়ে গিয়ে মূর্তিতে স্থাপন করা হবে বলে জানান ফিরহাদ হাকিম । কলকাতার অন্য়ান্য় পুজোর উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী । তবে ধাপে ধাপে । এর মধ্যে রয়েছে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো সুরুচি সংঘের উদ্বোধনও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.