ETV Bharat / state

STF of Kolkata Police: বিহারে বেআইনি অস্ত্র কারখানায় অভিযান এসটিএফ'য়ের, ধৃত 5 - কলকাতা পুলিশের এসটিএফ

গোপন সূত্রে খবর পেয়ে বিহারের ফের গোপন অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশের এসটিএফ (illegal arms factory) ৷ উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র ৷ ধৃত 5 ৷

Etv Bharat
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র
author img

By

Published : Mar 21, 2023, 10:25 PM IST

কলকাতা, 21 মার্চ: সামনেই পঞ্চায়েত নির্বাচন । আর এই পঞ্চায়েত নির্বাচনে যাতে রাজ্যের বাইরে থেকে এখানে বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্রের লেনদেন না হয় তার জন্য তৎপর কলকাতা পুলিশ । চলছে নানা তল্লাশি অভিযান ৷ এবার গোপন সূত্রের খবর পেয়ে মঙ্গলবার বিহার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে সমন্বয় সাধন করে সে রাজ্যে গিয়ে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশের এসটিএফ ৷

এই বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যোগ থাকার অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ এদের মধ্যে বেশ কয়েকজন বিহারের মুঙ্গেরের বাসিন্দা । বিহারের এই এলাকা বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির জন্য কুখ্যাত ৷ এই অভিযানে ধৃতদের মধ্যে একজনের নাম মহম্মদ শাহিদ, বয়স 34 ৷ তার বাড়ি বিহারের মুঙ্গের এলাকায় । এই মহম্মদ শাহিদ মূলত বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরি করত বলে জানা গিয়েছে (illegal arms factory in Bihar) ।

এছাড়াও গ্রেফতার করা হয়েছে মহম্মদ শাহনাওয়াজ আলম নামে 22 বছরের এক যুবককে । তার বাড়ি বিহারে ভাগলপুরে । এছাড়াও গ্রেফতার করা হয়েছে মহম্মদ শাহাবুদ্দিন, পুজা কুমারী ও আরতি দেবী নামে আরও 3 জনকে ৷ ধৃতদের কলকাতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে বলে এসটিএফ সূত্রে জানা গিয়েছে । এই কারবারের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা ৷

আরও পড়ুন: 5 বছর ধরে বাবার লালসার শিকার কিশোরী, অপরাধে সহযোগিতা সৎ মায়ের !

বিহারের যে বাড়ি ভাড়া নিয়ে এই আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলছিল সেই বাড়ির মালিক সৌরভকুমার চৌধুরী এবং তার ভাই সানিকুমার চৌধুরীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা । উল্লেখ্য, এর আগেও ভিন রাজ্যে তল্লাশি অভিযান চালিয়ে এমনই আগ্নেয়াস্ত্র নির্মাণের কারখানার হদিশ পেয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা । তদন্তকারীদের অনুমান এই সকল আগ্নেয়াস্ত্রগুলি বিভিন্ন রাজ্যে ছড়িয়ে যায় ৷ পৌঁছে যায় সমাজবিরোধী ও দুষ্কৃতীদের হাতে ৷ এই অস্ত্র কারখানা থেকে উদ্ধার হয়েছে 20টি ইমপ্রভাইস পিস্তল (সেভেন এমএম), একটি লোহার রড, একাধিক লেদ মেশিন, কার্তুজ বানানোর বিভিন্ন সরঞ্জাম ৷

কলকাতা, 21 মার্চ: সামনেই পঞ্চায়েত নির্বাচন । আর এই পঞ্চায়েত নির্বাচনে যাতে রাজ্যের বাইরে থেকে এখানে বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্রের লেনদেন না হয় তার জন্য তৎপর কলকাতা পুলিশ । চলছে নানা তল্লাশি অভিযান ৷ এবার গোপন সূত্রের খবর পেয়ে মঙ্গলবার বিহার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে সমন্বয় সাধন করে সে রাজ্যে গিয়ে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশের এসটিএফ ৷

এই বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যোগ থাকার অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ এদের মধ্যে বেশ কয়েকজন বিহারের মুঙ্গেরের বাসিন্দা । বিহারের এই এলাকা বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির জন্য কুখ্যাত ৷ এই অভিযানে ধৃতদের মধ্যে একজনের নাম মহম্মদ শাহিদ, বয়স 34 ৷ তার বাড়ি বিহারের মুঙ্গের এলাকায় । এই মহম্মদ শাহিদ মূলত বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরি করত বলে জানা গিয়েছে (illegal arms factory in Bihar) ।

এছাড়াও গ্রেফতার করা হয়েছে মহম্মদ শাহনাওয়াজ আলম নামে 22 বছরের এক যুবককে । তার বাড়ি বিহারে ভাগলপুরে । এছাড়াও গ্রেফতার করা হয়েছে মহম্মদ শাহাবুদ্দিন, পুজা কুমারী ও আরতি দেবী নামে আরও 3 জনকে ৷ ধৃতদের কলকাতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে বলে এসটিএফ সূত্রে জানা গিয়েছে । এই কারবারের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা ৷

আরও পড়ুন: 5 বছর ধরে বাবার লালসার শিকার কিশোরী, অপরাধে সহযোগিতা সৎ মায়ের !

বিহারের যে বাড়ি ভাড়া নিয়ে এই আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলছিল সেই বাড়ির মালিক সৌরভকুমার চৌধুরী এবং তার ভাই সানিকুমার চৌধুরীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা । উল্লেখ্য, এর আগেও ভিন রাজ্যে তল্লাশি অভিযান চালিয়ে এমনই আগ্নেয়াস্ত্র নির্মাণের কারখানার হদিশ পেয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা । তদন্তকারীদের অনুমান এই সকল আগ্নেয়াস্ত্রগুলি বিভিন্ন রাজ্যে ছড়িয়ে যায় ৷ পৌঁছে যায় সমাজবিরোধী ও দুষ্কৃতীদের হাতে ৷ এই অস্ত্র কারখানা থেকে উদ্ধার হয়েছে 20টি ইমপ্রভাইস পিস্তল (সেভেন এমএম), একটি লোহার রড, একাধিক লেদ মেশিন, কার্তুজ বানানোর বিভিন্ন সরঞ্জাম ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.