ETV Bharat / state

Illegal Arms Factory: বিহারে অভিযান কলকাতা পুলিশের এসটিএফের, বেআইনি অস্ত্র কারখানায় ধৃত 5 - কলকাতা পুলিশের এসটিএফ

বিহারের বৈশালী জেলায় সে রাজ্যের পুলিশের সঙ্গে যৌথ অভযান চালিয়ে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার খোঁজ পেল কলকাতা পুলিশের এসটিএফ ৷ গ্রেফতার করা হয়েছে 5 জনকে ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : May 24, 2023, 10:17 PM IST

কলকাতা, 24 মে: কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সাফল্য ৷ বিহার পুলিশের সঙ্গে সে রাজ্যের বৈশালী জেলায় যৌথ অভিযান চালিয়ে ও তল্লাশি করে পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ । সঙ্গে খোঁজ মিলেছে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানারও । উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র । এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ ৷ বুধবার এই সাফল্য মিলেছে ৷

ধৃতদের নাম গুলশন কুমার সিং, রঞ্জন কুমার, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ পারভেজ । ধৃতরা প্রত্যেকে বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে । এর আগে কলকাতা পুলিশের হাতে বেআইনি অস্ত্র কারখানার সঙ্গে যুক্ত থাকা সন্দেহে এক ব্যক্তি গ্রেফতার হয়েছিল ৷ ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জেরা করে ওই অস্ত্র কারখানার হদিশ পান কলকাতা পুলিশের গোয়েন্দারা ৷ এরপরেই বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করে যৌথ অভিযান চালায় এসটিএফ ৷

লালবাজার সূত্রের খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দশটি আগ্নেয় অস্ত্র । পাশাপাশি আগ্নেয়াস্ত্র তৈরি করার প্রচুর লোহার সামগ্রী, একাধিক লেদ মেশিন, ড্রিল মেশিন-সহ একাধিক যন্ত্রাংশও । লালবাজার সূত্রে খবর, বিহারের বৈশালীতে ওই এলাকায় রীতিমতো আগ্নেয়াস্ত্র তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় । এবং সেই আগ্নেয়াস্ত্র বিভিন্ন হাত ঘুরে কখনও সড়কপথ বা কখনও অন্য কোন মাধ্যমে সীমান্ত পার হয়ে এই রাজ্যে ঢোকে ।

লালবাজার জানিয়েছে, এর আগেও একাধিকবার এভাবে বিহারে যৌথ অভিযান চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্রের কারখানার হদিশ মিলেছে ৷ এই বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত 5 জন এদিন ধরা পড়লেও, 4 জন পালিয়ে গিয়েছে ৷ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে বিহার পুলিশ । মূলত এই বেআইনি অস্ত্র কারখানা কারা চালাত, কারা সেখানে আসত, এবং সংশ্লিষ্ট কারখানা থেকে তৈরি হওয়া আগ্নেয়াস্ত্রগুলি কোথায় কোথায় পাঠানো হত তা জানার জন্য চেষ্টা চালানো হচ্ছে ৷

আরও পড়ুন: থানার রেজিস্টারে থাকতে হবে সমন প্রাপকের নাম, নিয়ম মেনে করতে হবে জিডি; নির্দেশ নগরপালের

কলকাতা, 24 মে: কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সাফল্য ৷ বিহার পুলিশের সঙ্গে সে রাজ্যের বৈশালী জেলায় যৌথ অভিযান চালিয়ে ও তল্লাশি করে পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ । সঙ্গে খোঁজ মিলেছে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানারও । উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র । এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ ৷ বুধবার এই সাফল্য মিলেছে ৷

ধৃতদের নাম গুলশন কুমার সিং, রঞ্জন কুমার, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ পারভেজ । ধৃতরা প্রত্যেকে বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে । এর আগে কলকাতা পুলিশের হাতে বেআইনি অস্ত্র কারখানার সঙ্গে যুক্ত থাকা সন্দেহে এক ব্যক্তি গ্রেফতার হয়েছিল ৷ ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জেরা করে ওই অস্ত্র কারখানার হদিশ পান কলকাতা পুলিশের গোয়েন্দারা ৷ এরপরেই বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করে যৌথ অভিযান চালায় এসটিএফ ৷

লালবাজার সূত্রের খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দশটি আগ্নেয় অস্ত্র । পাশাপাশি আগ্নেয়াস্ত্র তৈরি করার প্রচুর লোহার সামগ্রী, একাধিক লেদ মেশিন, ড্রিল মেশিন-সহ একাধিক যন্ত্রাংশও । লালবাজার সূত্রে খবর, বিহারের বৈশালীতে ওই এলাকায় রীতিমতো আগ্নেয়াস্ত্র তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় । এবং সেই আগ্নেয়াস্ত্র বিভিন্ন হাত ঘুরে কখনও সড়কপথ বা কখনও অন্য কোন মাধ্যমে সীমান্ত পার হয়ে এই রাজ্যে ঢোকে ।

লালবাজার জানিয়েছে, এর আগেও একাধিকবার এভাবে বিহারে যৌথ অভিযান চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্রের কারখানার হদিশ মিলেছে ৷ এই বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত 5 জন এদিন ধরা পড়লেও, 4 জন পালিয়ে গিয়েছে ৷ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে বিহার পুলিশ । মূলত এই বেআইনি অস্ত্র কারখানা কারা চালাত, কারা সেখানে আসত, এবং সংশ্লিষ্ট কারখানা থেকে তৈরি হওয়া আগ্নেয়াস্ত্রগুলি কোথায় কোথায় পাঠানো হত তা জানার জন্য চেষ্টা চালানো হচ্ছে ৷

আরও পড়ুন: থানার রেজিস্টারে থাকতে হবে সমন প্রাপকের নাম, নিয়ম মেনে করতে হবে জিডি; নির্দেশ নগরপালের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.