ETV Bharat / state

“প্রোটেকটেড টেক্সট"-এ তথ্য আদান প্রদান জঙ্গিদের ! STF-এর বড় ব্রেকথ্রু - JIhad

ইজাজ আহমেদকে জিজ্ঞাসাবাদ করে প্রচুর তথ্য পেয়েছে স্পেশাল টাস্কফোর্স । তাঁর বয়ান অনুসারে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রচুর বিস্ফোরক । পুলিশ জানতে পেরেছে সিরিয়াল ব্লাস্টের পরিকল্পনা করছিল JMI৷

জেআইএম
author img

By

Published : Sep 10, 2019, 9:45 PM IST

Updated : Sep 10, 2019, 10:17 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: বিশেষ প্রযুক্তি ব্যবহার করে সঙ্গীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে জঙ্গি নেতারা । প্রয়োজন নেই সিম কার্ডের । শুধু ফোনে ইন্টারনেটের সংযোগ থাকলেই হল । জামাতুল মুজাহিদিন ইন্ডিয়ার জঙ্গি নেটওয়ার্ক চলছে এইভাবেই । ওই জঙ্গি সংগঠনের আমের ইজাজ আহমেদকে জেরা করে এই তথ্যই পেয়েছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে এসেছে কিছু পাসওয়ার্ড । সেগুলির মাধ্যমে পুরো নেটওয়ার্কের তথ্য জানার চেষ্টা করছে গোয়েন্দারা । নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের সাইন্টিফিক সেলের সহযোগিতা ।

এরাজ‍্যের কয়েকটি জেলায় ছদ্মবেশে কাজ করে চলেছে JMI-র সদস্যরা ৷ কলকাতা পুলিশের অনুমান JMI-র শীর্ষ নেতারা দক্ষিণের রাজ্যগুলি ও বিহার, ঝাড়খণ্ডে লুকিয়ে রয়েছে । দিন কয়েক আগেই গয়ার বুনিয়াদপুরের পাঠানতলি থেকে ইজাজ আহমেদকে গ্রেপ্তার করে স্পেশাল টাস্কফোর্স । সেখানে একটি ভাড়া বাড়িতে পরিচয় গোপন করে দু'বছর লুকিয়েছিল ইজাজ ৷

ইজাজ আহমেদকে জিজ্ঞাসাবাদ করে প্রচুর তথ্য পেয়েছে স্পেশাল টাস্কফোর্স । তাঁর বয়ান অনুসারে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রচুর বিস্ফোরক । পুলিশ জানতে পেরেছে সিরিয়াল ব্লাস্টের পরিকল্পনা করছিল JMI৷ এছাড়াও ইজাজের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ, একটি ট্যাব, 6 টি মোবাইল ফোন, পেনড্রাইভ ও জাল ভোটার কার্ড ।

14 দিনের হেফাজত পাওয়ার পাওয়ার ইজাজকে একটানা জেরা করেন তদন্তকারীরা । প্রথমে কিছু না বলতে চাইলও তদন্তকারীদের জেরায় ইজাজের রক্ষণ ভেঙে পড়ে ৷ তার কাছ থেকে টাস্ক ফোর্স জানতে পেরেছে পরিচয় লুকিয়ে যোগাযোগের জন্য জামাতুল মুজাহিদিন ইন্ডিয়া “প্রোটেক্টেড টেক্সট" ব্যবহার করে । ইজাজে কাছে পাওয়া গেছে বেশ কিছু পাসওয়ার্ড। আপাতত সেই পাসওয়ার্ড দিয়ে জানার চেষ্টা চলছে জামাতুল মুজাহিদিন ইন্ডিয়া নিয়ে নানা তথ্য ।

গোয়েন্দারা মনে করছেন, এই পাসওয়ার্ডগুলোর মাধ্যমে JMI-র নেটওয়ার্কের হাল-হকিকত পাওয়া যাবে । এমনকি তথ্য মিলতে পারে জামাত-উল-মুজাহিদিনের প্রধান সালাউদ্দিনেরও । আজ ইজাজকে ফের ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় । সেখানে বিচারককেও জানানো হয়েছে এই তথ্য । তদন্তের প্রয়োজনে তাকে ফের 14 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত ।

কলকাতা, 10 সেপ্টেম্বর: বিশেষ প্রযুক্তি ব্যবহার করে সঙ্গীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে জঙ্গি নেতারা । প্রয়োজন নেই সিম কার্ডের । শুধু ফোনে ইন্টারনেটের সংযোগ থাকলেই হল । জামাতুল মুজাহিদিন ইন্ডিয়ার জঙ্গি নেটওয়ার্ক চলছে এইভাবেই । ওই জঙ্গি সংগঠনের আমের ইজাজ আহমেদকে জেরা করে এই তথ্যই পেয়েছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে এসেছে কিছু পাসওয়ার্ড । সেগুলির মাধ্যমে পুরো নেটওয়ার্কের তথ্য জানার চেষ্টা করছে গোয়েন্দারা । নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের সাইন্টিফিক সেলের সহযোগিতা ।

এরাজ‍্যের কয়েকটি জেলায় ছদ্মবেশে কাজ করে চলেছে JMI-র সদস্যরা ৷ কলকাতা পুলিশের অনুমান JMI-র শীর্ষ নেতারা দক্ষিণের রাজ্যগুলি ও বিহার, ঝাড়খণ্ডে লুকিয়ে রয়েছে । দিন কয়েক আগেই গয়ার বুনিয়াদপুরের পাঠানতলি থেকে ইজাজ আহমেদকে গ্রেপ্তার করে স্পেশাল টাস্কফোর্স । সেখানে একটি ভাড়া বাড়িতে পরিচয় গোপন করে দু'বছর লুকিয়েছিল ইজাজ ৷

ইজাজ আহমেদকে জিজ্ঞাসাবাদ করে প্রচুর তথ্য পেয়েছে স্পেশাল টাস্কফোর্স । তাঁর বয়ান অনুসারে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রচুর বিস্ফোরক । পুলিশ জানতে পেরেছে সিরিয়াল ব্লাস্টের পরিকল্পনা করছিল JMI৷ এছাড়াও ইজাজের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ, একটি ট্যাব, 6 টি মোবাইল ফোন, পেনড্রাইভ ও জাল ভোটার কার্ড ।

14 দিনের হেফাজত পাওয়ার পাওয়ার ইজাজকে একটানা জেরা করেন তদন্তকারীরা । প্রথমে কিছু না বলতে চাইলও তদন্তকারীদের জেরায় ইজাজের রক্ষণ ভেঙে পড়ে ৷ তার কাছ থেকে টাস্ক ফোর্স জানতে পেরেছে পরিচয় লুকিয়ে যোগাযোগের জন্য জামাতুল মুজাহিদিন ইন্ডিয়া “প্রোটেক্টেড টেক্সট" ব্যবহার করে । ইজাজে কাছে পাওয়া গেছে বেশ কিছু পাসওয়ার্ড। আপাতত সেই পাসওয়ার্ড দিয়ে জানার চেষ্টা চলছে জামাতুল মুজাহিদিন ইন্ডিয়া নিয়ে নানা তথ্য ।

গোয়েন্দারা মনে করছেন, এই পাসওয়ার্ডগুলোর মাধ্যমে JMI-র নেটওয়ার্কের হাল-হকিকত পাওয়া যাবে । এমনকি তথ্য মিলতে পারে জামাত-উল-মুজাহিদিনের প্রধান সালাউদ্দিনেরও । আজ ইজাজকে ফের ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় । সেখানে বিচারককেও জানানো হয়েছে এই তথ্য । তদন্তের প্রয়োজনে তাকে ফের 14 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত ।

Intro:কলকাতা, 10 সেপ্টেম্বর: পুরো নেটওয়ার্কের সঙ্গে দিব্য যোগাযোগ করে চলেছে জঙ্গী নেতারা। প্রয়োজন নেই সিমকার্ডের। শুধু ইন্টারনেটের সংযোগ থাকলেই হলো। তাও আবার আইপি অ্যাড্রেস কোনও ভাবেই পাওয়া যাবে না। জামাতুল মুজাহিদিন ইন্ডিয়ার জঙ্গি নেটওয়ার্ক চলছে সেভাবেই। ওই জঙ্গী সংগঠনের আমের ইজাজ আহমেদকে জেরা করে এমন তথ্যই পেয়েছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বিষয়টিকে বড় ব্রেকথ্রু হিসেবেই দেখছে গোয়েন্দারা। ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে এসেছে বেশকিছু পাসওয়ার্ড। সেগুলির মাধ্যমে পুরো নেটওয়ার্কের তথ্য পেতে চেষ্টা চালাচ্ছে গোয়েন্দারা। নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের সাইন্টিফিক সেলের সহযোগিতা।


Body:এরাজ‍্যে সক্রিয়তার সঙ্গেই কাজ করছে স্পেশাল টাস্ক ফোর্স। একের পর এক ধরপাকড়ের জেরে জামাত জঙ্গিদের শীর্ষনেতারা আর এই রাজ্যকে নিরাপদ বলে মনে করছে না। যদিও এখনো ছদ্মবেশে বেশ কয়েকটি জেলায় কাজ করে চলেছে তারা। কিন্তু শীর্ষ নেতারা লুকিয়েছে দক্ষিণের রাজ্যগুলিতে এবং বিহার, ঝাড়খন্ডে। গোয়েন্দাদের পর্যবেক্ষণ সেটাই। দিন কয়েক আগেই গয়ার বুনিয়াদপুরের পাঠানতলী থেকে ইজাজ আহমেদকে গ্রেপ্তার করে স্পেশাল টাস্কফোর্স। সেখানে একটি ভাড়া বাড়িতে পরিচয় গোপন করে দুবছর লুকিয়েছিল JMI এর বর্তমান আমের ইজাজ। সেখানে নিজের পরিচয় দিয়েছিল রাজমিস্ত্রি হিসেবে। তাকে গ্রেপ্তারের পরে জিজ্ঞাসাবাদে প্রচুর তথ্য পেয়েছে স্পেশাল টাস্কফোর্স। তার বলে যাওয়া জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রচুর বিস্ফোরক। পুলিশ জানতে পেরেছে সিরিয়াল ব্লাস্টের পরিকল্পনা করছিল ইজাজ। তাই জড়ো করা হচ্ছিল বিস্ফোরক। পাশাপাশি তার কাছে উদ্ধার হয় ল্যাপটপ, একটি ট্যাব, 6 টি মোবাইল ফোন, পেনড্রাইভ এবং জাল ভোটার কার্ড। প্রাথমিকভাবে বীরভূমের পাড়ুইয়ের বাসিন্দা ইজাজকে জেলা করে কিছুই পাওয়া যাচ্ছিল না। কিন্তু গোয়েন্দারা জানতেন, ওই ল্যাপটপ ট্যাব এবং মোবাইল থেকে মিলবে প্রচুর তথ্য।



Conclusion:গোয়েন্দা সূত্রে খবর, 14 দিনের পুলিশি হেফাজত পাওয়ার পাওয়ার তাকে একটা নাজেরা করে তদন্তকারীরা। বহু চেষ্টার পর কিছুটা হলেও ভেঙেছে ইজাজের পাথুরে ডিফেন্স। আর তাতেই জানা গেছে, পরিচয় লুকিয়ে যোগাযোগের জন্য জামাতুল মুজাহিদিন ইন্ডিয়া ব্যবহার করে “প্রটেক্টেড টেক্সট"। তার মাধ‍্যমেই নিজেদের মধ্যে কথাবার্তা চালায় জঙ্গিরা। ইজাজে কাছে পাওয়া গেছে বেশকিছু পাসওয়ার্ড। আপাতত সেই পাসওয়ার্ড দিয়ে জানার চেষ্টা চলছে জামাতুল মুজাহিদিন ইন্ডিয়া নিয়ে নানা তথ্য। গোয়েন্দারা মনে করছে, এই পাসওয়ার্ডগুলোর মাধ্যমে নেটওয়ার্কের হাল-হকিকত পাওয়া যাবে। এমনকি তথ্য মিলতে পারে জামাত-উল-মুজাহিদীনের প্রধান সালাউদ্দিনের। আজ ইজাজকে ফের ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। সেখানে বিচারককেও জানানো হয়েছে এই তথ্য। তদন্তের প্রয়োজনে তাকে ফের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।



Last Updated : Sep 10, 2019, 10:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.