ETV Bharat / state

বৃদ্ধকে বেঁধে লুটপাটের ঘটনায় মিলল 2 সন্দেহভাজনের ফুটেজ

রানিকুঠিতে বৃদ্ধের বাড়িতে লুঠপাট চালায় দুষ্কৃতীরা ৷ মঙ্গলবার ভোর রাতের ঘটনা ৷ ঘটনায় দুই রাজমিস্ত্রিকে আটক করেছে যাদবপুর থানা ৷

ছবিতে অমলবাবু
author img

By

Published : Nov 7, 2019, 1:33 PM IST

কলকাতা, 7 নভেম্বর : নেতাজি নগরে বৃদ্ধ দম্পতিকে খুন করেছিল রংমিস্ত্রি । রানিকুঠিতে বৃদ্ধকে বেঁধে লুঠপাটের ঘটনায় রাজমিস্ত্রি যোগই ক্রমশ স্পষ্ট হচ্ছে ৷ লুটের ঘটনা ঘটিয়ে দুষ্কৃতীরা যাদবপুর স্টেশন দিয়ে পালিয়েছে বলেই মনে করছে পুলিশ । ইতিমধ্যেই দুই সন্দেহভাজনের CCTV ফুটেজ পেয়েছে পুলিশ ৷ সেই ফুটেজের সূত্র ধরেই শুরু হয়েছে খোঁজ । এ প্রসঙ্গে গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা বলেন, “ কিছু ক্লু পেয়েছি । আশা করছি দ্রুতই ওই ঘটনার তদন্তের জাল গুটিয়ে আনতে পারব আমরা ।"

রানিকুঠিতে বৃদ্ধের বাড়িতে লুটপাট চালায় দুষ্কৃতীরা ৷ মঙ্গলবার ভোর রাতে প্রাক্তন রেলকর্মী অমল বসুর বাড়িতে হানা দেয় লুটেরারা ৷ তারা দু'জনেই স্ক্রু ড্রাইভার নিয়ে তাঁর দিকে তেড়ে আসেন ৷ চেঁচামেচি করলে প্রাণে মেরে দেওয়ারও হুমকি দেন ৷ তারপর ওই বৃদ্ধকে বেঁধে দুটি আলমারির চাবি নিয়ে বের করে নেয় 48 হাজার টাকা ৷ পাশাপাশি লুট করা হয় প্রায় সাড়ে চার লাখ টাকার সোনার গয়না ৷ ওই বৃদ্ধ লুটেরাদের অনুরোধ করেন, লুঠপাট না চালাতে । তিনি এমনিতেই মানুষজনকে অনেক সাহায্য করেন । তাদেরও প্রয়োজন মত সাহায্য করবেন । কিন্তু কোনও কথাই তারা শোনে না । টাকা এবং গয়না নিয়েই চম্পট দেয় লুটেরার দল ৷

“এক লাখ টাকা গেল কোথায়?" লুটেরাদের প্রথম কথা ছিল সেটাই । একেবারে স্পষ্ট বাংলা উচ্চারণ । কিছুটা যেন দক্ষিণ 24 পরগনার টান । কিন্তু এক লাখ টাকার কথা তারা জানল কী করে? প্রশ্ন করেন তদন্তকারী অফিসার । পুলিশকে কথাটা বলার সময় হঠাৎ এই কথাটা মনে পড়ে যায় বৃদ্ধের । দিন কয়েক আগেই পাশের বাড়ির এক ভদ্রমহিলাকে তাঁর এক লাখ টাকা জমা দেওয়া নিয়ে কিছু কথা বলছিলেন টেলিফোনে । তখন বাড়িতে কাজ করছিল রাজমিস্ত্রির দল । তবে কি টিপার তারাই ? তদন্তকারীরা মনে করছেন সূত্র লুকিয়ে আছে ওই প্রশ্নের মধ্যেই । সেই সূত্রেই দুই রাজমিস্ত্রিকে আটক করেছে যাদবপুর থানা । মনে করা হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদেই জট খুলবে ।

কলকাতা, 7 নভেম্বর : নেতাজি নগরে বৃদ্ধ দম্পতিকে খুন করেছিল রংমিস্ত্রি । রানিকুঠিতে বৃদ্ধকে বেঁধে লুঠপাটের ঘটনায় রাজমিস্ত্রি যোগই ক্রমশ স্পষ্ট হচ্ছে ৷ লুটের ঘটনা ঘটিয়ে দুষ্কৃতীরা যাদবপুর স্টেশন দিয়ে পালিয়েছে বলেই মনে করছে পুলিশ । ইতিমধ্যেই দুই সন্দেহভাজনের CCTV ফুটেজ পেয়েছে পুলিশ ৷ সেই ফুটেজের সূত্র ধরেই শুরু হয়েছে খোঁজ । এ প্রসঙ্গে গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা বলেন, “ কিছু ক্লু পেয়েছি । আশা করছি দ্রুতই ওই ঘটনার তদন্তের জাল গুটিয়ে আনতে পারব আমরা ।"

রানিকুঠিতে বৃদ্ধের বাড়িতে লুটপাট চালায় দুষ্কৃতীরা ৷ মঙ্গলবার ভোর রাতে প্রাক্তন রেলকর্মী অমল বসুর বাড়িতে হানা দেয় লুটেরারা ৷ তারা দু'জনেই স্ক্রু ড্রাইভার নিয়ে তাঁর দিকে তেড়ে আসেন ৷ চেঁচামেচি করলে প্রাণে মেরে দেওয়ারও হুমকি দেন ৷ তারপর ওই বৃদ্ধকে বেঁধে দুটি আলমারির চাবি নিয়ে বের করে নেয় 48 হাজার টাকা ৷ পাশাপাশি লুট করা হয় প্রায় সাড়ে চার লাখ টাকার সোনার গয়না ৷ ওই বৃদ্ধ লুটেরাদের অনুরোধ করেন, লুঠপাট না চালাতে । তিনি এমনিতেই মানুষজনকে অনেক সাহায্য করেন । তাদেরও প্রয়োজন মত সাহায্য করবেন । কিন্তু কোনও কথাই তারা শোনে না । টাকা এবং গয়না নিয়েই চম্পট দেয় লুটেরার দল ৷

“এক লাখ টাকা গেল কোথায়?" লুটেরাদের প্রথম কথা ছিল সেটাই । একেবারে স্পষ্ট বাংলা উচ্চারণ । কিছুটা যেন দক্ষিণ 24 পরগনার টান । কিন্তু এক লাখ টাকার কথা তারা জানল কী করে? প্রশ্ন করেন তদন্তকারী অফিসার । পুলিশকে কথাটা বলার সময় হঠাৎ এই কথাটা মনে পড়ে যায় বৃদ্ধের । দিন কয়েক আগেই পাশের বাড়ির এক ভদ্রমহিলাকে তাঁর এক লাখ টাকা জমা দেওয়া নিয়ে কিছু কথা বলছিলেন টেলিফোনে । তখন বাড়িতে কাজ করছিল রাজমিস্ত্রির দল । তবে কি টিপার তারাই ? তদন্তকারীরা মনে করছেন সূত্র লুকিয়ে আছে ওই প্রশ্নের মধ্যেই । সেই সূত্রেই দুই রাজমিস্ত্রিকে আটক করেছে যাদবপুর থানা । মনে করা হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদেই জট খুলবে ।

Intro:কলকাতা, 5 নভেম্বর: নেতাজি নগরে বৃদ্ধ দম্পতিকে খুন করেছিল রংমিস্ত্রি। রানিকুঠি তে বৃদ্ধকে বেঁধে লুটপাটের ঘটনায় রাজমিস্ত্রি যোগই ক্রমশ স্পষ্ট হচ্ছে। লুটের ঘটনা ঘটিয়ে দুষ্কৃতীরা যাদবপুর স্টেশন দিয়ে পালিয়েছে বলেই মনে করছে পুলিশ। ইতিমধ্যেই দুই সন্দেহভাজনের সিসিটিভি ফুটেজ পেয়েছে পুলিশ। সেই ফুটেজের সূত্র ধরেই শুরু হয়েছে খোঁজ। এ প্রসঙ্গে গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা বলেন, “ কিছু ক্লু পেয়েছি। আশা করছি দ্রুতই যাদবপুর থানার ওই ঘটনার তদন্তের জাল গুটিয়ে আনতে পারবো আমরা।"Body:“এক লাখ টাকা গেল কোথায়?" লুটেরাদের প্রথম কথা ছিল সেটাই। একেবারে বাংলা উচ্চারণ। কিছুটা যেন দক্ষিণ 24 পরগনার টান। কিন্তু এক লাখ টাকার কথা তারা জানল কি করে? প্রশ্ন করেন তদন্তকারী অফিসার। পুলিশকে কথাটা বলার সময় হঠাৎ এই কথাটা মনে পড়ে যায় বৃদ্ধের। দিন কয়েক আগেই পাশের বাড়ির এক ভদ্রমহিলাকে তাঁর এক লাখ টাকা জমা দেওয়া নিয়ে কিছু কথা বলছিলেন টেলিফোনে। তখন বাড়িতে কাজ করছিল রাজমিস্ত্রির দল। তবে কি টিপার তারাই? তদন্তকারীরা মনে করছেন সূত্র লুকিয়ে আছে ওই প্রশ্নের মধ্যেই। সেই সূত্রেই দুই রাজমিস্ত্রিকে আটক করেছে যাদবপুর থানা। মনে করা হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদেই জট খুলবে।
Conclusion:ঘটনা গতকাল ভোর রাতের। প্রাক্তন রেলকর্মী অমল বসুর বাড়িতে হানা দেয় লুটেরারা। দুই লুটেরা স্ক্রু ড্রাইভার নিয়ে তার দিকে তেড়ে আসেন। প্রাক্তন রেলকর্মী অমলবাবুকে বলা হয়, চেঁচামেচি করলে প্রাণে মেরে দেওয়া হবে। তারপর ওই বৃদ্ধকে বেঁধে দুটি আলমারির চাবি নিয়ে বের করা হয় 48 হাজার টাকা। পাশাপাশি লুট করা হয় প্রায় সাড়ে চার লাখ টাকার সোনার গয়না। ওই বৃদ্ধ লুটেরাদের অনুরোধ করেন, লুটপাট না চালাতে। তিনি এমনিতেই মানুষজনকে অনেক সাহায্য করেন। তাদেরও প্রয়োজন মত সাহায্য করবেন। কিন্তু কে শোনে কার কথা। টাকা এবং গয়না নিয়ে চম্পট দেয় লুটেরার দল।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.