ETV Bharat / state

WB Governor Statement: দুর্নীতি বরদাস্ত নয়, রাজ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় যথাসময়ে 'সক্রিয়' পদক্ষেপ; বার্তা রাজ্যপালের - রাজ্যপাল সুকান্ত মজুমদার বৈঠক

শনিবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে রাজভবনে বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তারপরেই রাজভবনের তরফে এক বিবৃতি জারি করা হয় এদিন (statement by CV Ananda Bose) ৷ যেখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে দুর্নীতি ও আইন-শৃঙ্খলা প্রসঙ্গ ৷

ETV Bharat
রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By

Published : Feb 11, 2023, 8:24 PM IST

Updated : Feb 11, 2023, 8:54 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি: শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে প্রায় দু'ঘণ্টার বৈঠক করেন বিজেপি সাংসদ তথা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাৎপর্যপূর্ণভাবে সুকান্তর সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose) এই বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই এদিন এক বিবৃতি প্রকাশ করা হয় রাজভবন থেকে ৷ এই বিবৃতিতে রাজ্যের দুর্নীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ বার্তা দেওয়া হয়েছে রাজ্যপালের তরফে ৷ যা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷

পাঁচ পাতার ওই বিবৃতিতে বিশেষ করে রাজ্যের দুর্নীতি ইস্যু ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা বলা হয়েছে ৷ জানানো হয়েছে, "কোনও মতেই দুর্নীতি সহ্য করা হবে না ৷ এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েই চলা হবে ৷ রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়টিও যথাযথভাবে রক্ষা করা হবে এবং উচিত সময়ে কার্যকরী ও সক্রিয় পদক্ষেপ করা হবে ৷"

রাজভবনের তরফে প্রকাশিত এই বিবৃতিতে ওঠে এসেছে রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কথাও ৷ বলা হয়েছে, "নির্বাচনে হিংসার কোনও জায়গা নেই ৷ আসন্ন পঞ্চায়েত ভোটে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করা হবে ৷" রাজভবনের এই বিবৃতিতে স্পষ্ট সুকান্ত মজুমদার এদিন রাজ্যপালের সঙ্গে বৈঠকে এই বিষয়গুলি তুলেছিলেন (Governor meeting with Sukanta Majumdar) ৷ আর তার পরেই এই নিয়ে বিবৃতি জারি করলেন রাজ্যপাল ৷

ETV Bharat
রাজভবনের তরফে প্রকাশিত বিবৃতির একাংশ

আরও পড়ুন: রাজ্যপালের সঙ্গে সুকান্তর বৈঠক, দুর্নীতিতে জিরো টলারেন্সের আশ্বাস সিভি আনন্দ বোসের

রাজভবনের তরফে প্রকাশিত এই বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই 2 মাসে রাজ্যপাল দেশের সংবিধানরক্ষা, আইনের শাসন সুনিশ্চিত করা ও বাংলার মানুষের ভালো থাকার মত বিষয়গুলির উপর জোর দিয়েছেন ৷ রাজ্যে লোকায়ুক্ত নিয়োগে অধ্যাদেশ জারি বা বিধানসভায় বিল আনার পরামর্শও রাজ্যকে দিয়েছেন রাজ্যপাল ৷ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে সেই পদে বসানোর জন্য বিধানসভায় বিল পাশ করিয়েছে রাজ্য সরকার ৷ সেই বিলে অবশ্য সই করেননি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ ফলে আগের নিয়মই এখনও বহাল রয়েছে ৷ জল্পনা চলছিল বর্তমান সিভি আনন্দ বোস হয়তো এই বিলে সই করবেন ৷ কিন্তু এদিনের বিবৃতিতে বলা হয়েছে, এই বিষয়ে বর্তমান ব্যবস্থাই চালু থাকবে ৷ ফলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে কে বসবেন রাজ্যপাল না মুখ্যমন্ত্রী তা নিয়ে জল্পনা জিইয়ে থাকল বলেই মনে করছেন রাজনৈতিক মহল ৷

কলকাতা, 11 ফেব্রুয়ারি: শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে প্রায় দু'ঘণ্টার বৈঠক করেন বিজেপি সাংসদ তথা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাৎপর্যপূর্ণভাবে সুকান্তর সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose) এই বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই এদিন এক বিবৃতি প্রকাশ করা হয় রাজভবন থেকে ৷ এই বিবৃতিতে রাজ্যের দুর্নীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ বার্তা দেওয়া হয়েছে রাজ্যপালের তরফে ৷ যা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷

পাঁচ পাতার ওই বিবৃতিতে বিশেষ করে রাজ্যের দুর্নীতি ইস্যু ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা বলা হয়েছে ৷ জানানো হয়েছে, "কোনও মতেই দুর্নীতি সহ্য করা হবে না ৷ এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েই চলা হবে ৷ রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়টিও যথাযথভাবে রক্ষা করা হবে এবং উচিত সময়ে কার্যকরী ও সক্রিয় পদক্ষেপ করা হবে ৷"

রাজভবনের তরফে প্রকাশিত এই বিবৃতিতে ওঠে এসেছে রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কথাও ৷ বলা হয়েছে, "নির্বাচনে হিংসার কোনও জায়গা নেই ৷ আসন্ন পঞ্চায়েত ভোটে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করা হবে ৷" রাজভবনের এই বিবৃতিতে স্পষ্ট সুকান্ত মজুমদার এদিন রাজ্যপালের সঙ্গে বৈঠকে এই বিষয়গুলি তুলেছিলেন (Governor meeting with Sukanta Majumdar) ৷ আর তার পরেই এই নিয়ে বিবৃতি জারি করলেন রাজ্যপাল ৷

ETV Bharat
রাজভবনের তরফে প্রকাশিত বিবৃতির একাংশ

আরও পড়ুন: রাজ্যপালের সঙ্গে সুকান্তর বৈঠক, দুর্নীতিতে জিরো টলারেন্সের আশ্বাস সিভি আনন্দ বোসের

রাজভবনের তরফে প্রকাশিত এই বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই 2 মাসে রাজ্যপাল দেশের সংবিধানরক্ষা, আইনের শাসন সুনিশ্চিত করা ও বাংলার মানুষের ভালো থাকার মত বিষয়গুলির উপর জোর দিয়েছেন ৷ রাজ্যে লোকায়ুক্ত নিয়োগে অধ্যাদেশ জারি বা বিধানসভায় বিল আনার পরামর্শও রাজ্যকে দিয়েছেন রাজ্যপাল ৷ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে সেই পদে বসানোর জন্য বিধানসভায় বিল পাশ করিয়েছে রাজ্য সরকার ৷ সেই বিলে অবশ্য সই করেননি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ ফলে আগের নিয়মই এখনও বহাল রয়েছে ৷ জল্পনা চলছিল বর্তমান সিভি আনন্দ বোস হয়তো এই বিলে সই করবেন ৷ কিন্তু এদিনের বিবৃতিতে বলা হয়েছে, এই বিষয়ে বর্তমান ব্যবস্থাই চালু থাকবে ৷ ফলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে কে বসবেন রাজ্যপাল না মুখ্যমন্ত্রী তা নিয়ে জল্পনা জিইয়ে থাকল বলেই মনে করছেন রাজনৈতিক মহল ৷

Last Updated : Feb 11, 2023, 8:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.