কলকাতা, 11 জুন: সুপ্রিমকোর্ট থেকে পৌরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত স্পেশাল লিভ পিটিশন প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। রাজ্যের তরফে আইনজীবী আস্থা শর্মা সুপ্রিমকোর্টের রেজিস্ট্রারকে চিঠি লিখে ঐ মামলা প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছেন। ফলে সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতে আর কোনও বাধা রইল না।
জানা গিয়েছে, পৌরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় রাজ্যের আচরণে গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ক্ষোভ প্রকাশ করেছিল।কারণ পৌরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় রাজ্য সুপ্রিমকোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন ফাইল করেছে সে কথা তারা না জানিয়েই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দিনভর সওয়াল-জবাব করে। দিন শেষে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রাজ্যকে বলে পরবর্তী শুনানির দিন আগে জানাতে হবে তারা সুপ্রিমকোর্টের মামলাটি প্রত্যাহার করে নেবে কি না। না হলে হাইকোর্ট এই মামলার শুনানি করবে না। কারণ একই সঙ্গে দু'জায়গায় একই বিষয়ে মামলার শুনানি চলতে পারে না।
আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে 10 বছর পর চাকরি পাচ্ছেন টেট প্রার্থী আমনা পারভিন
উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পৌরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআই-ইডিকে নতুন করে এফআইআর দায়ের করে তদন্তের অনুমতি দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করে রাজ্য। সুপ্রিমকোর্ট বিষয়টি হাইকোর্টকেই নিষ্পত্তি করার জন্য ফেরত পাঠায়।তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের টিভিতে সাক্ষাৎকারকে কেন্দ্র করে বেঞ্চ পরিবর্তনের নির্দেশ দেয় শীর্ষ আদালত। বেঞ্চ বদল হয়ে বিচারপতি অমৃতা সিনহা মামলাটি শোনার পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখেন। সেই মামলায় রাজ্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করার সঙ্গে সঙ্গে সুপ্রিমকোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন ফাইল করেছিল। সেই পিটিশন ফাইল প্রত্যাহার করে নিল রাজ্য সরকার।
আরও পড়ুন: 842 জন গ্রুপ-সি কর্মীর চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের