ETV Bharat / state

Nisith Pramanik Attack: নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় হাইকোর্টে রিপোর্ট দিল রাজ্য - Nisith Pramanik Attack

নিশীথ প্রামাণিকের উপর হামলা নিয়ে হাইকোর্টের নির্দেশমতো শুক্রবার রিপোর্ট জমা দিল রাজ্য (High Court Regarding the Attack on Nisith Pramanik)৷

Etv Bharat
নিশীথ প্রামাণিক
author img

By

Published : Mar 3, 2023, 10:49 PM IST

কলকাতা, 3 মার্চ: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় নির্দেশমতো কলকাতা হাইকোর্টে শুক্রবার রিপোর্ট জমা দিল রাজ্য (HC on Nisith Pramanik Attack Issue)৷ রিপোর্টের শুরুতেই কোচবিহার জেলা পুলিশ সুপার দাবি করেছেন, এই ধরনের জনস্বার্থ মামলা আদালতের গ্রহণ করা উচিত নয় ৷ কারণ মামলাকারী শুভেন্দু অধিকারী একটি রাজনৈতিক দলের সদস্য । পাশাপাশি যে ব্যক্তি নিজে আক্রান্ত হয়েছেন তিনি আদালতে কোনও আবেদন জানাননি । একইসঙ্গে সিবিআই তদন্ত নিয়ে তিনি জানান, তারা এই ঘটনার প্রাথমিক অনুসন্ধান করে রিপোর্ট দিতে প্রস্তুত । কিন্তু সিবিআই তদন্ত করলে সেটা নিরপেক্ষ হবে এই যুক্তি একেবারেই গ্রহণযোগ্য নয় ।

এই ঘটনায় রিপোর্টে পুলিশ এখন পর্যন্ত কী কী পদক্ষেপ গ্রহণ করেছে সেই ব্যাপারে তিনি জানান, এই ঘটনায় সাহেবগঞ্জ থানার তরফে একটি স্বতঃস্ফূর্ত মামলা দায়ের হয়েছে । এই ঘটনায় এখনও পর্যন্ত 21 জনকে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনাস্থল ছাড়াও কাছাকাছি জায়গার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে । কিছু অস্ত্রশস্ত্র, লাঠি, মোটর সাইকেল উদ্ধার করেছে । এছাড়াও পুলিশ কিছু কার্তুজের ফাটা সেল উদ্ধার করেছে ।

উল্লেখ্য, গত সপ্তাহে কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পাশাপাশি এই ঘটনার সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে । এই ঘটনায় পুলিশ কী পদক্ষেপ নিয়েছে জানতে চেয়ে প্রধান বিচারপতি রিপোর্ট তলব করেছিলেন । শুক্রবার সেই রিপোর্ট জমা পড়ল । কিন্তু আজ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাবা মারা যাওয়ার জন্য তিনি হাইকোর্টে উপস্থিত হতে পারেননি । যেহেতু এজির বাবাও হাইকোর্টের ব্যারিস্টার ছিলেন সেই কারণে আদালতের শুনানি প্রক্রিয়াও এদিন বন্ধ হয়ে যায় । ফলে রাজ্য রিপোর্ট দিলেও তার উপর কোনও শুনানি হয়নি ।
আরও পড়ুন : নিশীথ প্রামাণিকের উপর হামলায় রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

কলকাতা, 3 মার্চ: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় নির্দেশমতো কলকাতা হাইকোর্টে শুক্রবার রিপোর্ট জমা দিল রাজ্য (HC on Nisith Pramanik Attack Issue)৷ রিপোর্টের শুরুতেই কোচবিহার জেলা পুলিশ সুপার দাবি করেছেন, এই ধরনের জনস্বার্থ মামলা আদালতের গ্রহণ করা উচিত নয় ৷ কারণ মামলাকারী শুভেন্দু অধিকারী একটি রাজনৈতিক দলের সদস্য । পাশাপাশি যে ব্যক্তি নিজে আক্রান্ত হয়েছেন তিনি আদালতে কোনও আবেদন জানাননি । একইসঙ্গে সিবিআই তদন্ত নিয়ে তিনি জানান, তারা এই ঘটনার প্রাথমিক অনুসন্ধান করে রিপোর্ট দিতে প্রস্তুত । কিন্তু সিবিআই তদন্ত করলে সেটা নিরপেক্ষ হবে এই যুক্তি একেবারেই গ্রহণযোগ্য নয় ।

এই ঘটনায় রিপোর্টে পুলিশ এখন পর্যন্ত কী কী পদক্ষেপ গ্রহণ করেছে সেই ব্যাপারে তিনি জানান, এই ঘটনায় সাহেবগঞ্জ থানার তরফে একটি স্বতঃস্ফূর্ত মামলা দায়ের হয়েছে । এই ঘটনায় এখনও পর্যন্ত 21 জনকে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনাস্থল ছাড়াও কাছাকাছি জায়গার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে । কিছু অস্ত্রশস্ত্র, লাঠি, মোটর সাইকেল উদ্ধার করেছে । এছাড়াও পুলিশ কিছু কার্তুজের ফাটা সেল উদ্ধার করেছে ।

উল্লেখ্য, গত সপ্তাহে কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পাশাপাশি এই ঘটনার সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে । এই ঘটনায় পুলিশ কী পদক্ষেপ নিয়েছে জানতে চেয়ে প্রধান বিচারপতি রিপোর্ট তলব করেছিলেন । শুক্রবার সেই রিপোর্ট জমা পড়ল । কিন্তু আজ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাবা মারা যাওয়ার জন্য তিনি হাইকোর্টে উপস্থিত হতে পারেননি । যেহেতু এজির বাবাও হাইকোর্টের ব্যারিস্টার ছিলেন সেই কারণে আদালতের শুনানি প্রক্রিয়াও এদিন বন্ধ হয়ে যায় । ফলে রাজ্য রিপোর্ট দিলেও তার উপর কোনও শুনানি হয়নি ।
আরও পড়ুন : নিশীথ প্রামাণিকের উপর হামলায় রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.